itvcoxsbazar.com

itvcoxsbazar.com Cox'sBazar Based News Portal.

31/12/2024

পেকুয়ার ঐতিহাসিক ময়দানের কিছু খন্ডচিত্র

27/10/2024

কুবিতে ১৮ তম ব্যাচের আগমন

22/10/2024

Evening View. 🤍
Central Field, Comilla University.

: Md. Abidur Rahman
Department: Mass Communication and Journalism
Batch: 18th

13/10/2024
অপহৃত শিক্ষককে ফিরে পেতে পেকুয়ায় মানববন্ধন।  পেকুয়ার অপহৃত শিক্ষক আরিফকে অক্ষত অবস্থায় ফিরে পেতে আজ  মঙ্গলবার সকাল ৯ টা ...
01/10/2024

অপহৃত শিক্ষককে ফিরে পেতে পেকুয়ায় মানববন্ধন।

পেকুয়ার অপহৃত শিক্ষক আরিফকে অক্ষত অবস্থায় ফিরে পেতে আজ মঙ্গলবার সকাল ৯ টা ৩০ মিনিটের সময় পেকুয়া কলেজ রোডে মানববন্ধন করে পেকুয়া শিক্ষার্থী সংসদ, পেকুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন, পেকুয়া উপজেলা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজসহ পেকুয়ার সর্বস্তরের জনসাধারণ। উল্লেখ্য গত শনিবার রাত ৯ টার সময় থেকে নিঁখোজ রয়েছেন পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মো. আরিফ। এরপর দুর্বৃত্তরা পরিবারের নিকট প্রথমে ২৫ লাখ, দ্বিতীয় ধাপে ৩৫ লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে। এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে মুক্তিপণের পরিমাণ বৃদ্ধি করে ৪০ লাখ টাকা দাবি করেন দুর্বৃত্তরা। মুক্তিপণ না পাঠালে ভিক্টিমকে মেরে ফেলার হুমকিও দেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবার।
মানববন্ধনে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হানিফ চৌধুরী, পেকুয়া উপজেলা কিন্ডার গার্টেন স্কুল এসোসিয়েশনের সভাপতি নুরুল আমিন, পেকুয়া সেন্ট্রাল স্কুলের শিক্ষক মুজিবুল হক চৌধুরী, পেকুয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাসান রব্বানী, পেকুয়া চৌমুহনী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হেলাল ছিদ্দিকী, অপহৃত শিক্ষক মোহাম্মদ আরিফের ছোটভাই রিয়াদ ইসলাম, আলোকিত পাঠশালার উপদেষ্টা আরিফুল ইসলাম, পেকুয়া শিক্ষার্থী সংসদেরর সদস্য সচিব আবিদুর রহমান।
পেকুয়া শিক্ষার্থী সংসদের সদস্য সচিব, আবিদুর রহমান বলেন, " বাংলাদেশ দণ্ডবিধির ৩৫৯-৩৭৪ নং ধারা অনুযায়ী কাউকে ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা দণ্ডনীয় অপরাধ। ভিক্টিমকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধারের পাশাপাশি বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী দুর্বৃত্তদের সর্বোচ্চ শাস্তি চাই। তাদেরকে আইনের আওতায় আনা না গেলে, অপরণ মহামারী আকার ধারণ করবে।"
অপহৃত আরিফের ছোটভাই রিয়াদ ইসলাম বলেন," ভাইয়া নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সকলে গভীর উৎকন্ঠার মধ্য দিয়ে যাচ্ছি। দ্রুত ভাইয়াকে উদ্ধারের পাশাপাশি পরবর্তীতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হোক।"
মানববন্ধনকারীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান। জনাব আরিফকে উদ্ধারের পাশাপাশি দুর্বৃত্তদের আইনের আওতার আনার দাবিও জানান তারা।

01/10/2024

পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক জনাব আরিফকে পরিবারের নিকট অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে পেকুয়া শিক্ষার্থী সংসদের মানববন্ধন।
পেকুয়া শিক্ষার্থী সংসদের পক্ষে বক্তব্য রাখছেন, শিক্ষার্থী সংসদের সদস্য সচিব মো: আবিদুর রহমান।
প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কক্সবাজারের পেকুয়ায় এক প্রতিবন্ধীর মৃত্যু! ট্রাক চালকদের বেপরোয়া ভাবে গাড়ি চালানো বন্ধ হবে কবে?
29/09/2024

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কক্সবাজারের পেকুয়ায় এক প্রতিবন্ধীর মৃত্যু! ট্রাক চালকদের বেপরোয়া ভাবে গাড়ি চালানো বন্ধ হবে কবে?

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when itvcoxsbazar.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to itvcoxsbazar.com:

Share