Al Arman Vlogs

Al Arman Vlogs Welcome To My Official page

তুমি শেষ বিকেলের বিষন্ন মেঘজমা আকাশের মতোই সুন্দর.!🌸☁
19/07/2025

তুমি শেষ বিকেলের বিষন্ন মেঘ
জমা আকাশের মতোই সুন্দর.!🌸☁

বৃহত্তর গয়ালমারা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলায় বিজয়ী হানিফ ফুটবল একাদশ (জাফর পল্লান পাড়া) -কে সংবর্ধন...
18/07/2025

বৃহত্তর গয়ালমারা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলায় বিজয়ী হানিফ ফুটবল একাদশ (জাফর পল্লান পাড়া) -কে সংবর্ধনা জানাতে জাফর পাল্লান পাড়ায় এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার প্রিয়মুখ, সমাজসেবক ও জনপ্রিয় ইউপি সদস্য জনাব এ.কে. মাহামুদুল হক চৌধুরী। খেলাধুলা ও সামাজিক উন্নয়নে তাঁর অবদানকে সম্মান জানিয়ে টিমের পক্ষ থেকে তাঁকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বিনয় ও আত্মনম্রতায় বলেন,
“সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান গ্রহণের মালিকও আল্লাহ।”
তিনি এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনারা এখনো ঐক্যবদ্ধ আছেন, সেটাই সবচেয়ে বড় শক্তি। আপনাদের এই ভালবাসাই আমার প্রেরণা।”

তিনি আরও বলেন,
“আমি ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি—এটা দায়িত্ব নয়, এটা আমার ভালোবাসা। আমি ইউপি সদস্য থাকি আর না থাকি, এই এলাকার মানুষের সেবায় সবসময় পাশে থাকব, ইনশাআল্লাহ।”

এই বক্তব্যে উপস্থিত সকলের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় এবং এলাকাবাসী তার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।

প্রকৃতির কোলে এক শান্তির ঠিকানা 💚☁️
17/07/2025

প্রকৃতির কোলে এক শান্তির ঠিকানা 💚☁️

14/07/2025

ন্যাচারাল তেল👀😁
Free Movement
#

13/07/2025

গয়ালমারা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ইং
"এসএসসি ব্যাচ ২০২৬ V জাফর পল্লানপাড়া হানিফ একাদশ
খেলায় ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে ৩-২ গোলে জয় জাফর পল্লানপাড়া হানিফ একাদশ❤️

Address

Ukhiya

Alerts

Be the first to know and let us send you an email when Al Arman Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share