
03/09/2024
পৃথিবীতে income দুই ধরনের হয়ে থাকে।
1⃣ Active Income. 👈
2⃣Passive Income.👈
1⃣Active income হচ্ছে কাজ করলে টাকা, আর কাজ না করলে টাকা নেই। তাহলে আপনি যতক্ষন কাজ করতে পারবেন, যতক্ষন সময় শ্রম দেবেন ততক্ষণ আপনার আয় আসবে। আপনি অসুস্থ, বা আপনি কাজ করতে পারছেন না, আপনার আয় শুণ্য।
আর অন্যদিকে।👈 👇
2⃣Passive income হচ্ছে কাজ না করলেও আয় আসবে। দেখুন তাহলে তা কিভাবে।
তা হলো যেমন, আপনি যদি একটা বিল্ডিং তৈরি করেন আর সেখান থেকে আপনি না থাকা অবস্থায়ও আপনার ইনকাম আসতে থাকবে এবং আপনার ছেলে-মেয়ে বা তাদের পরবর্তী জেনারেশনও তা ভোগ করতে পারবে। কারন বিল্ডিংটা একবার তৈরি করা লাগে আর সেখান থেকে বার বার ইনকাম আসতে থাকে। Like that Network Marketing Business. 👈👈
আমাদের রিয়েল নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রি টাও এরকম, যদি কষ্ট করে এক থেকে ৩ বছর ধৈর্য ধরে একটা কমিউনিটি তৈরি করা যায়, তাহলে সারাজীবন Passive Income করা যায়। যেমন অসংখ্য বাড়ির মালিক এর মত। অনেকে আমাদের সাথে পথ চলা শুরু করে, আবার মাঝপথে চলে যায়, আরে ভাই একটা গাছ লাগালেও অনেক সময় গাছটার পিছনে সাধনা করতে হয়, তাহলে ফল পাওয়া যায়।
DXN বিজনেস সম্পর্কে ভালোভাবে জানতে আগ্রহী হলে ইনবক্সে নক দিবেন, বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ।