05/02/2024
ভর্তি চলছে !! ভর্তি চলছে !! ভর্তি চলছে
কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে!!!
আপনি কি চাকরি উপযোগী কম্পিউটার প্রশিক্ষণ নিতে চান? ভাল মানের প্রতিষ্ঠান খুঁজছেন? তাহলে এখনি আমাদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ ও অফিস এপ্লিকেশন কোর্সে ভর্তি হয়ে নিন।
আপনি কি জানেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে কম্পিউটার শিখার গুরুত্ব অপরিসীম ভূমিকা পালন করে। আপনারা হয়তো সেটাও জানেন, বিশেষ করে বাংলাদেশের সরকারি, বেসরকারি অথবা স্বায়ত্বশাসিত প্রতিটি প্রতিষ্ঠানে চাকরির জন্য কম্পিউটার জানাটা কতটা গুরুত্বপূর্ণ। ভালো সেলারি অথবা ভালো সুযোগ-সুবিধা পাওয়ার জন্য আপনাকে কম্পিউটার জানতে হবে। তাছাড়াও নিজস্ব ব্যবসার ক্ষেত্রেও কম্পিউটার জানা জরুরি। এসবকিছু বিবেচনা করে দেওড়া বাজারে অবস্থিত-’সুলতান কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার’ -এ আগামী ১৬ই ফেব্রুয়ারী ২০২৪ খ্রি. থেকে ০৩ (তিন) ও ০৬ (ছয়) মাস মেয়াদি ’কম্পিউটার প্রশিক্ষণ কোর্স’ চালু হতে যাচ্ছে। আপনারা আপনাদের কিংবা সন্তানদের অবসর সময়কে কম্পিউটার প্রশিক্ষণে কাজে লাগিয়ে দক্ষতা অর্জন করতে পারেন। সেই সাথে নিজের ক্যারিয়ার গঠনে অন্যান্যদের চেয়ে একধাপ এগিয়ে থাকতে পারেন।
আমাদের বৈশিষ্ট্যসমূহ
* স্মার্ট সিলেবাস দ্বারা চাকরি উপযোগী শিক্ষাদান।
* দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা বাস্তবধর্মী প্রশিক্ষণ প্রদান।
* প্রত্যেক শিক্ষার্থীদের জন্য পৃথক কম্পিউটার।
* ক্লাস শেষে নির্দিষ্ট বিষয়ের উপর ব্যবহারিক অনুশীলনের সুযোগ।
* মেয়েদের জন্য আলাদা ব্যাচ।
💦 অফিস কোর্সে যা যা থাকছে -
💨 Microsoft Word
💨 Microsoft Excel (Advance)
💨 Microsoft PowerPoint
💨 Microsoft Access (Basic)
💨 Internet browsing and Keyword Researching
💨 Advanced Emailing
💨 Software Installation and Management
💨 Printing and Scanning
💨 Basic Graphic Design (Adobe Photoshop)
💨 Basic Hardware
কোর্স শেষে সরকার অনুমোদিত সার্টিফিকেটসহ ব্যবহারিক প্রশিক্ষণের নিশ্চয়তা তো থাকছেই।
বিঃদ্রঃ আসন সংখ্যা সীমিত হওয়ায় দ্রুত ভর্তি হয়ে আপনার আসনটি নিশ্চিত করুন।
আমাদের ঠিকানাঃ
ডাচ বাংলা এজেন্ট ব্যাংক এর পিছনে
দেওড়া বাজার, বরুড়া, কুমিল্লা।
পরিচালনায়
সুলতান আহাম্মেদ
মোবাইল - 01628330611