R.T.C Best Deals BD

R.T.C Best Deals BD Cox's Bazar

03/09/2025
31/08/2025
31/08/2025
30/08/2025
30/08/2025
28/08/2025

কষ্টের পরিবারে রিসাদ উদ্দিনের কাহিনী

রিসাদ উদ্দিন ছিল এক দরিদ্র পরিবারের সন্তান।

পরিবারে ছিল দশজন সদস্য-দাদা, দাদি, বাবা, মা, তিন ভাই, তিন বোন আর ছোট্ট রিসাদ নিজে।

কিন্তু ভাগ্য খুব নিষ্ঠুর ছিল তার প্রতি। রিসাদ যখন মাত্র দুই বছরের শিশু, তখনই সে তার মাকে হারায়। এত ছোট বয়সে মা হারানোর বেদনা সে ঠিক বুঝতে পারেনি, কিন্তু মায়ের কোলে ঘুমানোর উষ্ণতা আর স্নেহের আদর হারিয়ে যাওয়ায় তার পুরো শৈশবটাই হয়ে উঠল অন্ধকার।

এত বড় পরিবার হলেও কেউ মায়ের মতো ছিল না।

সংসারে অভাব-অনটন সবসময় লেগেই থাকত। অনেক দিন ক্ষুধার্ত থাকতে হতো, অনেক সময় খালি পায়ে হেঁটে স্কুলে যেতে হতো। অন্যরা যখন মায়ের হাত ধরে পড়তে যেত, রিসাদকে যেতে হতো একা, বুকের ভেতর শূন্যতা নিয়ে।

কষ্টের এই পাহাড়ের মধ্যেও সে বড় হতে থাকল। প্রতিটি দিন তাকে নতুন করে লড়াই শিখিয়েছে। সে বুঝতে শিখল

মায়ের অভাব কখনো পূরণ হয় না,

কিন্তু সেই অভাবই তাকে আরও শক্ত করে তুলেছে।

রিসাদ বিশ্বাস করত, তার মা আকাশ থেকে তাকে দেখছেন, দোয়া করছেন। তাই জীবনের কষ্টগুলো তাকে ভেঙে দেয়নি, বরং এগিয়োর

সাহস দিয়েছে।

😇🥰
27/08/2025

😇🥰

Just for enjoy 😇
26/08/2025

Just for enjoy 😇

মুরগি_আর_মোবাইল_গল্পএকদিন গ্রামের এক ছেলে বাজার থেকে নতুন মোবাইল কিনে আনলো।বাড়ি এসে মোবাইলটা চার্জে দিয়ে জানালার ধারে রা...
24/08/2025

মুরগি_আর_মোবাইল_গল্প

একদিন গ্রামের এক ছেলে বাজার থেকে নতুন মোবাইল কিনে আনলো।

বাড়ি এসে মোবাইলটা চার্জে দিয়ে জানালার ধারে রাখলো।

হঠাৎ পাশের বাড়ির মুরগি এসে সেই মোবাইলের স্ক্রিনে নিজের ছায়া দেখে ভয় পেয়ে "কুটকুট" করতে লাগলো।

ছেলেটা ভেবেছে মুরগি হয়তো গান শুনতে চাইছে। তাড়াতাড়ি ইউটিউব খুলে দিলো "মুরগি নাচ নাচ" গান।

গান শুনে মুরগি এমনভাবে নাচতে লাগলো যে পাশের বাড়ির কাকাও যোগ দিলো!

শেষমেশ গ্রামের লোকজন ভেবে বসলো ছেলে মোবাইল দিয়ে সার্কাস শুরু করে ফেলেছে!

সম্পর্কের নাম তাই হোক,,,
22/08/2025

সম্পর্কের নাম তাই হোক,,,

•.¸♡ᴴᴬᴾᴾᵞ ᴮᴵᴿᵀᴴᴰᴬᵞ ᵀᴼ ᵞᴼᵁ♡¸.•শুভ জন্মদিন DOST 🎂🎂🎂🎂ღজন্মদিনের কবিতা࿐༆সবাইতো ফুল দিয়ে wish করে💐༒❣️আমি না হয় হৃদয় দিয়ে করবো...
29/03/2025

•.¸♡ᴴᴬᴾᴾᵞ ᴮᴵᴿᵀᴴᴰᴬᵞ ᵀᴼ ᵞᴼᵁ♡¸.•
শুভ জন্মদিন DOST 🎂🎂🎂🎂
ღজন্মদিনের কবিতা࿐
༆সবাইতো ফুল দিয়ে wish করে💐༒
❣️আমি না হয় হৃদয় দিয়ে করবোღ࿐
ཽ༵༆কেউ মুখে বলবে༊আবার কেউ গিফট দিবে🎁༒
༺আমি না হয়༊SMS༊দিয়ে জানাই࿐ཽ༵
•.¸♡ᴴᴬᴾᴾᵞ ᴮᴵᴿᵀᴴᴰᴬᵞ ᵀᴼ ᵞᴼᵁ♡¸.•

এই বাইকটার দাম কত 😯☠️
28/03/2025

এই বাইকটার দাম কত 😯☠️

Address

Cox's Bazar
4702

Website

Alerts

Be the first to know and let us send you an email when R.T.C Best Deals BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share