
22/07/2025
শরীরের ৪০% এর বেশি যাদের পুড়ে গেছে, তাদের মৃত্যু ঝুকি অনেক বেশি।
৫০% এর বেশি পুড়লে বাঁচানো খুব টাফ।
অনেক বাচ্চারই দেখলাম ৪০ - ৬০,% বার্ণ।
আবার যাদের ফুল থিকনেস বার্ণ তাদেরও মৃত্যু ঝুকি অনেক বেশি। প্লেন ক্রাসে অনেক হিট জেনারেট হয় যা সাধারণত ফুল থিকনেস বার্ণ তৈরি করে৷ আবার মুখের আশেপাশে যাদের পুড়েছে, তাদেরও মৃত্যু ঝুকি অনেক - কারণ, এক্ষেত্রে শ্বাসনালীও পুড়ে যায় অনেক সময়।
মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখানোর নিয়ে অনেক পোস্ট নজরে আসছে। মৃত্যুর মিছিল এখনো শেষ হয়নি৷ সামনে অনেকেই সেপটিক + হাইপোবলিউমিক শকে মারা যাবে৷ যারা বেঁচে আছে তারা যে যন্ত্রণার মধ্য দিয়ে যাবে সেটা ভাবতেই কষ্টে বুকটা ভারি হয়ে উঠছে৷