Daily 24 news

Daily 24 news Commitment is our first priority METRO ENTERPRISE LTD. IS A ACCESSORIES SUPPLYING FIRM , ESTABLISHED IN 2010, SITUATED AT 735, "ANJUMAN BUILDING", D.C.

ROAD, WEST BAKALIA, CHITTAGONG, BANGLADESH. RELATIVELY NEW IN THE ACCESSORIES FIELD OF BANGLADESH , IT'S VISION IS COMPLETELY DIFFERENT FROM ANY OTHER ACCESSORIES FIRM - WHICH HELPED IT TO BE AN ICON IN ACCESSORIES SUPPLYING SECTOR OF BANGLADESH. ONE OF THE CORNERSTONES OF GLOBAL'S (METRO ENTERPRISE) SUCCESS WAS AND IS TO DELIVER HIGHEST QUALITY PRODUCT POSSIBLE TO OUR CUSTOMERS.

Sorry Jamal Bhuiyan, we Bangladeshis lack common sense, surely you have understood it enough from all these years with u...
04/07/2023

Sorry Jamal Bhuiyan, we Bangladeshis lack common sense, surely you have understood it enough from all these years with us.

মিলে যাচ্ছে ক্রেডিট সুইস ব্যাংক নিয়ে রবার্ট কিয়োসাকির ভবিষ্যদ্বাণী মার্কিন যুক্তরাষ্ট্রে সিলিকন ভ্যালি ব্যাংক এবং সিগনে...
17/03/2023

মিলে যাচ্ছে ক্রেডিট সুইস ব্যাংক নিয়ে রবার্ট কিয়োসাকির ভবিষ্যদ্বাণী

মার্কিন যুক্তরাষ্ট্রে সিলিকন ভ্যালি ব্যাংক এবং সিগনেচার ব্যাংকের ব্যর্থতার পর সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণের ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংক। ক্রেডিট সুইসের এমন ঘোষণা ওয়াল স্ট্রিট বিশেষজ্ঞ রবার্ট কিয়োসাকির ভবিষ্যদ্বাণীর সাথে মিলে যাচ্ছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের সাম্প্রতিক খবরে প্রসিদ্ধ এই বিশ্লেষকের আগাম সতর্কতার বিষয়টি জানিয়েছে।

ওয়াল স্ট্রিট বিশ্লেষক রবার্ট কিয়োসাকি একজন স্বনামধন্য গবেষক যিনি ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম বিনিয়োগ ব্যাংক লেম্যান ব্রাদার্সের পতনের সফল ভবিষ্যদ্বাণী করেছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে সিলিকন ভ্যালি ব্যাংক এবং সিগনেচার ব্যাংকের পতন বিশ্বজুড়ে অর্থনৈতিক আশঙ্কা সৃষ্টি করেছে। বড় দুই ঋণদাতা প্রতিষ্ঠানের পতনের পর অন্যান্য ব্যাংকগুলি সংক্রমণের ভয়ে পিছিয়ে যাওয়ায় এশিয়ায় স্টক মার্কেটগুলি ডুবে যাচ্ছে এবং ইউরোপের ব্যাংকগুলো বিপর্যস্ত হচ্ছে।

মার্কিন ব্যাংক দুটির পতনের পর ওয়াল স্ট্রিট বিশ্লেষক রবার্ট কিয়োসাকি দাবি করেছিলেন, ক্রেডিট সুইস হল পতনের ঝুঁকিতে থাকা পরবর্তী ব্যাংক।

ক্রেডিট সুইস সাম্প্রতিক বছরগুলোতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, যার মধ্যে আছে ব্যাংকটির ইউএস অ্যাসেট ম্যানেজার আর্চেগোস কেলেংকারি এবং ইউকে ফার্ম গ্রিনসিলের দেউলিয়া হয়ে যাওয়ার ঘটনা।

২০২১ সালের মার্চ মাসে গ্রিনসিলের দেউলিয়া হওয়ার পর থেকে ক্রেডিট সুইস তার বাজার মূল্যের প্রায় ৮০ শতাংশ হারিয়েছে, যা তাদের জন্য প্রথম।

ব্যাংকটি আজ বৃহস্পতিবার ঘোষণা করেছে, অর্থায়নের জন্য সুইস ব্যাংক থেকে ৫০ বিলিয়ন ফ্রাঙ্ক বা ৫৪ বিলিয়ন ডলার পর্যন্ত ঋণ নিতে যাচ্ছে তারা। ক্রেডিট সুইসের এমন ঘোষণা ব্যাংকটিকে কিয়োসাকির করা ভবিষ্যদ্বাণীর দিকে নিয়ে যাচ্ছে এমনটাই মনে করছেন অনেকেই।

তবে সুইস ন্যাশনাল ব্যাংক এবং সুইস ফাইন্যান্সিয়াল মার্কেট সুপারভাইজরি অথরিটি বলেছে তারা প্রয়োজনে ক্রেডিট সুইসকে সাহায্য করতে প্রস্তুত। ওয়াল স্ট্রিট বিশেষজ্ঞ রবার্ট কিয়োসাকি ক্রেডিট সুইসকে পতনের ঝুঁকিতে থাকা পরবর্তী ব্যাংক হিসেবে বিবেচিত করার পাশাপাশি বিশ্ব অর্থনীতির মন্দা অবস্থা নিয়েও কথা বলেন।

ব্যাংকে অর্থ বিনিয়োগ করার পরিবর্তে বিনিয়োগকারীদের স্বর্ণ ও রৌপ্যে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন তিনি।

উন্নয়নশীল বাংলাদেশ। লোকেশন  : ৩০০ ফিট, পূর্বাচল।
08/03/2023

উন্নয়নশীল বাংলাদেশ।

লোকেশন : ৩০০ ফিট, পূর্বাচল।

08/03/2023
নারীর অর্থনৈতিক সুরক্ষায় পিছিয়ে বাংলাদেশ: বিশ্বব্যাংক প্রতিবেদননারীর অর্থনৈতিক সুরক্ষায় পিছিয়ে বাংলাদেশ: বিশ্বব্যাংক প্র...
08/03/2023

নারীর অর্থনৈতিক সুরক্ষায় পিছিয়ে বাংলাদেশ: বিশ্বব্যাংক প্রতিবেদন

নারীর অর্থনৈতিক সুরক্ষায় পিছিয়ে বাংলাদেশ: বিশ্বব্যাংক প্রতিবেদন

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংকের ‘ওমেন, বিজনেস অ্যান্ড দ্য ল-২০২৩’। এতে দেখা যায়, নারীর অর্থনৈতিক সুরক্ষা তালিকায় ১৯০ দেশের মধ্যে বাংলাদেশ ১৭৪তম অবস্থানে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পেছনে শুধু আফগানিস্তান। অর্থনৈতিক দুরাবস্থায় থাকা পাকিস্তানও ১৫৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশের উপরে অবস্থান করছে। সোমবার (৬ মার্চ) এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নারীরা এখনও আইনি সুযোগের দিক থেকে পুরুষদের তুলনায় অনেকটাই পিছিয়ে। বিশ্বের ১৯০ দেশের নারীর কর্মক্ষেত্র এবং ব্যবসা-বাণিজ্যে আইনি সুরক্ষার দিক তুলে ধরা হয়েছে। কাজের জন্য বিচরণ-সুবিধা, কর্মপরিবেশ, বেতন-মজুরি, বিবাহ, অভিভাবকত্ব, উদ্যোক্তা, সম্পদ এবং সরকারি ভাতা- এমন আটটি সূচককে ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করেছে বিশ্বব্যাংক। এর মধ্যে কর্ম খোঁজার সূচকে বাংলাদেশের নারী ও পুরুষের আইনি সমতা আছে। কিন্তু কর্মক্ষেত্রে বেতন-মজুরির ক্ষেত্রে নারীরা যে বৈষম্যের শিকার হচ্ছে, তাও এসেছে প্রতিবেদনে।

সূচকে নারী-পুরুষের আইনি সুরক্ষায় ৪৯ দশমিক ৪ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। বৈশ্বিক গড় পয়েন্ট ৭৭ দশমিক ১ পয়েন্ট এবং দক্ষিণ এশিয়ায় ৬৪ দশমিক ৭। এতে দেখা যায়, বাংলাদেশ দুটোতেই পিছিয়ে।

নারীর চলাচলের স্বাধীনতায় বাংলাদেশের স্কোর ১০০, কর্মক্ষেত্রে ৫০, বেতনের ক্ষেত্রে ২৫, ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে ৭৫, সম্পত্তির অধিকারে ৪০, বিয়ে করা ৬০, সন্তান নেওয়া ২০ এবং পেনশন পাওয়ার ক্ষেত্রে স্কোর ২৫।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৮০ দশমিক ৬ স্কোর নিয়ে শীর্ষস্থানে প্রতিবেশী নেপাল। তালিকায় দেশটির অবস্থান ৯৪তম। এছাড়া ভুটান ১১৬ (স্কোর ৭৫), ভারতের অবস্থান ১২১ স্কোর (৭৪ দশমিক ৪), মালদ্বীপ ১২৫ (স্কোর ৭৩ দশমিক ৮), শ্রীলঙ্কা ১৫০ (স্কোর ৬৫ দশমিক ৬), পাকিস্তান ১৫৭ (স্কোর ৫৮ দশমিক ৮) এবং আফগানিস্তান ১৮৪ (স্কোর ৩১ দশমিক ৯)। সূত্র: ওয়ার্ল্ডব্যাংক ওয়েবসাইট

হাড়ভাঙা রোগীর অপারেশনের সময় কিডনি চুরিহাড়ভাঙা রোগীর অপারেশনের সময় কিডনি চুরিভুক্তভোগী খসরু মিয়া (বায়ে) ও সিলেট এমএজি ওসম...
08/03/2023

হাড়ভাঙা রোগীর অপারেশনের সময় কিডনি চুরি

হাড়ভাঙা রোগীর অপারেশনের সময় কিডনি চুরি
ভুক্তভোগী খসরু মিয়া (বায়ে) ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটক

কিডনি চুরির অভিযোগ ওঠেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের বিরুদ্ধে। এ ঘটনায় মামলার পর রহস্য উদঘাটনে পুলিশের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সাত সদস্যের কমিটি কাজ করে যাচ্ছে। হাড়ভাঙার অপারেশনকালে গোপনে রোগীর কিডনি অপসারণের ঘটনায় তোলপাড় চলছে।
জান যায়, ৫৫ বছর বয়সী খছরু মিয়া একজন দিনমজুর। তিনি সিলেট জেলার কানাইঘাট উপজেলার ফতেহগঞ্জ গ্রামের মৃত মুজম্মিল আলীর ছেলে। গাছ থেকে পড়ে বাঁহাতের কনুইয়ের হাড় ভেঙে গেলেগত বছরের নভেম্বরে চিকিৎসা নিতে যান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। হাড়ভাঙার অপারেশন করার জন্য চিকিৎসকেরা তাকে নিয়ে যান অপারেশন কক্ষে।

অভিযোগ উঠেছে, অপারেশন টেবিলে বাঁ হাতের অস্ত্রোপচার শেষে ডাক্তাররা বাঁ দিকের কিডনি বের করে নেন। অপারেশন শেষে খছরু মিয়ার জ্ঞান ফিরলে তিনি বাঁ হাতের পাশাপাশি বাঁ দিকের কিডনির পাশে অস্ত্রোপচারের চিহ্ন দেখতে পান। এ সময় খছরু মিয়ার স্বজনেরা বিষয়টি জানতে চাইলে চিকিৎসকেরা কোনো সদুত্তর দিতে পারেননি।

চিকিৎসকেরা যে উত্তর দেন তা হচ্ছে, তারা নাকি কিডনি থেকে একটি শিরা নিয়ে বাঁ হাতে সংযুক্ত করেন। তড়িঘড়ি করে অস্ত্রোপচারের এক দিন পর হাসপাতাল থেকে তার ছাড়পত্র দেয়া হয়। পরবর্তীতে কিডনি চুরির বিষয়টি আলট্রাসনোগ্রামে ধরা পড়ে। বাঁ দিকের কিডনি না থাকায় খসরু মিয়া এখন খুবই কষ্টের মধ্যে আছেন। এ ঘটনায় তিনি সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ৩ মার্চ মামলা রেকর্ড করে পুলিশ। নিজের হারানো কিডনি ফেরত এবং এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে- এমন দাবি তার।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আমিনুল হক খান জানান, আদালতের নির্দেশে গত ৩ মার্চ মামলা রেকর্ড করে পুলিশ। নিজের হারানো কিডনি ফেরত এবং এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সেই প্রচেষ্টা চালিয়ে যাবো।

এদিকে মামলার পর তোলপাড় শুরু হয়। এ ঘটনার রহস্য উদঘাটনে ৭ সদস্যের তদন্ত কমিটি করে ৩ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা বলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। পরে তদন্ত কমিটির আবেদনের প্রেক্ষিতে আরো ৭ কার্যদিবস বাড়ানো হয়। এ ঘটনায় কাজ করছে কমিটি। তবে চিকিৎসকরা বলছেন, হাড়ভাঙার অপারেশনে অনেক সময় বোন গ্রাফটিং করা হয়। এ ক্ষেত্রে কিডনি চুরি নয়, কোমর থেকে হাড় প্রতিস্থাপন করা হয়েছে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী জানান, হাড়ভাঙার অপারেশনে অনেক সময় বোন গ্রাফটিং করা হয়। এ ক্ষেত্রে কিডনি চুরি নয়, কোমর থেকে হাড় প্রতিস্থাপনও করা হতে পারে। তবুও এ ঘটনার রহস্য উদঘাটনে ৭ সদস্যের তদন্ত কমিটি করে ৩ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে। পরে তদন্ত কমিটির আবেদনের প্রেক্ষিতে আরো ৭ কার্যদিবস বাড়ানো হয়। এ ঘটনায় কাজ করছে কমিটি।

এদিকে আদালতের নির্দেশে মামলা এফআইআর করে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। আদালতের নির্দেশে মামলা এফআইআর করে তদন্ত কাজও শুরু করা হয়েছে। দ্রুত রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে রোগীর শরীর থেকে কিডনি গায়েবের ঘটনার প্রকৃত রহস্য দ্রুত উদঘাটনের দাবি সংশ্লিষ্টদের।

ভক্তদের জন্য দুঃসংবাদ, ‘ফেসিয়াল প্যারালাইসিসে’ আক্রান্ত তাসরিফ খান।শারীরিকভাবে গুরুতর অসুস্থ সঙ্গীত শিল্পী তাসরিফ খান। ত...
08/03/2023

ভক্তদের জন্য দুঃসংবাদ, ‘ফেসিয়াল প্যারালাইসিসে’ আক্রান্ত তাসরিফ খান।

শারীরিকভাবে গুরুতর অসুস্থ সঙ্গীত শিল্পী তাসরিফ খান। তিনি ‘ফেসিয়াল প্যারালাইসিস’ রোগে আক্রান্ত হয়েছেন। ফলে মুখে কিছুটা সমস্যা দেখা দিয়েছে ‘কুঁড়েঘর’ গানের দলের প্রধান তাসরিফ খানের।

মঙ্গলবার (৭ মার্চ) ভক্তদের দুঃসংবাদ দিয়ে এমনটাই জানিয়েছেন এ গায়ক। এর আগে গত ৫ মার্চ ফেসবুকে স্ট্যাটাস দিয়েও নিজের অসুস্থতার খবর জানিয়েছিলেন তিনি। আপাতত চিকিৎসা নিচ্ছেন এই তরুণ গায়ক।

গণমাধ্যমকে তাসরিফ বলেন, ডাক্তার এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। অন্তত এক মাস চিকিৎসার পর বলা যাবে। আপাতত মাস দুয়েক আমাকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে বলা হয়েছে। ফলে ঈদের আগে কোনও গানের কাজই করতে পারব না।

তাসরিফ বলেন, ‘ফেসিয়াল প্যারালাইসিস’ রোগে মুখের এক পাশ কিছুটা বেঁকে যায়। যদিও আমার এখনো সেরকম পর্যায়ে যায়নি। তিনদিন আগেই বিষয়টা খেয়াল করি। যদিও সামনে থেকে সহজে এটা বোঝা যায় না। কিন্তু কথা বলার সময় বোঝা যায়। ডাক্তার জানিয়েছেন, এ রোগে আক্রান্ত বেশিরভাগ মানুষই পুরোপুরি সুস্থ হয়ে যায়। অল্প কিছু মানুষকে রোগটা বয়ে বেড়াতে হয়। এখন দেখা যাক, কী হয়। আপাতত ফিজিওথেরাপি নিতে হবে আর কিছু ওষুধ চলবে।

গান-বাজনার বাইরে মানবিক ও সামাজিক কাজ করেন তাসরিফ। গত বছর সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে বন্যায় কোটি টাকার তহবিল সংগ্রহ করে তা বন্যার্তদের মাঝে বিতরণ করে ব্যাপক আলোচিত হয়েছিলেন তরুণ এই গায়ক। এবারের বইমেলায় ‘বাইশের বন্যা’ নামে একটি বইও লিখেছেন তরুণ।

বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয় ঝাড়খণ্ড। ভারতের পশ্চিমবঙ্গ লাগোয়া রাজ্যটিতে দ্রুত ছড়িয়ে পড়ছে এইচ৫এন১ ভাইরাস বা বার্ড ফ্লু...
08/03/2023

বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয় ঝাড়খণ্ড। ভারতের পশ্চিমবঙ্গ লাগোয়া রাজ্যটিতে দ্রুত ছড়িয়ে পড়ছে এইচ৫এন১ ভাইরাস বা বার্ড ফ্লু। এখন পর্যন্ত এতে কোনো মানুষ আক্রান্ত হওয়ার খবর পাওয়া না গেলেও তার ভয়ে হাঁস-মুরগি খাওয়া ঠিকই কমিয়ে দিয়েছেন স্থানীয়রা। তবে এই ভয়কে খারাপ বলতে নারাজ ভারতীয় বিশেষজ্ঞরা। তাদের মতে, কিছু দিন মুরগির মাংস না খেলে তেমন কোনো ক্ষতি হবে না। বরং রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে।

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের খবরে জানা যায়, গত সপ্তাহে ঝাড়খণ্ডের বোকারো জেলায় বার্ড ফ্লু শনাক্তের জেরে প্রায় চার হাজার হাঁস-মুরগি মেরে ফেলা হয়। এরপর রাজ্যের রাজধানী রনচিতেও এর সংক্রমণ শনাক্ত হয়েছে।

সংক্রমিত এলাকার এক কিলোমিটারের মধ্যে সব ধরনের পোষা পাখি মেরে ফেলতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা এলাকাগুলোকে রাখা হয়েছে কড়া নজরদারিতে।

এ অবস্থায় রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (রিমস)-এর মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. অশোক কুমার শর্মা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ভাইরাসটির প্রায় প্রতিটি ধরনই তাপমাত্রা সংবেদনশীল এটি সত্য। এতে আক্রান্ত মুরগি বা পাখি সঠিকভাবে রান্না করলে ভাইরাস মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তবে অন্য উপায়ে সেটি সংক্রমিত পাখি থেকে মানুষের মধ্যে পৌঁছাতে পারে।
খবরে বলা হয়েছে, ২০২০ সাল থেকে টানা তৃতীয় বছর ঝাড়খণ্ডে পাখির মৃত্যুর খবর পাওয়া গেলো। তবে যতবারই এ ধরনের খবর ছড়ায়, ততবারই স্থানীয় লোকজন হাঁস, মুরগি ও ডিম খাওয়া কমিয়ে দেয়। যদিও এই ভয়কে ‘ভিত্তিহীন’ হিসেবে বর্ণনা করা যেতে পারে, তবু এ ধরনের সতর্কতার প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা।

রিমসের প্রিভেন্টিভ সোশ্যাল মেডিসিন বিভাগের প্রধান ডা. দেবেশ বলেছেন, মানুষকে আক্রান্ত করা বেশ কয়েকটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অন্য প্রাণীর দেহ থেকে এসেছে।

তিনি বলেন, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসগুলোর ‘ড্রিফট অ্যান্ড শিফট’ বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ, তারা সহজেই পরিবর্তিত হয়। তবে এসব ভাইরাস ঠিক কখন পরিবর্তিত হয় এবং মানুষকে প্রভাবিত করতে শুরু করে তা কেউ জানে না।

ডা. অশোক কুমার বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ভাইরাসটির প্যাথোজেনোসিটি খুব বেশি এবং প্রায়ই লক্ষ্য করা যায়, এটি খামারে দ্রুত ছড়িয়ে পড়ে গণহারে পাখি হত্যা করে। তার মতে, এই মুহূর্তে পোল্ট্রিগুলোর মধ্যে ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা ও এটি মানুষকে সংক্রমিত করা আটকানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অশোক বলেন, পাখিগুলো মেরে ফেলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। যারা এই কাজটি করবেন, তাদের প্রতিটি ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ, ভাইরাসগুলো খুব বেশি সক্রিয়।

তিনি বলেন, হাঁস-মুরগি পরিষ্কার ও রান্নার সময়ও একই সতর্কতা প্রযোজ্য। যারা মাংস পরিষ্কার বা রান্না করেন, তারা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। যদিও রান্না করার পরে ভাইরাসটি নিষ্ক্রিয় হয়ে যায়।

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আন্ডার সাবস্ক্রিপশন হয়েছে। প্রয়োজনের তুলনায় প্রায় ২৬ শতাংশ কম ...
08/03/2023

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আন্ডার সাবস্ক্রিপশন হয়েছে। প্রয়োজনের তুলনায় প্রায় ২৬ শতাংশ কম বিনিয়োগকারী কোম্পানির শেয়ার পেতে আবেদন করেছেন।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মিডল্যান্ড ব্যাংক ৭ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহের জন্য গত ১৬ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীদের আবেদন গ্রহণ করে। এসময়ে ব্যক্তি-প্রাতিষ্ঠানিক এবং দেশি-বিদেশিসহ মোট ১৫ হাজার ৩৩৮টি বিনিয়োগকারীর আবেদন জমা পড়েছে।
এই বিনিয়োগকারীরা ৫১ কোটি ৮৩ লাখ ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে ব্যাংকটির ৫ কোটি ১৮ লাখ ৩০ হাজার ১৫০টি শেয়ার কিনতে আবেদন করেন। যা কোম্পানির ৭ কোটি শেয়ারের ৭৪ শতাংশ।

নিয়ম অনুযায়ী, আইপিওতে আসা কোম্পানির শেয়ারে যদি বিনিয়োগকারীদের আবেদন ৬৫ শতাংশ জমা পড়ে। তবে বাকি ৩৫ শতাংশ শেয়ার আন্ডার রাইটারকে কিনতে হবে। ফলে কোম্পানির আন্ডার রাইটারকে ২৫ দশমিক ৯৬ শতাংশ শেয়ার অর্থাৎ ১ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ৮৫০টি শেয়ার বা ১৮ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ৫০০ টাকার শেয়ার কিনতে হবে।

বিএসইসি সূত্র জানায়, শেয়ারবাজারের মন্দা অবস্থা ও ব্যাংক খাতে বিনিয়োগকারীদের আগ্রহ কম হওয়া আন্ডার সাবস্ক্রিপশন হয়েছে। তবে ইস্যু বাতিল হয়নি। বাকি শেয়ার আন্ডার রাইটার কিনে নেবে।

Address

735, Anjuman Building, D. C Road
Ctg
4203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily 24 news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily 24 news:

Share