26/07/2025
ইদানীং জ্বর সর্দির একটা প্রকোপ চলছে।
প্রতি দিন এমন রোগীর সংখ্যা বেড়েই চলেছে।
এটা সাধারণ ভাইরাস ঘটিত হয়ে থাকে।
কি কি উপসর্গ থাকতে পারেঃ-
জ্বর -অনেক বেশি জ্বর থাকে,১০৩-১০৪ পর্যন্ত উঠে যায়।
সাথে সর্দি থাকে,কিছু দিন পর থেকে কাসি ও শুরু হতে পারে।
শরীর অনেক দূর্বল হয়ে যায়।খাবারের অরুচি হয়।
হাত পা ব্যথা /কামড়ায়।
অসস্তি লাগে।
নাক বন্ধ বা নাক দিয়ে পানি পড়া।
জ্বর বেশি হলে বমি হতে পারে।
মাথা ব্যথা বা ভাড় হয়ে থাকে বা জিম জিম করা।
সাধারণত এই জ্বর ভাইরাস ঘটিত তাই কোন এন্টিবায়োটিক প্রয়োজন হয় না।
তবে কারো কারো ক্ষেত্রে এগুলোর সাথে ব্যাকটেরিয়াল ইনফেকশন ও থাকতে পারে।তাই জটিলতার বেশি মনে হলে ডাক্তারের পরামর্শ নিবেন।
প্রাথমিক ভাবে কিছু নিয়ম আর ঔষধ সেবনে কিছু টা উপশম পাওয়া সম্ভব। তবে বাস্তবতা হলো ভাইরাস ঘটিত তাই যতই ঔষধ সেবন করেন ৫-৭ দিন এটা থাকবেই। কারো কারো ক্ষেত্রে জ্বর ভালো হওয়ার পর কাসি ও দূর্বলতা হাত পায়ে ব্যথা দীর্ঘ দিন থাকতে পারে।
করণীয় কি?ঃ-
জ্বরের জন্য
Tab.Napa(500mg)
১+১+১ ভরা পেটে ৫ দিন খেতে পারেন।
ওজন বেশী হলে
Tab.Napa one(1gm)
১+১+১ ভরা পেটে ৫ দিন ( ভরা পেটে)
বাচ্চাদের ক্ষেত্রে বয়স ও ওজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ ঠিক করে নিবেন।
নাক বন্ধ থাকলে
Afrin Nasal drop
২ ফোটা করে দুই নাকের ছিদ্রে দিনে ৪-৬ বার ৫ দিন দিতে পারেন।
সাথে
Tab.Fexo(120mg)
০+০+১ ৫/৭ দিন খেতে পারেন।
জ্বর সর্দি কমে যাওয়ার পর সাধারণত কাসি শুরু হতে পারে এবং তা এক দেড় মাস পর্যন্ত স্থায়ী হতে পারে।
এমন হলে এই সিরাপ টি খেতে পারেন।
syp Exicof
২ চামচ করে দিনে ৩ বার ৭ দিন।
যেহেতু শরীর অনেক দূর্বল ও হাতে পায়ে ব্যথা হয় তাি
এসব ঔষধের পাশাপাশি
Tab.xinc B
১+০+১-১৫ দিন।
Tab.coralcal Dx
০+১+০---১ মাস খেতে পারেন।
উপদেশ ঃ-
পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন(দিনে ৩-৪ লিটার)
পর্যাপ্ত বিশ্রাম নিবেন।
দিনে কম পক্ষে ৮ ঘন্টা নিরবচ্ছিন্ন ভাবে ঘুমাবেন।
প্রচুর শাক সবজি খাবেন।
জ্বর বাড়লে ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিবেন।
ডাক্তারের পরামর্শে ঔষধ সেবন করবেন।
(জটিলতা ও অবস্থা বিবেচনায় এন্টিবায়োটিক প্রয়োজন হতে পারে। তাই সমস্যা বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিন)
ধন্যবাদ
MBBS(CU)