
04/09/2025
আমার হিরো আমার অনুপ্রেরণা আমার আইডল 💔
নামটা শুধু একজন খেলোয়াড়ের নয়, নামটা এক যুগের ইতিহাস। ঘরের মাঠে ৫ তারিখের সেই শেষ ম্যাচে বিদায়ের মুহূর্ত যেন পুরো ফুটবল দুনিয়াকে থমকে দিবে। প্রতিটা স্পর্শ, প্রতিটা পাস, প্রতিটা জাদুকরী ছোঁয়া মনে করিয়ে দিল – এটাই সেই মানুষ, যিনি ফুটবলকে ভালোবাসার ভাষায় রূপ দিয়েছেন।
বিদায়ের বাঁশি বাজতেই চোখে জল এসেছিল লক্ষ কোটি ভক্তের। কারণ মেসির সাথে শেষ হলো এক অনন্য অধ্যায়, যেখানে আনন্দ, অশ্রু আর স্বপ্ন মিলেমিশে ফুটবলকে করে তুলেছিল শিল্পকলা।
আজ বিদায় নিলেও, ‘King Messi’ চিরকাল বেঁচে থাকবেন প্রতিটি গোলের জাদুতে, প্রতিটি মুহূর্তের স্মৃতিতে, আর কোটি মানুষের হৃদয়ে। 🐐👑⚽