Sultan Computer & Training Center

Sultan Computer & Training Center The Best IT Solution.

💥ব্রেকিং নিউজ💥✍️ ইউনিয়ন সমাজকর্মী পদে মাত্র HSC পাস করেই আবেদন করা সম্ভব! আপনি আবেদন করেছেন তো?🛑 সমাজসেবা অধিদপ্তরের উক্...
19/08/2024

💥ব্রেকিং নিউজ💥

✍️ ইউনিয়ন সমাজকর্মী পদে মাত্র HSC পাস করেই আবেদন করা সম্ভব!
আপনি আবেদন করেছেন তো?

🛑 সমাজসেবা অধিদপ্তরের উক্ত পদে যারা বিগত ১৮/০৭/২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে পারেন নাই, তাদের জন্য আরো একবার সুযোগ দেওয়া হয়েছে।

🔳আবেদনের সময়সীমা আগামী ২০ আগস্ট হতে ০৩ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

💥 ২০৯ পদে সমাজসেবা অধিদপ্তর (dss) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

👉 পদের নামঃ সমাজকর্মী (ইউনিয়ন)।
👉 পদ সংখ্যাঃ ২০৯টি

যারা করতে ইচ্ছুক করে নিন, সরকারি চাকরি।

 সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদেরকে  ২০২৪-২০২৫ সেশনে একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তি কার্যক্রমে আগামী ২৬/০৫...
23/05/2024



সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদেরকে ২০২৪-২০২৫ সেশনে একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তি কার্যক্রমে আগামী ২৬/০৫/২০২৪ তারিখ হতে ১১/০৬/২০২৪ তারিখ পর্যন্ত ১ম পর্যায়ের আবেদন অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এ ভর্তি কার্যক্রমে ২০২২ ও ২০২৩ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। প্রতিটি আবেদনের জন্য নির্ধারিত ১৫০/= (সার্ভিস চার্জ ব্যতিত) টাকা ওয়েবসাইটে উল্লেখিত পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে পরিশোধ পূর্বক আবেদনের পরবর্তী সকল ধাপ সম্পন্ন করতে পারবে। অনলাইনে আবেদন সাবমিট করতে শিক্ষার্থীর যেসকল ডকুমেন্ট প্রয়োজন -

✅ এসএসসি এডমিট কার্ড।
✅ একটি সচল মোবাইল (নিজের বা অভিভাবকের)।
✅ জন্ম নিবন্ধন (ঐচ্ছিক)।
✅ ভর্তিচ্ছুক কলেজের নাম ‍SVG সহ (সর্বনিম্ন ০৫টি, সর্বোচ্চ ১০টি)।
✅ কোটার তথ্য (যদি থাকে)।

এখন থেকে সুলতান কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারে সর্বজনীন পেনশন স্কিমে রেজিস্ট্রেশন ও মাসিক/ত্রৈমাসিক/বার্ষিক চাঁদা জমা এ...
24/04/2024

এখন থেকে সুলতান কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারে সর্বজনীন পেনশন স্কিমে রেজিস্ট্রেশন ও মাসিক/ত্রৈমাসিক/বার্ষিক চাঁদা জমা এবং ব্যালেন্স চেক করতে পারবেন।

16/02/2024
ভর্তি চলছে !! ভর্তি চলছে !! ভর্তি চলছেকম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে!!!আপনি কি চাকরি উপযোগী কম্পিউটার প্রশিক্ষণ ন...
05/02/2024

ভর্তি চলছে !! ভর্তি চলছে !! ভর্তি চলছে

কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে!!!

আপনি কি চাকরি উপযোগী কম্পিউটার প্রশিক্ষণ নিতে চান? ভাল মানের প্রতিষ্ঠান খুঁজছেন? তাহলে এখনি আমাদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ ও অফিস এপ্লিকেশন কোর্সে ভর্তি হয়ে নিন।

আপনি কি জানেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে কম্পিউটার শিখার গুরুত্ব অপরিসীম ভূমিকা পালন করে। আপনারা হয়তো সেটাও জানেন, বিশেষ করে বাংলাদেশের সরকারি, বেসরকারি অথবা স্বায়ত্বশাসিত প্রতিটি প্রতিষ্ঠানে চাকরির জন্য কম্পিউটার জানাটা কতটা গুরুত্বপূর্ণ। ভালো সেলারি অথবা ভালো সুযোগ-সুবিধা পাওয়ার জন্য আপনাকে কম্পিউটার জানতে হবে। তাছাড়াও নিজস্ব ব্যবসার ক্ষেত্রেও কম্পিউটার জানা জরুরি। এসবকিছু বিবেচনা করে দেওড়া বাজারে অবস্থিত-’সুলতান কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার’ -এ আগামী ১৬ই ফেব্রুয়ারী ২০২৪ খ্রি. থেকে ০৩ (তিন) ও ০৬ (ছয়) মাস মেয়াদি ’কম্পিউটার প্রশিক্ষণ কোর্স’ চালু হতে যাচ্ছে। আপনারা আপনাদের কিংবা সন্তানদের অবসর সময়কে কম্পিউটার প্রশিক্ষণে কাজে লাগিয়ে দক্ষতা অর্জন করতে পারেন। সেই সাথে নিজের ক্যারিয়ার গঠনে অন্যান্যদের চেয়ে একধাপ এগিয়ে থাকতে পারেন।

আমাদের বৈশিষ্ট্যসমূহ
* স্মার্ট সিলেবাস দ্বারা চাকরি উপযোগী শিক্ষাদান।
* দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা বাস্তবধর্মী প্রশিক্ষণ প্রদান।
* প্রত্যেক শিক্ষার্থীদের জন্য পৃথক কম্পিউটার।
* ক্লাস শেষে নির্দিষ্ট বিষয়ের উপর ব্যবহারিক অনুশীলনের সুযোগ।
* মেয়েদের জন্য আলাদা ব্যাচ।

💦 অফিস কোর্সে যা যা থাকছে -
💨 Microsoft Word
💨 Microsoft Excel (Advance)
💨 Microsoft PowerPoint
💨 Microsoft Access (Basic)
💨 Internet browsing and Keyword Researching
💨 Advanced Emailing
💨 Software Installation and Management
💨 Printing and Scanning
💨 Basic Graphic Design (Adobe Photoshop)
💨 Basic Hardware

কোর্স শেষে সরকার অনুমোদিত সার্টিফিকেটসহ ব্যবহারিক প্রশিক্ষণের নিশ্চয়তা তো থাকছেই।

বিঃদ্রঃ আসন সংখ্যা সীমিত হওয়ায় দ্রুত ভর্তি হয়ে আপনার আসনটি নিশ্চিত করুন।

আমাদের ঠিকানাঃ
ডাচ বাংলা এজেন্ট ব্যাংক এর পিছনে
দেওড়া বাজার, বরুড়া, কুমিল্লা।

পরিচালনায়
সুলতান আহাম্মেদ
মোবাইল - 01628330611

Address

Deora Bazar, Barura
Comilla
3560

Telephone

+8801628330611

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sultan Computer & Training Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sultan Computer & Training Center:

Share