Golb Uddin গোল্ব উদ্দীন

Golb Uddin গোল্ব উদ্দীন Welcome to the official page of Mohammad Golb Uddin, where you can explore insights, updates, and information about his work and achievements.

Join us on this journey to discover more about his contributions and vision!

বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে নেতৃত্বের ব্যক্তিপূজা: সময় এসেছে নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনারবাংলাদেশের গণতান্ত্রিক অভিয...
15/07/2025

বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে নেতৃত্বের ব্যক্তিপূজা: সময় এসেছে নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনার

বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা দীর্ঘ ও বর্ণাঢ্য হলেও, একটি দুঃখজনক বাস্তবতা হলো—এখানে এখনও অনেক ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের প্রতি অন্ধ আনুগত্য ও ব্যক্তিপূজার সংস্কৃতি বিদ্যমান। এ ধরনের প্রবণতা কেবল একটি ব্যক্তি বা দল নয়, গোটা গণতন্ত্রের জন্যই এক ধরনের চ্যালেঞ্জ।

রাজনীতি হবে নীতি ও আদর্শনির্ভর। জনগণ নেতাদের অনুসরণ করবে তাঁদের কর্ম, নৈতিকতা, দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভিত্তিতে। কিন্তু যখন কোনো নেতা বা নেতৃত্বকে প্রশ্নাতীত ও সমালোচনামুক্ত হিসেবে প্রতিষ্ঠা করা হয়, তখন স্বচ্ছতা ও জবাবদিহিতা হারিয়ে যেতে শুরু করে। রাজনীতির মূল দর্শন তখন ব্যক্তিনির্ভর হয়ে পড়ে, যা দলীয় গণতন্ত্র ও রাজনৈতিক বিকাশকে বাধাগ্রস্ত করে।

তাই সময় এসেছে রাজনৈতিক অঙ্গনে একটি নতুন সংস্কৃতি গড়ে তোলার—যেখানে নেতৃত্ব হবে জবাবদিহিমূলক, মতবিনিময় হবে মুক্ত, এবং দলীয় আনুগত্যের চেয়ে রাষ্ট্র ও জনগণের কল্যাণকে প্রাধান্য দেওয়া হবে।
রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা, তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষিত ও নীতিবান নেতৃত্বের বিকাশই পারে এই নেতানির্ভর রাজনীতির অবসান ঘটাতে।

প্রয়োজনে আমাদের রাজনৈতিক চিন্তা ও চর্চায় পরিবর্তন আনতে হবে—যেখানে ব্যক্তি নয়, প্রতিষ্ঠান, নীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই দিনেই আমরা প্রকৃত অর্থে একজন নেতার নয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অনুসারী হতে পারবো।



04/07/2025

বড় ধরনের সম্পদের আহরণ ভাগ্য অথবা অন্যায় ছাড়া সম্ভব হয় না। সৎপথে বড়জোর সচ্ছলভাবে (অভাবমুক্ত হয়ে) বাঁচা যায়।

25/06/2025

"যারা নিজেরা ধোঁয়াটে নৈতিকতার মধ্যে বাস করে, তারা অন্যকে সৎ ও সরল পথে চলার উপদেশ দিতে পারে না।"

24/06/2025

বর্তমানে আমাদের জাতীয় অগ্রাধিকার তালিকায় বিজ্ঞানচর্চা, মৌলিক গবেষণা কিংবা প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের অবস্থান যেন ক্রমশ পেছনের সারিতে চলে যাচ্ছে। এর পরিবর্তে চারপাশে লক্ষ্য করা যায়, তরুণ সমাজ অধিকাংশই প্রতিযোগিতায় নেমেছে শুধুমাত্র বিসিএস ক্যাডার হওয়া কিংবা ‘দেশপ্রেমিক’ রাজনীতিক পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে।

যে জাতি জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগ না করে কেবল প্রশাসনিক পদ-পদবির পেছনে ছুটে, সে জাতির ভবিষ্যৎ দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নের পথ থেকে ছিটকে পড়ার ঝুঁকিতে থাকে। সময় এসেছে জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়ে বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের প্রতি জাতীয়ভাবে মনোযোগ পুনঃস্থাপন করার।

তারা প্রস্তুত।
09/06/2025

তারা প্রস্তুত।

রকফেলারের ছকে WHO এখন বড়বড় ওষুধ কোম্পানির দাস!বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) আজকে যেমন কাজ করে, সেটা কেবল মানুষকে ভালো রাখ...
30/05/2025

রকফেলারের ছকে WHO এখন বড়বড় ওষুধ কোম্পানির দাস!

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) আজকে যেমন কাজ করে, সেটা কেবল মানুষকে ভালো রাখার জন্য না—বরং বড় বড় ওষুধ কোম্পানির (যেমন Pfizer, Moderna) ব্যবসা বাড়ানোর জন্য গড়ে তোলা হয়েছে। এই পুরো পরিকল্পনার পিছনে ছিল রকফেলার ফাউন্ডেশন।

চলুন ধাপে ধাপে দেখে নেই তারা কীভাবে এটা করেছে:

১️. রোগের প্রতিকার নয়, চিরস্থায়ী চিকিৎসা

- মানুষ যেন সারাজীবন ওষুধ খেতে থাকে, সেইভাবে রোগ ব্যবস্থাপনা বানানো হয়।

- ম্যালেরিয়া, যক্ষ্মার মতো রোগের জন্য এমন ব্যবস্থা করা হয় যাতে রোগ পুরোপুরি না সারে, শুধু নিয়ন্ত্রণে থাকে।

- দারিদ্র্য, অপুষ্টি—এসব আসল সমস্যার দিকে কোনো গুরুত্ব দেয়া হয়নি, কারণ এতে কোনো কোম্পানির লাভ হয় না।
---

২️. WHO-তে ওষুধ কোম্পানির পছন্দের লোক বসানো

- WHO-এর প্রথম প্রধান ছিলেন একজন রকফেলার ফান্ডেড মনোরোগ বিশেষজ্ঞ, যিনি বলতেন—জনসংখ্যা বেশি হলে বিপদ বাড়ে।

- WHO ও বড় ওষুধ কোম্পানির মধ্যে এমন সম্পর্ক তৈরি হয়, যেন একে অপরের লোক এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতে পারে।

- কিছু কোম্পানিকে নিয়ম তৈরি করার সময়ও অংশ নিতে দেয়া হয়, যাতে তারা নিজের সুবিধামতো নিয়ম বানাতে পারে।
---

৩️.টিকার মাধ্যমে ব্যবসা বিস্তার

-১৯৭৪ সাল থেকে WHO টিকাদানকে মূল কাজ বানিয়ে ফেলে।

- ২০০০ সালে এমন একটি প্রকল্প চালু হয় (Gavi), যার মাধ্যমে টিকার নামে বিলিয়ন ডলার Pfizer/Moderna-কে দেয়া হয়।

- বাধ্যতামূলক টিকাদান যেন সাধারণ নিয়ম হয়, সেটা তৈরি করা হয়।
---

৪️. প্রতিযোগীদের সরিয়ে দেওয়া

- রকফেলারের টাকা দিয়ে চালিত মেডিকেল স্কুলগুলো প্রথাগত ও দেশীয় চিকিৎসাকে বলেছে "অবৈজ্ঞানিক"।

- আইভারমেক্টিনের মতো সস্তা বিকল্প চিকিৎসাগুলো দমন করা হয়েছে।

- কিছু রোগ (যেমন: এইডস, ডায়াবেটিস) এমনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যেন মানুষ সারাজীবন ওষুধ খেতে বাধ্য হয়।
---

৫️. মহামারির সুযোগে লাভ

- ২০১৯ সালে "ইভেন্ট ২০১" নামে করোনা মহামারির অনুশীলন করা হয় রকফেলারের টাকায়।

- ২০২০ সালে WHO অল্প সময়েই পরীক্ষামূলক mRNA টিকা অনুমোদন করে।

- এরপর ডিজিটাল হেলথ পাসপোর্ট চালু করা হয়, যার মাধ্যমে মানুষকে নজরদারির আওতায় আনা যায়।
---

🎯 শেষ কথা?

এই স্বাস্থ্য ব্যবস্থা বানানো হয়েছে এমনভাবে:

- মানুষ যেন সারাজীবন চিকিৎসা নেয়, রোগ ভালো না হয়।

- মানুষের উপকার নয়, ওষুধ কোম্পানির লাভ নিশ্চিত করতে।

- দেশগুলো নিজের স্বাস্থ্যনীতি ঠিক করতে না পারে, সব নিয়ন্ত্রণ থাকে কর্পোরেট কোম্পানির হাতে।

[Geopolitics live এর থ্রোব্যাক থার্সডে বিশেষ প্রতিবেদন]

রেল ও ট্রানজিট খাতে ইরান-ইরাকের সহযোগিতা বাড়ানোর উদ্যোগতেহরানে বৈঠকে বসেছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি...
27/05/2025

রেল ও ট্রানজিট খাতে ইরান-ইরাকের সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

তেহরানে বৈঠকে বসেছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ও ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী ফারজানা সাদেক। আলোচনায় মূল গুরুত্ব পেয়েছে দুই দেশের মধ্যে রেল ও ট্রানজিট সহযোগিতা বাড়ানোর বিষয়টি।

ইরাকি প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক বাণিজ্য সহজ করতে ইরাক ইরানের সঙ্গে আরও গভীর সমন্বয় চায়। বিশেষ করে ট্রানজিট চুক্তি ও অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রগুলোতে যৌথভাবে কাজের সুযোগ রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ইরান-ইরাক রেলসংযোগ প্রকল্পে অগ্রগতি হলেও তা পূর্ণমাত্রায় চালু হয়নি।

সোমালিয়ায় আল-শাবাবের রক্তক্ষয়ী তাণ্ডব২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময়ে সোমালিয়াজুড়ে আল-শাবাব ৬৪৪টি হাম...
27/05/2025

সোমালিয়ায় আল-শাবাবের রক্তক্ষয়ী তাণ্ডব

২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময়ে সোমালিয়াজুড়ে আল-শাবাব ৬৪৪টি হামলা চালিয়েছে। এসব হামলায় মোট ১,৩৭৬ জন নিহত বা আহত হয়েছে।

সহিংসতার ঘটনাগুলো মূলত মোগাদিশু, হিরান এবং লোয়ার শাবেল অঞ্চলে বেশি হয়েছে।

রাশিয়ায় পুতিনের সাথে তুর্কিয়ের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বিশেষ সাক্ষাৎ।এসময় তারা প্রায় ৯০ মিনিটের দীর্ঘ একটি বৈঠক ক...
27/05/2025

রাশিয়ায় পুতিনের সাথে তুর্কিয়ের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বিশেষ সাক্ষাৎ।

এসময় তারা প্রায় ৯০ মিনিটের দীর্ঘ একটি বৈঠক করেন।

২০২৯ সালের মধ্যেই পূর্ণ যুদ্ধসজ্জায় জার্মান সেনাবাহিনী—আদেশ জার্মান প্রতিরক্ষা প্রধানের২০২৯ সালের মধ্যে জার্মান সেনাবাহি...
27/05/2025

২০২৯ সালের মধ্যেই পূর্ণ যুদ্ধসজ্জায় জার্মান সেনাবাহিনী—আদেশ জার্মান প্রতিরক্ষা প্রধানের

২০২৯ সালের মধ্যে জার্মান সেনাবাহিনীকে সম্পূর্ণরূপে অস্ত্র ও সরঞ্জামে সজ্জিত করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা প্রধান কারস্টেন ব্রয়ার।

ন্যাটোর একাধিক কর্মকর্তার মতে, রাশিয়া ওই সময়ের মধ্যেই ন্যাটোর বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিতে পারে—এই আশঙ্কার প্রেক্ষিতেই জার্মান সেনাবাহিনীকে দ্রুত প্রস্তুত করার নির্দেশ এলো।

রয়টার্স জানিয়েছে, সামরিক পরিকল্পনায় এখন নতুন করে সময়সীমা নির্ধারণ করা হয়েছে—লক্ষ্য, ইউরোপে সম্ভাব্য যুদ্ধে জার্মানির পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করা।

মধ্যপ্রাচ্যে অতীর ভুলের পুনরাবৃত্তি করবেনা পাশ্চাত্য, তুরষ্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের স্পষ্ট বিবৃতি।তুরস্কে নিযুক্ত...
27/05/2025

মধ্যপ্রাচ্যে অতীর ভুলের পুনরাবৃত্তি করবেনা পাশ্চাত্য, তুরষ্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের স্পষ্ট বিবৃতি।

তুরস্কে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম বারাক সিরিয়া নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, অঞ্চলটিতে বাইরের দেশের হস্তক্ষেপের সময় ফুরিয়েছে।

তিনি বলেন, “একশ বছর আগে পাশ্চাত্য এখানে নিজের স্বার্থে মানচিত্র টেনেছিল। সাইক্স-পিকো চুক্তি দিয়ে তারা একটা জাতিকে ভাগ করেছিল, যার খেসারত আজও দিতে হচ্ছে। সেই ভুল আর করা যাবে না।”

বারাক আরো বলেন, "পশ্চিমা হস্তক্ষেপের যুগ শেষ। এখন সময়—আঞ্চলিক সমাধান, পারস্পরিক সম্মান আর বাস্তব অংশীদারিত্বের।

তার মতে, সিরিয়ার সংকট শুরু হয়েছিল বিভাজন দিয়ে। এখন পুনর্গঠনের পথে দরকার সত্য, দায়বদ্ধতা, আর জনগনের ওপর বিনিয়োগ। এই পথে সিরিয়ার আভ্যন্তরীন বিষয়াবলিকে পাশ কাটিয়ে কোন সমাধানে আসার সুযোগ নেই।"

বারাক আরো বলেন, "আমরা তুরস্ক, উপসাগরীয় দেশ আর ইউরোপের সঙ্গে আছি। আর সেটা সেনা পাঠিয়ে নয়, ভাষণ দিয়ে নয়—সিরিয়ার মানুষের পাশে থেকেই।"

তিনি মনে করেন, আসাদ সরকারের পতনের পর শান্তির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আর নিষেধাজ্ঞা তুলে নিলে সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিতে পারবে।

টেক্সাসে ১৮ বছরের নিচের কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হতে যাচ্ছে।যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ১৮ বছরের কম বয়...
27/05/2025

টেক্সাসে ১৮ বছরের নিচের কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ১৮ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা জারির পথে রয়েছে রাজ্য সরকার। এই বিলটি পাস হলে এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কঠোর অঙ্গরাজ্যভিত্তিক সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ।

বিল অনুযায়ী, ১৮ বছরের কম বয়সীরা নতুন কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে বা ব্যবহার করতে পারবে না।সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে ব্যবহারকারীর বয়স যাচাই করতে হবে এবং অভিভাবকের অনুরোধে কিশোরদের অ্যাকাউন্ট ১০ দিনের মধ্যে মুছে ফেলতে হবে।

আইনটি লঙ্ঘন করলে সেটি "প্রতারণামূলক বাণিজ্যিক কার্যক্রম" হিসেবে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে।

বিলটি ইতোমধ্যে টেক্সাস হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাস হয়েছে এবং শিগগিরই সিনেটেও পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।গভর্নর গ্রেগ অ্যাবট কিশোরদের নিরাপত্তা ও অনলাইন গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলে জানানো হয়েছে।

এর আগে, ফ্লোরিডা অঙ্গরাজ্যে ১৪ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করে প্রথম এমন আইন পাস করা হয়।

Address

Cox's Bazar

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golb Uddin গোল্ব উদ্দীন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share