লামা 24

লামা 24 যেখানে অন্যায় সেখানে সোচ্চার . দেশ ও দশের কথা জানতে ও জানাতে - লামা 24 - Lama 24

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Zakir Hossain, Peyarus Islam
09/10/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Zakir Hossain, Peyarus Islam

লামা বিদ্যুৎ সরবরাহের আওতাধীন ২টি উপজেলা (লামা ও আলীকদম) এর বিদ্যুৎ গ্রাহকগণের বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে যে কোন সমস্যায় এই...
09/10/2025

লামা বিদ্যুৎ সরবরাহের আওতাধীন ২টি উপজেলা (লামা ও আলীকদম) এর বিদ্যুৎ গ্রাহকগণের বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে যে কোন সমস্যায় এই নাম্বার গুলোতে অভিযোগ দেয়া যাবে।

১. বিদ্যুৎ বিভ্রাট সংক্রান্ত অভিযোগ
বিদ্যুৎ চলে গেলে বা যেকোনো সমস্যা হলে আপনার এলাকার জন্য নির্দিষ্ট নাম্বারে কল করুন:
লামা: ০১৩১৩০৯৬১৭৪
আলীকদম: ০১৮১২৭৬০৩৫৮

২. প্রি-পেইড মিটার সংক্রান্ত অভিযোগ
প্রি-পেইড মিটার নিয়ে যেকোনো জিজ্ঞাসা বা সমস্যা হলে যোগাযোগ করুন:লামা-আলীকদম: ০১৮৪০২৬২৩০৩।

অনুরোধক্রমে -
আবাসিক প্রকৌশলী
লামা বিদ্যুৎ সরবরাহ,বান্দরবান
বিউবো, লামা, কক্সবাজার।

অতি দ্রুত বাস্তবায়ন চাই
01/10/2025

অতি দ্রুত বাস্তবায়ন চাই

ধর্মীয় উৎসব এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে আন্দোলনের নামে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরী করে পাহাড়কে অস্থিতিশীল করে রা...
28/09/2025

ধর্মীয় উৎসব এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে আন্দোলনের নামে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরী করে পাহাড়কে অস্থিতিশীল করে রাজনৈতিক স্বার্থ হাসিলের যে অপচেষ্টা চলছে তার মদদ এবং রসদ যোগান দিচ্ছে রাঙামাটির কথিত রাণী ইয়ান ইয়ান এবং বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ।

খাগড়াছড়িতে আজ ইউপিডিএফ সন্ত্রাসীদের হামলা থেকে রেহায় পায়নি সাধারণ নিরীহ জনগণ, মসজিদ, দোকানপাট এমনকি এম্বুল্যান্স ও নিরাপত্তা বাহিনীর গাড়িও।

ধর্ষণের বিচার তাদের উদ্দেশ্য নয়, রবং এই সন্ত্রাসীরা ধর্ষিত শিক্ষার্থীর সম্ভ্রমকে পুঁজি করে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে তুলে ফায়দা লুটার ঘৃণ্য কার্যক্রম চালাচ্ছে। আর তাতে বলি হচ্ছে সাধারণ উপজাতিরা। সাধারণ পাহাড়িদের আবেগকে পুঁজি করে সন্ত্রাসীরা তাদেরকে রাষ্ট্রের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে।

পার্বত্যবাসী সহ সমগ্র দেশবাসীকে এখনই পাহাড় নিয়ে যুগপযোগী সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় সন্ত্রাসীদের আস্ফালন আরো বেড়ে যাবে।

06/09/2025

ইন্না-লিল্লাহ.... হাটহাজারী মাদ্রাসার অবস্থা করুণ.....

হাটহাজারীতে কারেন্ট বন্ধ করে দিয়েছে প্রশাসন। সন্ত্রাসীরা মাদ্রাসার দিকে এগিয়ে যাচ্ছে, আর পিছনে থেকে শেল্টার দিচ্ছে পুলিশ।

ফ্যাসিস্টের পুলিশ এখনো বরাবর থেকে গিয়েছে। তাদের চরিত্রে তেমন কোন পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না ।

পার্বত্য চট্টগ্রামের অশান্তির কারণ এবং মাদকের ছড়াছড়ির কারণ জানার জন্য একটা সামাজিক সংস্থা এসেছিলেন ঢাকা থেকে। তাদের রিপো...
06/09/2025

পার্বত্য চট্টগ্রামের অশান্তির কারণ এবং মাদকের ছড়াছড়ির কারণ জানার জন্য একটা সামাজিক সংস্থা এসেছিলেন ঢাকা থেকে। তাদের রিপোর্ট অনুযায়ী এসব অনিয়মের কারণ হিসেবে চিহ্নিত হয়েছে ---
★ রাজার সনধ নামে সার্বজনীন স্বাধীনতা বিরোধী ও চরম বৈষম্য নীতি।
★ অস্থায়ী ফৌজদারি অপরাধের বিচারিক ক্ষমতা সহ সেনাবাহিনীর পর্যাপ্ত স্থায়ী ক্যাম্প না থাকা।
★ পাহাড়ি লোকদেরকে সমতলের অধিবাসীদের সাথে সুসম্পর্ক তৈরির প্রয়োজনীয়তা এবং পরস্পরের মধ্যে সামাজিক সম্প্রীতি গড়ে উঠার কার্যকরী কোন সরকারি উদ্যোগ না থাকা।
★ পাহাড়ের সম্পদ রক্ষার ক্ষেত্রে অবৈধ ব্যবসায়ীদের টাকার বিনিময়ে সরকারি বেসরকারি অবৈধ সুযোগ দেওয়া।
★ দেশের বিভিন্ন এলাকা থেকে দূর্নীতিবাজ কর্মচারী -কর্মকর্তাদেরকে শাস্তি মূলক পার্বত্য জেলা গুলোতে বদলি করে তাদেরকে দূর্নীতি করার কার্যত উৎসাহীত করা।
★ খুন ধর্ষণের দ্রুত উপযুক্ত বিচার ও শাস্তি না হওয়া।
★ স্থানীয় অসৎ কিছু নেতাদের মাধ্যমে প্রশাসনিক ঢিলেমির কারণে রোহিঙ্গা জনগোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় ইয়াবা সহ বিভিন্ন মাদকের ছড়াছড়ি।
ইত্যাদি ব্যাপার গুলো উঠে আসে।
------ মোহাম্মদ শফিকুর রহমান,
স্টাফ রিপোর্টার, দৈনিক দেশ প্রতিদিন।
লামা উপজেলা।
০৬/০৯/০২৫ ইং

03/09/2025

লামা নির্বাচন কমিশন অফিস থেকে সরকারিভাবে দেওয়া আইডি কার্ড সংগ্রহ করতে গিয়ে ভুগান্তি ও টাকা দাবি

03/09/2025

লামাতে নতুন বেদাতির আগমন রাতের আঁধারে ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিচ্ছে , জিকিরের সাইনবোর্ড লাগিয়ে বেদআত প্রচার করা হচ্ছে

19/08/2025

লামা বিদ্যুৎ অফিসার নতুন রোগে আক্রান্ত হয়েছে, মনে হয় আবার নতুন ভাবে ভ্যাকসিন দিতে হবে

17/08/2025
23/04/2024

জরুরী বিজ্ঞপ্তি
একজন হাফেজ সাহেব প্রয়োজন
হাদিয়া আলোচনা সাপেক্ষে
স্থানঃ হরিণ ঝিরি, লামা, বান্দরবান
যোগাযোগঃ- 01630474677

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when লামা 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to লামা 24:

Share