Bandarban Cox's Bazar News-BCN

Bandarban Cox's Bazar News-BCN "সময়ের সাথে, সত্যের পথে। সত্য খুঁজি, সাহসে বলি!"
পর্বত থেকে সমুদ্র,বান্দরবান কক্সবাজারের প্রতিচ্ছবি।

12/07/2025

"সমাধান একটাই পোস্টাল ব্যালট পদ্ধতি, গণতান্ত্রিক অধিকার ভোট দিব প্রবাসী" আগামী জাতীয় নির্বাচনে দেড় কোটি প্রবাসীদের ভোটের অধিকার বুঝিয়ে দিতেই হবে। প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে তৈরি গান।

12/07/2025

জুলাই পদযাত্রায় চায়ের সাথে আড্ডা। Hasnat Abdullah Md Sarjis Alam Dr Tasnim Jara

11/07/2025

চাদা না দেওয়ায় কত নৃশংসভাবে হত্যার চেষ্টা চালাচ্ছেন।

06/07/2025

৫০ বছর ধরে রাস্তা পাকা না হওয়ায় রাস্তায় ধান রোপন করে এলাকাবাসীর প্রতিবাদ।

06/07/2025

"সময়ের সাথে, সত্যের পথে। সত্য খুঁজি, সাহসে বলি!"
"পর্বত থেকে সমুদ্র,বান্দরবান কক্সবাজারের প্রতিচ্ছবি-বান্দরবান কক্সবাজার নিউজ।
Bandarban Cox's Bazar News-BCN

Respect Miraz Afridi Brother
06/07/2025

Respect Miraz Afridi Brother

রাষ্ট্রক্ষমতা কার হাতে দেওয়া উচিত? আহত তরুণ জুলাই যোদ্ধা ক্রাচে ভর দিয়া হাইটা যাইতেছে সামনে দিয়া আর কিছু রাজনৈতিক দলের ন...
04/07/2025

রাষ্ট্রক্ষমতা কার হাতে দেওয়া উচিত? আহত তরুণ জুলাই যোদ্ধা ক্রাচে ভর দিয়া হাইটা যাইতেছে সামনে দিয়া আর কিছু রাজনৈতিক দলের নেতাগুলা ব্যস্ত নিজেদের নিয়া। এই তরুণটার দিকে কোন ভ্রুক্ষেপ নাই। আপনারা বলেন এদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুইল্যা দেয়া কি উচিৎ?

স্বামীকে বাঁচাতে নিজের কি*ডনি দিলেন স্ত্রী, সুস্থ হয়েই পরকীয়ায় জড়িয়ে স্ত্রীকে নির্যাতন করলেন সে স্বামী। সাভারের মোহাম্মদ...
03/07/2025

স্বামীকে বাঁচাতে নিজের কি*ডনি দিলেন স্ত্রী, সুস্থ হয়েই পরকীয়ায় জড়িয়ে স্ত্রীকে নির্যাতন করলেন সে স্বামী।

সাভারের মোহাম্মদ তারেককে বাঁচাতে নিজের কি*ডনি দেন স্ত্রী টুনি। অথচ সাত বছর পর সুস্থ হয়ে ওঠার পর সেই তারেকই আজ তার জীবনসঙ্গিনী টুনিকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। বর্তমানে তিনি এক ডিভোর্সি নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে সংসার করছেন।

বিয়ের মাত্র দুই বছরের মাথায় টুনি জানতে পারেন, তার স্বামীর দুটি কি*ডনিই অচল হয়ে গেছে। বাঁচতে হলে তাকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হবে। এ সময় তাদের ঘর আলো করে এসেছে এক সন্তান। কঠিন এই সময়ে ভেঙে না পড়ে স্বামীর পাশে শক্তভাবে দাঁড়ান টুনি। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যান, নিজে বুটিকে চাকরি করেন, বিয়ের স্বর্ণ বিক্রি করেন, মায়ের পেনশনের টাকা কাজে লাগান। সবশেষে নিজের একটি কি*ডনি স্বামীকে দান করেন। কি*ডনি প্রতিস্থাপনের মাধ্যমে তারেক নতুন জীবন ফিরে পান।

টুনি ভেবেছিলেন, তাদের কষ্টের দিন শেষ হলো। কিন্তু সুস্থ হওয়ার পর তারেক বদলে যেতে থাকেন। এক সময় জড়িয়ে পড়েন এক তালাকপ্রাপ্ত নারীর সঙ্গে পরকীয়ায়। এরপর শুরু হয় টুনির ওপর নির্যাতন। একপর্যায়ে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন তারেক।

বেদনার বিষয় হলো, চিকিৎসার সময় তারেকের পরিবারের সদস্যদের কি*ডনি ম্যাচ করলেও কেউ কি*ডনি দিতে রাজি হননি। একমাত্র স্ত্রী টুনিই নিজের জীবন ঝুঁকিতে ফেলে তাকে বাঁচান। অথচ সেই টুনির সাথেই এত বড় বিশ্বাসঘাতকতা করলেন তারেক। মানুষ এতো জঘন্য হয় কি করে?

08/06/2025

‘স্যার পাঁচ বছর, দা-লা-লদের কথা শুনবেন না’
আজ ঈদের নামাজে জনতার আওয়াজ –
"স্যার, ৫ বছর দালালদের কথা শুনবেন না!"

07/06/2025

দীর্ঘ দিনের মাদক সাম্রাজ্য গড়ে তোলা হায়দার নাশী প্রাইমারি স্কুলের দপ্তরি মামুন(৩৫) সহ আরও দুজনকে এলাকাবাসীর অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ আটক করে প্রশাসনের হাতে তুলে দেন হায়দারনাশী এলাকাবাসী।

রিপোর্টার: স্থানীয় প্রতিনিধি।

Bandarban Cox's Bazar News-BCN"সময়ের সাথে, সত্যের পথে। সত্য খুঁজি, সাহসে বলি!""পর্বত থেকে সমুদ্র,বান্দরবান কক্সবাজারের ...
06/06/2025

Bandarban Cox's Bazar News-BCN
"সময়ের সাথে, সত্যের পথে। সত্য খুঁজি, সাহসে বলি!"
"পর্বত থেকে সমুদ্র,বান্দরবান কক্সবাজারের প্রতিচ্ছবি-বান্দরবান কক্সবাজার নিউজ।

লাইক, কমেন্ট,শেয়ার করে সত্য অনুসন্ধানে পাশে থাকবেন।

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bandarban Cox's Bazar News-BCN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share