Ukhiya71.com

Ukhiya71.com Ukhiya71.com is one of the most popular Bangla news portals in Cox’s Bazar.

The online news portal has started its operations with the commitment of fearless, investigative, informative, and neutral journalism.

02/07/2025

ব্যাংকে তিন লাখ টাকা জমা, কিন্তু চিকিৎসার জন্য মাত্র ৩ হাজার!
মানবিকতাহীনতার প্রশ্নে বিবেককে নাড়া দেয় কোর্ট বাজার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

কক্সবাজারের উখিয়ার কোটবাজার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শাখায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। একজন হিন্দু নারী তার ছোট শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ব্যাংকে হাজির হন। শিশুটির জীবন সংকটাপন্ন, জরুরি চিকিৎসার প্রয়োজন। ওই মায়ের একাউন্টে প্রায় তিন লক্ষ টাকা জমা থাকলেও তিনি কান্নাকাটি করে শত অনুরোধেও ম্যানেজারের কাছ থেকে মাত্র তিন হাজার টাকার বেশি তুলতে পারেননি।

মায়ের আকুতি, কান্না, অসহায়ত্ব—সব কিছু যেন পাথরের মতো হৃদয়ও গলাতে পারল না। ব্যাংক ম্যানেজার একবিন্দু নড়লেন না, বরং নিয়ম দেখিয়ে চোখ ফিরিয়ে নিলেন মানবিকতা থেকে।

প্রত্যক্ষদর্শী হিসেবে আমি নিজে ঘটনাস্থলে ছিলাম। মেয়েটির অসহায়তা দেখে নিজের টাকা তোলার ইচ্ছাও হারিয়ে ফেলি। প্রশ্ন জাগে—নিজের রক্ত-ঘামে উপার্জিত টাকা যদি প্রয়োজনের সময় তুলতে না পারি, তাহলে এই ব্যাংকিং ব্যবস্থা কার জন্য?

এই টাকাগুলো কি তোমার বাপের?

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে HELP Cox’s Bazar এর নির্বাহী পরিচালক আবুল কাশেম বলেন, "কোর্ট বাজার ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে ৩০০০ টাকার বেশি টাকা দিচ্ছে না। প্রশ্ন করি—এই টাকাগুলো কি তোমার বাপের?"

এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, কেবল নিয়ম নয়, মানবিকতাও প্রয়োজন। ব্যাংকিং ব্যবস্থার ভেতরের এই অসহায় বাস্তবতা আর কতকাল চলবে?

আমরা কি শুধু কাগজে কলমে গ্রাহক? মানুষ নই?

উখিয়ায় বজ্রপাতে একই পরিবারের ৫ জন আহতইমরান, উখিয়া ॥    উখিয়ায় বজ্রপাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ২০, ব্লক এম-৮ এর একই পর...
01/06/2025

উখিয়ায় বজ্রপাতে একই পরিবারের ৫ জন আহত
ইমরান, উখিয়া ॥
উখিয়ায় বজ্রপাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ২০, ব্লক এম-৮ এর একই পরিবারের ৫ জন আহত হয়েছে। বজ্রপাতের ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যার দিকে ক্যাম্প ২০, ব্লক এম-৮ এ। আহতরা হলেন, আবুল হোছনের স্ত্রী আনোয়ারা (৪৫) ও তার ছেলে সানা উল্লাহ (২৬), জিয়াবুর রহমান (১৮), আবুল হোছনের মেয়ে আছিয়া বিবি (১৫) ও সানা উল্লাহ স্ত্রী হোসনে আরা (২৪)। বজ্রপাতের পরে তাদের সবাইকে এম-৮ ব্লকের মাঝি ও আশপাশের অন্যান্য লোকজন উদ্ধার করে স্থানীয় আইওএম হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা আইওএম হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ীতে অবস্থানরত আছে। বিষয়টি নিশ্চিত করেছে ক্যাম্প ২০, ব্লক এম-৮ এর মাঝি আলী জোহার।

৭৭০০ জন ভিজিএফ উপকারভোগী পেলো চাল- তবুও একটি ওয়ার্ডে অনিয়মের অভিযোগ! নিজস্ব প্রতিনিধি:সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় ঈদু...
26/05/2025

৭৭০০ জন ভিজিএফ উপকারভোগী পেলো চাল- তবুও একটি ওয়ার্ডে অনিয়মের অভিযোগ!

নিজস্ব প্রতিনিধি:

সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় ঈদুল আযহা উপলক্ষ্যে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭৭০০ উপকারভোগীর প্রত্যেক'কে ১০ কেজি করে চাল
হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৬ মে) সকাল ৮ টা থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিটি ওয়ার্ডের নির্দিষ্ট কার্ডধারী নাগরিক'কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শহিদুল ইসলাম চৌধুরী রুমানের সরাসরি তত্ত্বাবধানে বিশেষ এই সহায়তা প্রদান করা হয়।

রুমান জানিয়েছেন , 'অতিদরিদ্র মানুষকে এই সহায়তার আওতায় এনে দিনব্যাপী কার্যক্রমের মাধ্যমে প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়েছে।'

তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট পাওয়া গেছে যেখানে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ হামজা এবং তার কথিত সহযোগীদের বিরুদ্ধে একাধিক ভিজিএফ কার্ড ২শত থেকে ৩শত টাকায় বিক্রি, স্বজনপ্রীতি সহ নানা অভিযোগ পাওয়া গেছে।

এই বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে ছৈয়দ হামজা অভিযোগ অস্বীকার করে বিষয়টির সত্যতা প্রমাণের দাবী করেন।

অন্যদিকে এব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসাইন চৌধুরী বলেন, অনিয়মের যথার্থ অভিযোগ পাওয়া গেলে সাথে সাথে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ukhiya71.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ukhiya71.com:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share