জাতীয়তাবাদী যুবদল KJMU 4

জাতীয়তাবাদী যুবদল KJMU 4 জাতীয়তাবাদী যুবদল কুতুবজোম ইউনিয়ন ৪নং ওয়ার্ড

07/08/2025
17/07/2025
15/07/2025

📌 কুতুবজোম আদর্শ উচ্চ বিদ্যালয়: বর্তমান পরিস্থিতি ও একটি সৎ প্রতিক্রিয়া

আমি এম, শফিউল আলম
সাবেক চেয়ারম্যান, কুতুবজোম ইউনিয়ন পরিষদ
প্রতিষ্ঠাতা, কুতুবজোম আদর্শ উচ্চ বিদ্যালয়

---

🏫 একটি স্বপ্নের শুরু

১৯৯১ সালে কুতুবজোম ইউনিয়নে উচ্চ মাধ্যমিক শিক্ষার কোন সুবিধা ছিল না। সে সময় আমি নিজে একজন শিক্ষার্থী হয়েও এলাকার ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে বহু ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে এলাকার কিছু অর্থ শালী ব্যক্তিদের নিয়ে “কুতুবজোম আদর্শ উচ্চ বিদ্যালয়” প্রতিষ্ঠা করি। সেই বিদ্যালয়ের প্রতিটি কাঠামো, মাঠ, বেঞ্চ আর পাঠদান—আমি নিজ হাতে গড়ে তুলি। এটাই ছিল আমার জীবনের বড় গর্ব ও অবদান।

---

🔍 বর্তমান পরিস্থিতি: আমি বিস্মিত ও মর্মাহত

সম্প্রতি এসএসসি পরীক্ষার ফলাফল দেখে আমি গভীরভাবে মর্মাহত। একজন প্রতিষ্ঠাতা হিসেবে এমন ব্যর্থতা কষ্টের হলেও আমি দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি—গত ১৮ বছর ধরে আমি বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে কোনো দায়িত্বে নেই। বর্তমান ও পূর্ববর্তী কমিটিই এর দায়িত্বে ছিল এবং এখনো আছে।

---
জল
❗ ফলাফল খারাপ হওয়ার প্রকৃত কারণ

শিক্ষকদের কাছ থেকে আমি জানতে পেরেছি, যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, তাদের অভিভাবকদের চাপে পড়ে শিক্ষকরা ফরম পূরণে বাধ্য হন।
গ্রামের স্কুলে “না” বলার সুযোগ না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে শুরুর দিক থেকেই দুর্বল শিক্ষার্থীদের চাপ সহ্য করতে হয়েছে বিদ্যালয়কে। এর দায় প্রতিষ্ঠাতা হিসেবে আমার ওপর চাপিয়ে দেওয়া অনৈতিক ও বিভ্রান্তিকর।

---

🌀 উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার

কিছু ব্যক্তি রাজনৈতিক প্রতিহিংসা ও পারিবারিক হিংসা থেকে আমার বিরুদ্ধে নানা মিথ্যা প্রচার চালাচ্ছেন।
সম্প্রতি আমার প্রিয় নেতা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব,
সালাহউদ্দিন সাহেবের সমাবেশে কিছু ছাত্র অংশ নেওয়ার বিষয়টি নিয়েও আমাকে জড়ানোর অপচেষ্টা চলছে—যেখানে আমি স্পষ্ট করে বলছি, ১৮ বছর ধরে আমি বিদ্যালয়ের প্রশাসনিক কোনো পদে নেই, সেখানে আমার দায় কিভাবে আসে?

---

🧾 বর্তমান কমিটির ভূমিকা

বিদ্যালয়ের বর্তমান ও পূর্ববর্তী দায়িত্বশীলদের মধ্যে আছেন:

মাস্টার লইয়াত আলী – উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি

মোঃ সুলতান কোম্পানি – উপজেলা আওয়ামী লীগের সদস্য

বর্তমান সভাপতি-উপজেলা নির্বাহী কর্মকর্তা

অতীতে তাঁরা সরকারি প্রভাব খাটিয়ে দীর্ঘ সময় বিদ্যালয়ের দায়িত্বে ছিলেন। সুতরাং ফলাফলসহ প্রশাসনিক যে কোনো বিষয়ে তাঁদেরকেই জবাবদিহি করতে হবে।

---

🤝 আমার অবস্থান ও আহ্বান

আমি কোনো ধরনের ষড়যন্ত্রে জড়িত নই, বরং প্রতিষ্ঠাতা হিসেবে এখনো বিদ্যালয়ের কল্যাণে অবদান রাখতে আগ্রহী।
আমার কিছু স্পষ্ট প্রস্তাব:

✅ প্রতিষ্ঠানের বর্তমান ব্যর্থতার নিরপেক্ষ তদন্ত হোক
✅ অভিভাবক-শিক্ষক ফোরামের উন্মুক্ত বৈঠকের আয়োজন করা হোক
✅ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে রিপোর্ট প্রকাশ হোক
✅ স্কুলের মানোন্নয়নে প্রাক্তন ছাত্র ও শিক্ষকদের নিয়ে পরিকল্পনা গৃহীত হোক

---

🔚 পরিশেষে

আমার অনুরোধ থাকবে—কোনো গুজব বা অপপ্রচারে কান না দিয়ে বাস্তবতা যাচাই করুন, সত্য জানুন এবং গঠনমূলক সমাধানের পথে হাঁটুন।
কুতুবজোম আদর্শ উচ্চ বিদ্যালয় আমাদের সবার। প্রতিষ্ঠানটি কারো রাজনৈতিক হাতিয়ার নয়—এটি এই এলাকার ভবিষ্যৎ প্রজন্মের আশ্রয়স্থল।

> “গুজব নয়, গঠনমূলক সমালোচনা হোক শিক্ষার ভবিষ্যৎ নির্ধারণের পথ।”

সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

শুভেচ্ছান্তে,
মোঃ শফিউল আলম
সাবেক চেয়ারম্যান
প্রতিষ্ঠাতা, কুতুবজোম আদর্শ উচ্চ বিদ্যালয়

13/07/2025

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয়তাবাদী যুবদল KJMU 4 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share