20/07/2025
প্রাপক,
সভাপতি/সাধারণ সম্পাদক
জেলা অ্যাডভোকেট ক্লার্ক সমিতি,
কক্সবাজার।
বিষয়ঃ অ্যাডভোকেট ক্লার্কদের কোর্ট ড্রেস, এসি নম্বর এবং পরিচয়পত্র ব্যতিত বিজ্ঞ আদালতসমূহে মামলা তদবীর গ্রহণ না করা প্রসঙ্গে।
জনাব
সাম্প্রতিক সময়ে কক্সবাজার আদালত প্রাঙ্গনে অবাঞ্ছিত লোক, যেমন- টাউট, দালাল শ্রেণীর লোকের দৌরাত্ম্য আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ঐ সমস্ত লোকের দ্বারা বিচারপ্রার্থী জনগণ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। সাথে সাথে বিচার সংশ্লিষ্ট বিজ্ঞ আইনজীবী এবং বৈধ অ্যাডভোকেট ক্লার্কদের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুন্ন হচ্ছে। তাই উক্ত টাউট, দালাল শ্রেণীর লোকের দৌরাত্ম্য জরুরী ভিত্তিতে বন্ধ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত কর্মসূচী বাস্তবায়নে আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। এমতাবস্থায় কক্সবাজার জেলা অ্যাডভোকেট ক্লার্ক সমিতির অবগতি ও বিধি মোতাবেক কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, বিজ্ঞ আদালত চলাকালীন ও পেশাগত দায়িত্ব পালনকালে অ্যাডভোকেট ক্লার্কগণের জন্য নির্ধারিত কোর্ট ড্রেস, এসি নম্বর এবং পরিচয়পত্র ব্যতিত অন্য কারো নিকট হতে বিজ্ঞ আদালত সমূহে মামলার তদবীর গ্রহণ না করার জন্য এবং তদবির গ্রহণ করার সময় কক্সবাজার জেলা আইনজীবী সমিতি কর্তৃক নির্ধারিত ফরম, প্রয়োজনীয় কোর্ট ফি: সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা তা যাচাই করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
(মোহাম্মদ তাওহীদুল আনোয়ার)
অ্যাডভোকেট
সাধারণ সম্পাদক
জেলা আইনজীবী সমিতি, কক্সবাজার।
সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হল (জৈষ্ঠ্যতার ক্রমানুসারে নহে) :
১) প্রশাসনিক কর্মকর্তা, জেলা ও দায়রা জজ, কক্সবাজার।
২) প্রশাসনিক কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কক্সবাজার।
৩) বেঞ্চ সহকারী, জেলা ও দায়রা জজ, কক্সবাজার।
৪) বেঞ্চ সহকারী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কক্সবাজার।
৫) বেঞ্চ সহকারী, নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১, ২, ৩ কক্সবাজার।
৬) বেঞ্চ সহকারী, অতি: জেলা ও দায়রা জজ, কক্সবাজার ১, ২, ৩, ৪, ৫ আদালত।
৭) বেঞ্চ সহকারী, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কক্সবাজার।
৮) বেঞ্চ সহকারী, যুগ্ম জেলা ও দায়রা জজ, ১ম ও ২য় কক্সবাজার।
৯) বেঞ্চ সহকারী, সিনিয়র সহকারী জজ সদর, রামু, উখিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, ঈদগাঁও।
১০) বেঞ্চ সহকারী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সদর, রামু, উখিয়া, টেকনাফ, ঈদগাঁও, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া।
১১) বেঞ্চ সহকারী, অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক, রাজস্ব, শিক্ষা ও আইসিটি, মানব সম্পদ ও উন্নয়ন, কক্সবাজার।
১২) বেঞ্চ সহকারী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, কক্সবাজার।
১৩) প্রতিনিধি, চৌকি আদালত, চকরিয়া/মহেশখালী/কুতুবদিয়া।
১৪) কোর্ট ইন্সপেক্টর, কক্সবাজার।
১৫) জিআরও, টেকনাফ, সদর, কুতুবদিয়া, ঈদগাঁও। ১৬) নোটিশ বোর্ড। ১৭) অফিস কপি।