17/06/2025
উখিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে এনজিও সংস্থা শেড
এইচ.কে রফিক উদ্দিন:-
Ending Global Plastic Pollution.(বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ বন্ধ করি) এই স্লোগানকে সামনে রেখে উখিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।
মঙ্গলবার (১৭ জুন) সকালে কুতুপালং উচ্চ বিদ্যালয়ের হলরুমে ব্রাকের সহযোগিতায়, বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাইটি ফর হেল্থ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (শেড) কর্তৃক বাস্তবায়িত সাসটেইনেবল সলিডওয়েষ্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পরিবেশ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাগত বক্তব্যে প্রকল্প ব্যবস্হাপক জিয়াউল হক আজাদ বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের কাজ নয়, বরং এটি আমাদের সকলের যৌথ দায়িত্ব। শিল্পায়ন, নগরায়ন এবং প্লাস্টিক দূষণের ফলে প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়েছে। আমাদের প্রতিদিনের ছোট ছোট উদ্যোগ যেমন, প্লাস্টিক ব্যবহার কমানো, গাছ লাগানো, বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন,আমাদের সংগঠন শেড বিভিন্ন এলাকায় সচেতনতামূলক ক্যাম্পেইন, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। আমরা চাই সরকার, সেবা সংস্থা ও স্থানীয় জনগণ একসাথে কাজ করুক পরিবেশের টেকসই ভবিষ্যতের জন্য।
দিনব্যাপী অনুষ্টিত দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, কুতুপালং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম বাদশা মিয়া চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, ব্যবসায়ী প্রতিনিধি ছৈয়দ নুর সওদাগর, শিক্ষক এম এ মন্নান, কুতুপালং বাজার কমিটির সাবেক সভাপতি জহির আহমেদ, ডাঃ মুজিব,বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি ও কুতুপালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। এছাড়াও ব্রাকের ভিপি রুহুল কাদের ও অত্র এনজিওর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সরকার পরিবেশ সংরক্ষণে নানামুখী পদক্ষেপ নিচ্ছে বনাঞ্চল বৃদ্ধি, পুনর্ব্যবহারযোগ্য শক্তি ব্যবহার, প্লাস্টিক নিষিদ্ধকরণ ও দূষণ নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়ন করা হয়েছে। তবে কেবল সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, জনগণকেও পরিবেশবান্ধব জীবনযাপন হতে হবে। বর্ণাঢ্য আয়োজনে পরিবেশ দিবস উদযাপন করায় বেসরকারি এনজিও সংস্থা শেড'র প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন তিনি।
এসময় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও জৈব সার বিতরণ করা হয়েছে।