গল্পের শহর 〴

  • Home
  • গল্পের শহর 〴

গল্পের শহর 〴 তোমার শহরের প্রিয়জন কে না বলা কথা গুলো বলার একটা মাধ্যম হলো এই গল্পের শহর 〴

দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত দুর্ঘটনায় শিকার বিমান পাইলট সহ সকল শিক্ষার্থীদের প্রতি গভীর শোকাহত।
22/07/2025

দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত দুর্ঘটনায় শিকার বিমান পাইলট সহ সকল শিক্ষার্থীদের প্রতি গভীর শোকাহত।

22/07/2025

স্বজন হারা পরিবারগুলোকে আল্লাহ তায়ালা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক 😥

মাশাল্লাহ....... মসজিদে হারামের নতুন বছরের প্রথম দৃশ্য 🕋
27/06/2025

মাশাল্লাহ.......

মসজিদে হারামের নতুন বছরের প্রথম দৃশ্য 🕋

16/06/2025

শুভ রাত্রি.......
দেখা হবে ইনশাআল্লাহ।

ভালো থেকো প্রিয়তমা — সড়ক দুর্ঘটনায় নিহত রিমঝিম বড়ুয়ার হবু বরের স্টাটাস ------“ভালো থেকো প্রিয়তমা।নিয়তি আমাদের আলাদা করে ...
16/06/2025

ভালো থেকো প্রিয়তমা — সড়ক দুর্ঘটনায় নিহত রিমঝিম বড়ুয়ার হবু বরের স্টাটাস ------

“ভালো থেকো প্রিয়তমা।
নিয়তি আমাদের আলাদা করে দিলো, কিন্তু ভালোবাসা কখনো আলাদা হবে না।
লাল বেনারশি পড়ে আমার বাড়িতে আসার কথা থাকলেও, সাদা কাফন নামক কাপড়টাই শেষ সময়ে পড়তে হলো।
কত আশা, আকাঙ্ক্ষা সব একটি এক্সিডেন্টে তছনছ করে দিলো। এমন একটা দিন যাইনি তোমার সাথে কথা বলি নি।
সাড়ে তিন বছরের সম্পর্কে একটি দিনও কথা না বলে থাকিনি।
আজকে কিভাবে কথা না বলে থাকবো পরপারে? আর আমি বা জীবন কিভাবে পার করবো ভেবেছিলে?
সবাই আমার ভালোবাসার মানুষটির জন্য একটু আশীর্বাদ করবেন।

এই লেখাটি কোনো কবিতা নয়। এটা কোনো সিনেমার সংলাপ নয়।
এটা রিমঝিম বড়ুয়ার হবু স্বামীর বাস্তব হৃদয়ের কান্না।
আজকের কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে, যেখানে প্রাণ গেছে এক তরুণী, এক বাবা, এক ছেলের— মোট তিনজনের।

সড়কে মৃত্যু আমাদের জন্য এখন আর নতুন কিছু নয়।
প্রতিদিনই কোনো না কোনো পরিবার হারাচ্ছে তাদের আপনজন।
আজকের এই মৃত্যু শুধু একটি সংখ্যা নয়। এটি একটি জীবন, একটি পরিবার, একটি অনাগত সংসার, এক জীবনের সব স্বপ্নের অপমৃত্যু।

রিমঝিম বড়ুয়া ছিলেন বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত। কয়েকদিনের মধ্যেই ছিলো তার বিয়ের অনুষ্ঠান। কিন্তু সাদা কাফনই তার শেষ পোশাক হলো। হবু স্বামী আজ কেবল প্রশ্ন করে চলেছেন –
"আমি এখন কীভাবে জীবন পার করব?"

এই প্রশ্নটা আমাদের রাষ্ট্রব্যবস্থাকে, আমাদের সড়ক নিরাপত্তা নীতিমালাকে, আমাদের আইন বাস্তবায়নকারী সংস্থাকে, আমাদের চালকদের গাফিলতিকে, সবকিছুকে কাঁপিয়ে তোলার মতো।

প্রতিটি দুর্ঘটনার পর প্রতিবাদ, আহাজারি, সংবাদ শিরোনাম— তার পর আবার নীরবতা।
নিরাপদ সড়ক এখনো শুধু দাবি হিসেবেই পড়ে আছে।
কিন্তু জীবন তো আর ফেরে না। প্রেম তো আর কফিন থেকে উঠে আসে না।

আমরা চাই, এই মৃত্যুর শোক শুধু কান্নায় না থেমে, রাষ্ট্র ও সমাজের সচেতনতায় রূপ নিক।
আমরা চাই, এই মৃত্যুর প্রতিটি অক্ষরে যেনো দায়বদ্ধতার ছাপ থাকে।

রিমঝিম বড়ুয়ার আত্মার শান্তি কামনা করি।
তার হবু স্বামীর হৃদয় যেনো সময়ের প্রলেপে কিছুটা শান্তি খুঁজে পায়।
আর আমাদের সমাজ যেনো প্রশ্ন তোলে — আর কত? আর কত প্রাণ গেলে আমাদের ঘুম ভাঙবে?

২৪২ জনের ২৪২ টা স্টোরি ছিল! তাদের জন্যে অপেক্ষা করার মানুষ ছিল। তাদের প্রত্যেকের আলাদা জীবন ছিল।আর ২ জন পাইলট,১০ জন কেবি...
13/06/2025

২৪২ জনের ২৪২ টা স্টোরি ছিল! তাদের জন্যে অপেক্ষা করার মানুষ ছিল। তাদের প্রত্যেকের আলাদা জীবন ছিল।

আর ২ জন পাইলট,১০ জন কেবিন ক্রু! যাদের মত পরিপাটি হয়ে কেউ থাকে না, কি বিলাসবহুল লাইফস্টাইল ছিল তাদের।

যেই হোস্টেলের উপর বিমান আছড়ে পড়েছে সেখানকার ৫ জন ছাত্র! তারা তো কোনো হিসাবেই ছিল না।

দশ মিনিটের মধ্যে সবার সব কিছু শেষ হয়ে গেল।

জীবন এত অনিশ্চিত, এত তুচ্ছ, এত ঠুনকো!

ঝিরিঝিরি বৃষ্টিতেও প্লাবিত মহেশখালীর নিম্নাঞ্চল, একজনের মৃত্যু⬤ মাত্র একনের টানা ঝিরিঝিরি বৃষ্টিতে কক্সবাজারের মহেশখালীর...
29/05/2025

ঝিরিঝিরি বৃষ্টিতেও প্লাবিত মহেশখালীর নিম্নাঞ্চল, একজনের মৃত্যু

⬤ মাত্র একনের টানা ঝিরিঝিরি বৃষ্টিতে কক্সবাজারের মহেশখালীর উপকূলীয় এলাকাগুলোতে নেমে এসেছে হাহাকার। বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দুপুর নাগাদ বাড়তে থাকে এবং জোয়ারের পানির তোড়ে প্লাবিত হয় কুতুবজোম, মাতারবাড়ির সাইরার ডেইল, ধলঘাটা ও ছোট মহেশখালীর নিম্নাঞ্চল। লোকালয়ের রাস্তাঘাট, দোকানপাট ও শত শত ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যায়। ভেঙে পড়ে স্বাভাবিক জীবনযাত্রা। সকাল থেকে তীব্রভাবে চলছে লোডশেডিং।

সাগর উত্তাল থাকায় উপজেলার ছোট মহেশখালী, কুতুবজোম, মাতারবাড়ির জালিয়াপাড়া ও ধলঘাটা ঘুরে দেখা গেছে, উপকূলীয় লোকজন আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করছে। সাগরের উপর ঘনীভূত লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় হঠাৎই জোয়ারের পানি স্বাভাবিক চেয়ে দ্বিগুণ উচ্চতায় প্রবাহিত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় ছোট মহেশখালীর মূল সড়ক। পানি ঢুকে পড়ে বিভিন্ন ইউনিয়নের বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে। অনেকের সম্পদ পানির তোড়ে ভেসে যায়।

এদিন সকালে কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা এলাকায় দানু মিয়া (৪২) নামের এক ব্যক্তি জোয়ারের পানিতে ডুবে মারা যান। পরিবার জানায়, দানু মিয়া মৃগী রোগে ভুগছিলেন। দোকান থেকে বাড়ি ফেরার পথে ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে অজ্ঞান হন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এই মৃত্যু স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে কক্সবাজার উপকূলে স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট উচ্চতায় জোয়ার হতে পারে। নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকায় উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। মহেশখালী ও কুতুবদিয়া উপকূলের নিকটবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে ছোট ট্রলার ও নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
সাগরের ঢেউয়ের ধাক্কায় বদরখালী নৌ-চ্যানেলে অবস্থানরত বহু ফিশিং ট্রলারের জাল ছিঁড়ে গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারা নিরাপদ আশ্রয়ের জন্য তীরে ফিরে এসেছে।

29/05/2025

কুতুব‌দিয়ায় লব‌ণবাহী ট্রলার ডু‌বি‌: ৬ হাজার মণ লবণসহ ৮ মা‌ঝি-মাল্লা নি‌খোঁজ

জোয়ারের উথানে ডুবে যাচ্ছে কক্সবাজার: বিপন্ন উপকূলীয় নিম্নাঞ্চলগল্পের শহর:লেখক ও উপকূল-সচেতন নাগরিকপাহাড়, সমুদ্র, দ্বীপ ও...
29/05/2025

জোয়ারের উথানে ডুবে যাচ্ছে কক্সবাজার: বিপন্ন উপকূলীয় নিম্নাঞ্চল

গল্পের শহর:
লেখক ও উপকূল-সচেতন নাগরিক

পাহাড়, সমুদ্র, দ্বীপ ও নদীর মোহনায় গড়া প্রাকৃতিক ভূখণ্ড কক্সবাজার আজ জলবায়ুর প্রতিক্রিয়ায় ভয়াবহ এক বিপদের দিকে ধাবিত হচ্ছে। সম্প্রতি ঘটা একাধিক জোয়ারের সময় পানির অস্বাভাবিক বৃদ্ধি উপকূলীয় নিম্নাঞ্চলগুলোকে প্রায় স্থায়ী জলাবদ্ধতায় পরিণত করেছে। ঘরবাড়ি, ফসল, ঘের, রাস্তাঘাট—সবই যেন পানির রাজত্বে নিমজ্জিত। কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া, টেকনাফ ও সদর উপজেলার বিস্তীর্ণ উপকূল এখন সংকটাপন্ন।

জেলার নিচু ও ঝুঁকিপূর্ণ উপকূলীয় ইউনিয়নগুলো প্রতি বছর বর্ষা ও পূর্ণিমা-অমাবস্যায় ভয়াবহ জোয়ারের কবলে পড়ে। এবার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়:

হোয়ানক, ধলঘাটা, মাতারবাড়ি, কালারমারছড়া, সিপাহীপাড়া, বড় মহেশখালী—এইসব ইউনিয়নের খালপাড়, চরাঞ্চল ও বাঁধবিহীন গ্রামগুলোতে পানি ঢুকে ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে। মাতারবাড়ির বিদ্যুৎকেন্দ্র এলাকার আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ধুরুং, লেমশিখালী, আলী আকবর ডেইলসহ পুরো দ্বীপজুড়েই জোয়ারের পানি একাধিকবার প্রবেশ করে মানুষকে আশ্রয়কেন্দ্রে ঠেলে দেয়। সাগর গিলে খাচ্ছে কুতুবদিয়ার তীররেখা। বদরখালী, কৈয়ারবিল, বারবাকিয়া, রাজাখালী, উজানটিয়া ও মগনামা ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙে বারবার জোয়ারের পানি ঢুকে পড়ে। এখানে মাছচাষ ও লবণচাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শাহপরীর দ্বীপ, সাবরাং ও বাহারছড়া এলাকায় সাগরের পানি ঢুকে পড়ে মানুষের ঘরবাড়ি, বাজার ও রাস্তাঘাট প্লাবিত করে।

১. জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।
২. উপকূলীয় এলাকায় ঝড়-জলোচ্ছ্বাসের মাত্রা বেড়ে গেছে।
৩. দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনায় থাকা পলিথিন ও বর্জ্যে খাল, নদী ও ড্রেনেজ বন্ধ হয়ে গেছে।
4. ওয়াপদা বাঁধ ও পুরনো উপকূলীয় বাঁধসমূহ ভেঙে পড়েছে, রক্ষণাবেক্ষণ নেই।

আশ্রয়হীন হয়ে পড়েছে হাজারো পরিবার।

বাচ্চাদের স্কুল বন্ধ, খাদ্য ও পানির সংকট প্রকট।

মহিলাদের স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তাহীনতা বেড়েছে।

লবণাক্ততার কারণে ফসল ও মিষ্টি পানির পুকুর ক্ষতিগ্রস্ত।

লবণ, মাছ, চিংড়ি ও কৃষিজ উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ছে।

জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার ও উঁচু করতে হবে।সঠিক সময়মতো জোয়ার-ভাটার পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা করতে হবে। আশ্রয়কেন্দ্রের সংখ্যা ও সুবিধা বাড়াতে হবে। লবণাক্ততা সহিষ্ণু চাষাবাদে কৃষকদের সহায়ত

16/05/2025

রামু সরকারি কলেজের শিক্ষক ছাত্রীকে হোটেল রুমে নিয়ে যাওয়ার কথপোকথনের কল রেকর্ড ফাঁস।

#কক্সবাজার #হোটেল

06/05/2025

ভারতের মি'সা'ই'ল হা'ম'লা'র জবাবে পাল্টা আক্রমণ শুরু করেছে বলে জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর।

বিস্তারিত :

#

06/05/2025

পাকিস্তানের তিন জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলা!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when গল্পের শহর 〴 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share