12/09/2025
ইস্তেগফার (استغفار) এর শক্তি!
১১ মে ২০২৫ থেকে আমি একটি সিদ্ধান্ত নেই—প্রতিদিন ৩,০০০ বার ইস্তেগফার করবো। একমাত্র উদ্দেশ্য আল্লাহর কাছে আমার গুনাহ মাফ করানো। এর পাশাপাশি আমি নিয়মিত দরুদ শরীফও পড়তাম; ৫০০ বার, কখনো ১০০ বার করে। নামাজ তো পড়তামই, কিন্তু শুধু নিজেই নয়—আমি আমার আম্মাকেও শেখাতাম আল্লাহ্ ও দ্বীন সম্পর্কে যতটা পারি।
আম্মা খুব সরল ও মনোযোগী। আমি তাকে যা শিখাতাম তিনি তা মন দিয়ে শুনতেন, নামাজে আমার সাথে দাঁড়াতেন। আমি তাকে ইস্তেগফারের ফজিলত বলার পর, তিনিও শুরু করলেন—প্রতিদিন ৫,০০০-৬,০০০ বার ইস্তেগফার করা।
আমরা মা-মেয়ে শুধু আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ করানোর জন্যই ইস্তেগফার করি। আর এই ক’দিনের মধ্যে এমন কিছু পরিবর্তন এসেছে আমাদের জীবনে, যা আমাদের চোখে পানি এনে দিয়েছে।
আমার আব্বা একজন সাংবাদিক। গত ৭-৮ মাস ধরে কোনো বিজ্ঞাপন পাচ্ছিলেন না, সংসার চলছিল কষ্টে। কিন্তু ইস্তেগফার শুরুর কিছুদিনের মধ্যেই তিনি ৪-৫টি বিজ্ঞাপন পেয়েছেন। আর একেকটা বিজ্ঞাপন ২৫ হাজার, ২০ হাজার টাকার মতো আলহামদুলিল্লাহ!
আমার একমাত্র ভাই স্কুলে যেতো না। আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম। এখন সে একটি কাজে হাতেখড়ি নিচ্ছে এবং অন্য দেশে যাওয়ারও সম্ভাবনা তৈরি হচ্ছে। এটা আমাদের জন্য বিশাল স্বস্তি। আলহামদুলিল্লাহ! সবই আল্লাহ্র দয়ায়।
আমি ইনশাআল্লাহ সবসময় ইস্তেগফার ও দরুদ পড়তে থাকব। যারা এই লেখা পড়ছেন, আপনাদের সবার প্রতি অনুরোধ—আপনারাও শুরু করুন ইস্তেগফার ও দরুদ পড়া।
দেখবেন—সমস্যার সমাধান আসবে, রিজিকের দরজা খুলে যাবে, আর আল্লাহ্ আপনাকে ভালোবাসবেন।
:
সংগৃহীত