01/10/2024
অপহৃত শিক্ষককে ফিরে পেতে পেকুয়ায় মানববন্ধন।
পেকুয়ার অপহৃত শিক্ষক আরিফকে অক্ষত অবস্থায় ফিরে পেতে আজ মঙ্গলবার সকাল ৯ টা ৩০ মিনিটের সময় পেকুয়া কলেজ রোডে মানববন্ধন করে পেকুয়া শিক্ষার্থী সংসদ, পেকুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন, পেকুয়া উপজেলা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজসহ পেকুয়ার সর্বস্তরের জনসাধারণ। উল্লেখ্য গত শনিবার রাত ৯ টার সময় থেকে নিঁখোজ রয়েছেন পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মো. আরিফ। এরপর দুর্বৃত্তরা পরিবারের নিকট প্রথমে ২৫ লাখ, দ্বিতীয় ধাপে ৩৫ লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে। এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে মুক্তিপণের পরিমাণ বৃদ্ধি করে ৪০ লাখ টাকা দাবি করেন দুর্বৃত্তরা। মুক্তিপণ না পাঠালে ভিক্টিমকে মেরে ফেলার হুমকিও দেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবার।
মানববন্ধনে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হানিফ চৌধুরী, পেকুয়া উপজেলা কিন্ডার গার্টেন স্কুল এসোসিয়েশনের সভাপতি নুরুল আমিন, পেকুয়া সেন্ট্রাল স্কুলের শিক্ষক মুজিবুল হক চৌধুরী, পেকুয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাসান রব্বানী, পেকুয়া চৌমুহনী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হেলাল ছিদ্দিকী, অপহৃত শিক্ষক মোহাম্মদ আরিফের ছোটভাই রিয়াদ ইসলাম, আলোকিত পাঠশালার উপদেষ্টা আরিফুল ইসলাম, পেকুয়া শিক্ষার্থী সংসদেরর সদস্য সচিব আবিদুর রহমান।
পেকুয়া শিক্ষার্থী সংসদের সদস্য সচিব, আবিদুর রহমান বলেন, " বাংলাদেশ দণ্ডবিধির ৩৫৯-৩৭৪ নং ধারা অনুযায়ী কাউকে ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা দণ্ডনীয় অপরাধ। ভিক্টিমকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধারের পাশাপাশি বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী দুর্বৃত্তদের সর্বোচ্চ শাস্তি চাই। তাদেরকে আইনের আওতায় আনা না গেলে, অপরণ মহামারী আকার ধারণ করবে।"
অপহৃত আরিফের ছোটভাই রিয়াদ ইসলাম বলেন," ভাইয়া নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সকলে গভীর উৎকন্ঠার মধ্য দিয়ে যাচ্ছি। দ্রুত ভাইয়াকে উদ্ধারের পাশাপাশি পরবর্তীতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হোক।"
মানববন্ধনকারীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান। জনাব আরিফকে উদ্ধারের পাশাপাশি দুর্বৃত্তদের আইনের আওতার আনার দাবিও জানান তারা।