29/05/2025
জোয়ারের উথানে ডুবে যাচ্ছে কক্সবাজার: বিপন্ন উপকূলীয় নিম্নাঞ্চল
গল্পের শহর:
লেখক ও উপকূল-সচেতন নাগরিক
পাহাড়, সমুদ্র, দ্বীপ ও নদীর মোহনায় গড়া প্রাকৃতিক ভূখণ্ড কক্সবাজার আজ জলবায়ুর প্রতিক্রিয়ায় ভয়াবহ এক বিপদের দিকে ধাবিত হচ্ছে। সম্প্রতি ঘটা একাধিক জোয়ারের সময় পানির অস্বাভাবিক বৃদ্ধি উপকূলীয় নিম্নাঞ্চলগুলোকে প্রায় স্থায়ী জলাবদ্ধতায় পরিণত করেছে। ঘরবাড়ি, ফসল, ঘের, রাস্তাঘাট—সবই যেন পানির রাজত্বে নিমজ্জিত। কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া, টেকনাফ ও সদর উপজেলার বিস্তীর্ণ উপকূল এখন সংকটাপন্ন।
জেলার নিচু ও ঝুঁকিপূর্ণ উপকূলীয় ইউনিয়নগুলো প্রতি বছর বর্ষা ও পূর্ণিমা-অমাবস্যায় ভয়াবহ জোয়ারের কবলে পড়ে। এবার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়:
হোয়ানক, ধলঘাটা, মাতারবাড়ি, কালারমারছড়া, সিপাহীপাড়া, বড় মহেশখালী—এইসব ইউনিয়নের খালপাড়, চরাঞ্চল ও বাঁধবিহীন গ্রামগুলোতে পানি ঢুকে ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে। মাতারবাড়ির বিদ্যুৎকেন্দ্র এলাকার আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ধুরুং, লেমশিখালী, আলী আকবর ডেইলসহ পুরো দ্বীপজুড়েই জোয়ারের পানি একাধিকবার প্রবেশ করে মানুষকে আশ্রয়কেন্দ্রে ঠেলে দেয়। সাগর গিলে খাচ্ছে কুতুবদিয়ার তীররেখা। বদরখালী, কৈয়ারবিল, বারবাকিয়া, রাজাখালী, উজানটিয়া ও মগনামা ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙে বারবার জোয়ারের পানি ঢুকে পড়ে। এখানে মাছচাষ ও লবণচাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শাহপরীর দ্বীপ, সাবরাং ও বাহারছড়া এলাকায় সাগরের পানি ঢুকে পড়ে মানুষের ঘরবাড়ি, বাজার ও রাস্তাঘাট প্লাবিত করে।
১. জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।
২. উপকূলীয় এলাকায় ঝড়-জলোচ্ছ্বাসের মাত্রা বেড়ে গেছে।
৩. দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনায় থাকা পলিথিন ও বর্জ্যে খাল, নদী ও ড্রেনেজ বন্ধ হয়ে গেছে।
4. ওয়াপদা বাঁধ ও পুরনো উপকূলীয় বাঁধসমূহ ভেঙে পড়েছে, রক্ষণাবেক্ষণ নেই।
আশ্রয়হীন হয়ে পড়েছে হাজারো পরিবার।
বাচ্চাদের স্কুল বন্ধ, খাদ্য ও পানির সংকট প্রকট।
মহিলাদের স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তাহীনতা বেড়েছে।
লবণাক্ততার কারণে ফসল ও মিষ্টি পানির পুকুর ক্ষতিগ্রস্ত।
লবণ, মাছ, চিংড়ি ও কৃষিজ উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ছে।
জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার ও উঁচু করতে হবে।সঠিক সময়মতো জোয়ার-ভাটার পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা করতে হবে। আশ্রয়কেন্দ্রের সংখ্যা ও সুবিধা বাড়াতে হবে। লবণাক্ততা সহিষ্ণু চাষাবাদে কৃষকদের সহায়ত