25/07/2025
যে বাবা জন্ম দেয়
যে বাবা ২০-২৫ বছর খাওয়া পড়ালেখা করাইয়া বড় করে তুলে এবং কোনো দোষ করলেও গায়ে হাত তুলতে ২ বার চিন্তা করে মাফ করে দেয় বিয়ার পর জামাই নামক লোকটা একটু খাওয়া থাকার জায়গা দিয়া অল্প ভুলের কারনেও অন্যনের মেয়ের গায়ে হাত তুলতে একটু চিন্তা করে না।আসলে পুরুষ মানুষ একটা ই চরিত্র যখন দুই রকম আসে তারা পালটে যায়। মেয়েদের প্রিয় বাবা হয়ে উঠে।
পর পর এ থাকে কখনো আপন হয় না।
ছেলের মায়াদের সামনে বউকে মারলে বা বউয়ের মা বাপ তুলে কথা বললে ছেলের মায়েরা তখন ছেলেকে শাসন করে না বলে না যে এমন করে ব্যবহার কেন করচ। কিন্তু একটা মেয়ে যখন তার মা বাবার সামনে তার জামাইর সাথে খারাপ আচরন করে তখন তার মা বাবা ডাক দেই বলে এই এমন করে কথা বইলে না
আর এইটা এ পারিবারিক শিক্ষা🥰
কাউকে উদ্দেশ্য করে বলা হয় নাই কথা গুলা ছবির ভিডিওটা দেখে বললাম।