07/11/2025
সকাল থেকে বাগানে কাজ করছিলাম।খবর নেওয়া হয় নি কারোর।কেমন আছেন সবাই?
বাসা পরিবর্তন করার প্রস্তুতি হিসেবে বাগানের কাজ ধরেছি। কিছু গাছ বড় টবে রিপট করলাম।গাছের শীতকালীন প্রস্ততি হিসাবে খাবার দিলাম।আর তার পাশাপাশি গাছের টব কমাচ্ছি।ছাদের বড় গাছ গুলো যাতে যাওয়ার সময় কম সময়ে গুছাতে পারি।আর কিছু গাছ বাড়িতে পাঠিয়ে দিবো।
এরপর ধরবো ব্যালকনির গাছগুলো।
অনেক কাজ...
হাতে আছে ২০ দিনের মতো সময়।
Nest & Nurture