
02/07/2025
ব্যাংকে তিন লাখ টাকা জমা, কিন্তু চিকিৎসার জন্য মাত্র ৩ হাজার!
মানবিকতাহীনতার প্রশ্নে বিবেককে নাড়া দেয় কোর্ট বাজার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
কক্সবাজারের উখিয়ার কোটবাজার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শাখায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। একজন হিন্দু নারী তার ছোট শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ব্যাংকে হাজির হন। শিশুটির জীবন সংকটাপন্ন, জরুরি চিকিৎসার প্রয়োজন। ওই মায়ের একাউন্টে প্রায় তিন লক্ষ টাকা জমা থাকলেও তিনি কান্নাকাটি করে শত অনুরোধেও ম্যানেজারের কাছ থেকে মাত্র তিন হাজার টাকার বেশি তুলতে পারেননি।
মায়ের আকুতি, কান্না, অসহায়ত্ব—সব কিছু যেন পাথরের মতো হৃদয়ও গলাতে পারল না। ব্যাংক ম্যানেজার একবিন্দু নড়লেন না, বরং নিয়ম দেখিয়ে চোখ ফিরিয়ে নিলেন মানবিকতা থেকে।
প্রত্যক্ষদর্শী হিসেবে আমি নিজে ঘটনাস্থলে ছিলাম। মেয়েটির অসহায়তা দেখে নিজের টাকা তোলার ইচ্ছাও হারিয়ে ফেলি। প্রশ্ন জাগে—নিজের রক্ত-ঘামে উপার্জিত টাকা যদি প্রয়োজনের সময় তুলতে না পারি, তাহলে এই ব্যাংকিং ব্যবস্থা কার জন্য?
এই টাকাগুলো কি তোমার বাপের?
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে HELP Cox’s Bazar এর নির্বাহী পরিচালক আবুল কাশেম বলেন, "কোর্ট বাজার ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে ৩০০০ টাকার বেশি টাকা দিচ্ছে না। প্রশ্ন করি—এই টাকাগুলো কি তোমার বাপের?"
এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, কেবল নিয়ম নয়, মানবিকতাও প্রয়োজন। ব্যাংকিং ব্যবস্থার ভেতরের এই অসহায় বাস্তবতা আর কতকাল চলবে?
আমরা কি শুধু কাগজে কলমে গ্রাহক? মানুষ নই?