BBG বাংলা

  • Home
  • BBG বাংলা

BBG বাংলা (Best Broadcasting Gotten)
News, entertainment, advice, etc.

20/07/2025

গৌরীপুরে বিনামূল্যে দেড় শতাধিক মাদরাসার শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম সম্পন্ন।

বিশিষ্ট কবি, কলামিস্ট ও সংগঠক মো.আলী আশরাফ খান এর জন্মদিন উপলক্ষে- তারুণ্যের আলো সংগঠনের উদ্যোগে
২০ জুলাই রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের মারকাযুল কুরআন হিফজ মাদরাসা ও দাওয়াতুল কুরআন হিফজ মাদরাসার প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম সম্পন্ন হয়েছে।

#তারুণ্যের_আলো_সংগঠন

আজ রবিবার। ০৫-শ্রাবন,১৪৩২ বঙ্গাব্দ।২০-জুলাই,২০২৫ খ্রিস্টাব্দ। ২৪-মুহাররম,১৪৪৭ হিজরী। বর্ষাকাল । সবার জন্য শুভকামনা ।
19/07/2025

আজ রবিবার। ০৫-শ্রাবন,১৪৩২ বঙ্গাব্দ।
২০-জুলাই,২০২৫ খ্রিস্টাব্দ। ২৪-মুহাররম,১৪৪৭ হিজরী। বর্ষাকাল । সবার জন্য শুভকামনা ।

দেশের বর্তমান প্রেক্ষাপটে আপনার সুচিন্তিত মতামত দিন। কারা দেশ পরিচালনার দায়িত্ব নিতে পারেন  আপনার ধারণা? সুচিন্তিত মতাম...
19/07/2025

দেশের বর্তমান প্রেক্ষাপটে আপনার সুচিন্তিত মতামত দিন। কারা দেশ পরিচালনার দায়িত্ব নিতে পারেন আপনার ধারণা?
সুচিন্তিত মতামত আশা করছি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ? বাংলাদেশ জামায়াতে ইসলামী? নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ?

📜 #জনমত এর ইতিহাস:

#জনমত শব্দটি এসেছে ‘জন’ (অর্থাৎ জনগণ বা সমাজ) এবং ‘মত’ (অর্থাৎ মতামত বা অভিমত) — এই দুইটি অংশের সমন্বয়ে। মূলত, একটি গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক সমাজব্যবস্থায় জনগণের সম্মিলিত চিন্তা, বিশ্বাস, অনুভূতি এবং প্রতিক্রিয়াকে বোঝাতেই #জনমত শব্দটির ব্যবহার শুরু হয়।

🏛️ প্রাচীন ইতিহাসে #জনমত:
প্রাচীন গ্রিসের এথেন্স নগররাষ্ট্রে গণতন্ত্রের প্রাথমিক রূপে #জনমত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকরা একত্রিত হয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয়ে মত প্রকাশ করতেন।
রোমান সাম্রাজ্যের সময়েও সেনেটর ও শাসকেরা জনগণের মতামতের প্রতি গুরুত্ব দিতেন — যদিও তখনো এটি ছিল মূলত প্রভাবশালী শ্রেণির #জনমত।

📰 আধুনিক #জনমত এর গঠন:
১৮শ শতকের ইউরোপে, বিশেষ করে ইংল্যান্ড ও ফ্রান্সে সংবাদপত্র, পুস্তিকা, পাবলিক আলোচনার মাধ্যমে #জনমত একটি শক্তিশালী সামাজিক ও রাজনৈতিক ধারণায় পরিণত হয়।
এই সময়েই দার্শনিকেরা যেমন—জঁ-জাক রুশো ও জন লক— #জনমত কে সামাজিক চুক্তি ও শাসনব্যবস্থার ভিত্তি হিসেবে তুলে ধরেন।

🇧🇩 বাংলাদেশে #জনমত এর বিকাশ:
উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে প্রথমবারের মতো সচেতন নাগরিক সমাজ #জনমত গঠনে অংশ নিতে শুরু করে।
১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ এর গণ-অভ্যুত্থান এবং ১৯৭১ এর মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও #জনমত ছিল জাতীয় আন্দোলনের চালিকাশক্তি।
স্বাধীনতা-পরবর্তী সময়ে সংবাদপত্র, টেলিভিশন, এবং ইন্টারনেট তথা সামাজিক যোগাযোগমাধ্যমে #জনমত এখন আরও গতিশীল ও তাৎক্ষণিকভাবে প্রতিফলিত হয়।

🔍 বর্তমান প্রেক্ষাপটে #জনমত:
গণতন্ত্রের মাপকাঠি হিসেবে আজ #জনমত জরিপ, ভোট, পিটিশন, প্রতিবাদ বা সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে।
ডিজিটাল যুগে ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে মানুষ মুহূর্তেই #জনমত জানাতে পারছে।

কুয়েট বন্ধের পঞ্চম মাসেও শিক্ষার্থীরা দিশেহারা, অভিভাবকরা অনিশ্চয়তায়—প্রধান উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ দাবিনিজস্ব প্রতিবে...
19/07/2025

কুয়েট বন্ধের পঞ্চম মাসেও শিক্ষার্থীরা দিশেহারা, অভিভাবকরা অনিশ্চয়তায়—প্রধান উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ দাবি

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের অন্যতম প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ২০২৫ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে দীর্ঘ পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে। এ বন্ধে দেশজুড়ে ছড়িয়ে থাকা প্রায় সাত হাজার মেধাবী শিক্ষার্থী ও তাদের পরিবার আজ চরম হতাশা, উদ্বেগ ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে নেই কোনো উপাচার্য, নেই স্থায়ী প্রশাসনিক নেতৃত্ব। একাডেমিক কার্যক্রম বন্ধ, গবেষণা বন্ধ, পরীক্ষা বন্ধ-সব মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটি যেন এক প্রকার অচল অবস্থায় পতিত। এ অবস্থায় পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ হারিয়ে যাচ্ছে, মানসিকভাবে ভেঙে পড়ছে তারা। অভিভাবকদের দুশ্চিন্তার যেন শেষ নেই।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা অভিভাবক মো. আবদুল্লাহ বলেন,
"আমার ছেলে কুয়েটের শিক্ষার্থী। এত বড় একটি বিশ্ববিদ্যালয় পাঁচ মাস ধরে বন্ধ, এটা অকল্পনীয়। ও এখন সারাদিন মোবাইলে ডুবে থাকে, কোনো পড়ালেখার আগ্রহ নেই। আমরা ভয় পাচ্ছি, ছেলেটা ভবিষ্যতে পথ হারিয়ে ফেলবে।"

এমন উদ্বেগ প্রকাশ করেছেন বরিশালের আরেক অভিভাবক রমজান (ছদ্মনাম)। তিনি বলেন,
"আমি একজন দিনমজুর মানুষ, অনেক কষ্টে ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পড়াতে পাঠিয়েছি। কিন্তু এখন সে পাঁচ মাস ধরে বাড়িতে বসে আছে। ক্লাস নেই, দিকনির্দেশনা নেই। সরকারের পক্ষ থেকেও কোনো কার্যকর উদ্যোগ নেই। আমাদের তো আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সামর্থ্য নেই!"

গাজীপুরের রুমানা (ছদ্মনাম) নামে একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন,
"ছোটবেলা থেকে মেয়েটাকে স্বপ্ন দেখিয়েছি প্রকৌশলী হবার। কুয়েটে চান্স পাওয়ার পর আমরা ভেবেছিলাম জীবন বদলে যাবে। কিন্তু এখন এই পাঁচ মাসে মেয়েটা শুধু হতাশ হয়ে পড়েছে। রাষ্ট্র যদি এই সংকটে পাশে না দাঁড়ায়, তাহলে এসব মেধাবীদের ভবিষ্যৎ কোন পথে যাবে?"

প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে দেখা গেছে, অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার আবেদন করতে পারছে না, পিএইচডি স্কলারশিপ হাতছাড়া হয়েছে, সরকারি চাকরির পরীক্ষার ফরম পূরণ করতে না পারায় হতাশা চরমে পৌঁছেছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বশূন্যতার কারণে এই সংকট কাটিয়ে ওঠার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই।

বিশ্লেষকদের মতে, কুয়েটের মতো একটি জাতীয় মানের প্রতিষ্ঠানে এত দীর্ঘ সময় ধরে শিক্ষাকার্যক্রম বন্ধ থাকা বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার জন্য একটি অশনি সংকেত। এই অচলাবস্থা কেবল একটি প্রতিষ্ঠানের সংকট নয়—এটি একটি প্রজন্মের স্বপ্নভঙ্গ।

এই অবস্থার নিরসনে অভিভাবক ও সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পুনর্গঠন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্রুত একাডেমিক কার্যক্রম চালু করা এখন সময়ের দাবি।

জাতি আজ জানতে চায়-
আর কতদিন চুপ থাকবে প্রশাসন? আর কত মেধা পুড়ে ছাই হবে অনিশ্চয়তার অগ্নিকুণ্ডে?

এখনই সময় দায়িত্বশীল সিদ্ধান্তের। শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে, রাষ্ট্রকে তার প্রকৃত কারিগরদের পাশে দাঁড়াতে হবে। কারণ, একটি বিশ্ববিদ্যালয়ের বন্ধ হয়ে থাকা মানে একটি জাতির স্বপ্ন বন্ধ হয়ে যাওয়া।

আজ শনিবার।০৪-শ্রাবন,১৪৩২ বঙ্গাব্দ।১৯-জুলাই,২০২৫ খ্রিস্টাব্দ। ২৩-মুহাররম,১৪৪৭ হিজরী। বর্ষাকাল । সবার জন্য শুভকামনা ।
19/07/2025

আজ শনিবার।
০৪-শ্রাবন,১৪৩২ বঙ্গাব্দ।
১৯-জুলাই,২০২৫ খ্রিস্টাব্দ। ২৩-মুহাররম,১৪৪৭ হিজরী। বর্ষাকাল । সবার জন্য শুভকামনা ।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এখন থেকে সব মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা। ইমামদের নিয়োগ বা বরখাস...
18/07/2025

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এখন থেকে সব মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা। ইমামদের নিয়োগ বা বরখাস্ত হতে হবে সরকারের নীতিমালা অনুযায়ী।

দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের এই গুরুত্বপূর্ণ সড়কটির পরিবর্তনের মুখ কি কখনোই দেখবে না জনগণ?এখানে রয়েছে গৌরীপুর ডা...
18/07/2025

দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের এই গুরুত্বপূর্ণ সড়কটির পরিবর্তনের মুখ কি কখনোই দেখবে না জনগণ?

এখানে রয়েছে গৌরীপুর ডাকঘর অফিস। রয়েছে আকবর আলী খান কারিগরি ও বানিজ্য কলেজ। সাথে পশ্চিম বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, পাশেই উপস্বাস্থ্য কমপ্লেক্স।

18/07/2025

বিশিষ্ট কবি কলামিস্ট ও সংগঠক মো. আলী আশরাফ খান এর মানবতার রঙে রচিত ৫৮তম জন্মবার্ষিকীতে ব্যতিক্রমধর্মী আয়োজন

আজ শুক্রবার।০৩-শ্রাবন,১৪৩২ বঙ্গাব্দ।১৮-জুলাই,২০২৫ খ্রিস্টাব্দ। ২২-মুহাররম,১৪৪৭ হিজরী। বর্ষাকাল । সবার জন্য শুভকামনা ।
18/07/2025

আজ শুক্রবার।
০৩-শ্রাবন,১৪৩২ বঙ্গাব্দ।
১৮-জুলাই,২০২৫ খ্রিস্টাব্দ।
২২-মুহাররম,১৪৪৭ হিজরী।
বর্ষাকাল । সবার জন্য শুভকামনা ।

সরকারি সূত্রমতে, এই উদ্যোগ ডিজিটাল অন্তর্ভুক্তিকে উৎসাহিত করতে এবং প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বাড়াতে সহায়ক হবে। এর মাধ্য...
17/07/2025

সরকারি সূত্রমতে, এই উদ্যোগ ডিজিটাল অন্তর্ভুক্তিকে উৎসাহিত করতে এবং প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বাড়াতে সহায়ক হবে। এর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য স্মরণ করার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

৫ আগস্ট সকল ব্যাংক বন্ধ থাকবে! জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট সব ব্যাংক বন্ধ থাকবে। আজ ১৭ জুলাই বৃহস্পতি...
17/07/2025

৫ আগস্ট সকল ব্যাংক বন্ধ থাকবে! জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট সব ব্যাংক বন্ধ থাকবে। আজ ১৭ জুলাই বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর ফখরুদ্দীন আহমেদ এই দুজনের মধ্যে কার শাসনামল আপনার কাছে বেশ মনে হচ্ছে ?Ten Unknown Facts A...
17/07/2025

ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর ফখরুদ্দীন আহমেদ এই দুজনের মধ্যে কার শাসনামল আপনার কাছে বেশ মনে হচ্ছে ?

Ten Unknown Facts About &

1. Academic Brilliance: Dr. Fakhruddin Ahmed earned his PhD in economics from Princeton University, while Dr. Muhammad Yunus earned his PhD in economics from Vanderbilt University. Both have deep roots in academic excellence.
2. International Recognition: Dr. Yunus received the Nobel Peace Prize in 2006 for founding Grameen Bank and pioneering microcredit. Dr. Fakhruddin was recognized globally for his effective leadership during Bangladesh’s political transition in 2007–2008.
3. Technocratic Leadership: Dr. Fakhruddin Ahmed served as the Governor of Bangladesh Bank before becoming the Chief Adviser of the Caretaker Government. His tenure is remembered for its anti-corruption drives and administrative reforms.
4. Poverty Alleviation Pioneer: Dr. Yunus's microfinance model has been adopted in over 100 countries, helping millions of people escape poverty through small loans without collateral.
5. Political Neutrality: Despite holding major administrative roles, Dr. Fakhruddin Ahmed has always maintained a reputation for being non-partisan, focusing on governance and reform instead of politics.
6. Grassroots Empowerment: Dr. Yunus's Grameen model emphasizes empowering rural women, transforming them into entrepreneurs, and creating sustainable economic cycles.
7. Global Influence: Dr. Yunus has served as an advisor to world leaders and appeared on influential platforms like the World Economic Forum, TED Talks, and the United Nations.
8. Innovation in Finance: Dr. Fakhruddin promoted digital finance and modernization of Bangladesh's banking system during his tenure, laying a foundation for today's mobile banking boom.
9. Vision for Future Bangladesh: Both figures envisioned a Bangladesh driven by innovation, social entrepreneurship, transparency, and justice.
10. Cultural Impact: Dr. Yunus became a symbol of hope for millions, and Dr. Fakhruddin earned the public title “Mr. Clean” during his tenure for his integrity and calm leadership.

Address


Telephone

+8801828387033

Website

Alerts

Be the first to know and let us send you an email when BBG বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BBG বাংলা:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share