26/07/2025
congratulation
অভিনন্দন শুভেচ্ছা
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের একযুগ পূর্তি উপলক্ষে সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন মহেশখালীর তরুণ সমাজসেবক, রাখাইন জনগোষ্ঠীর প্রিয় মুখ উছেন থে রাখাইন।
শনিবার (২৬ জুলাই) ঢাকার সেগুনবাগিচায় কচিকাঁচান মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি মীর হাসমত আলীর হাত থেকে অ্যাওয়ার্ড ও সাটিফিকেট গ্রহণ করেন উছেন থে রাখাইন।
দীর্ঘদিন ধরে উছেন থে রাখাইন মহেশখালীর বিভিন্ন অঞ্চলসহ রাখাইন জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। তিনি লায়ন্স ক্লাব অব মহেশখালীর ক্লাব সেক্রেটারি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদ পৌর শাখার সাধারন সম্পাদক, বড় রাখাইন পাড়া সমাজ কমিটির সাধারন সম্পাদক ও মহেশখালী প্রেসক্লাবের আজিবন সদস্য এছাড়াও
বিভিন্ন যুব সংগঠনের সঙ্গে যুক্ত থেকে মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
তার এ অর্জন শুধুমাত্র ব্যক্তি উছেন থে রাখাইনের নয়, বরং গোটা রাখাইন জনগোষ্ঠী ও মহেশখালীবাসীর জন্য গর্বের বিষয়।তাকে এ সম্মাননা প্রদান করায় বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান উপস্থিত অতিথিরা।
তার এই অর্জনের জন্য বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে।