
24/06/2025
মোটা হওয়ার ঔষধ খাওয়ার কুফল!
রমরমা বিজ্ঞাপন দেখে খাচ্ছেন ঔষধ, আপাতত মোটা হচ্ছেন, সুন্দর হচ্ছেন, ভবিষ্যতে কি হবে তা মাথায় রাখছেন না? সাবধান 🙏🙏🙏
,
সাভার থেকে চেম্বারে একজন রোগি এসেছেন , সমস্যা হচ্ছে সারা শরীরের বড় বড় ফোড়া হয়, তীব্র ব্যথা এবং পুজ , পুজে এত বাজে গন্ধ হয় , ভদ্রলোক নিজেই সহ্য করতে পারেন না।
এই সমস্যা দীর্ঘ ১০ বছর যাবৎ।
তার মতে সমস্যার উৎপত্তি যেভাবে হয়েছে তা হলো।
তিনি ১০ বছর আগে মোটা হবার আশায় স্থানীয় ফার্মেসীর এক ফার্মেসীম্যান এর কাছ থেকে রুচি বাড়ানোর জন্য এবং মোটা হবার আশায় দার্মাসিন নামক একটি ইউনানী মেডিসিন খাওয়া শুরু করেন।
কিছুদিনের মধ্যে তার স্বাস্থ্যের বেশ উন্নতি হলো।
কিন্তু হঠাৎ তার গায়ে ফোড়া শুরু হলো।
তীব্র ব্যথা পুজ এবং গন্ধ।
নানা প্রকার এন্টিবায়োটিক খাওয়ার পর ও কমে না।
অপর দিকে দার্মাসিনে তিনি এমন ভাবে এডাপ্ট হয়ে পড়েন যে , মেডিসিন বন্ধ করার সাথে সাথে তার নানা রকম উপসর্গ দেখা দেয়।
তার ফোড়া গুলো একপর্যায়ে SUPPORATIVE বা পুজ হয়ে স্কিন এবং মার্সেল পযন্ত ছড়িয়ে পড়ে
শরীরের বিভিন্ন স্থান থেকে মাংশ খসে পড়ে।
ছবিতে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় ক্ষত দেখা যাচ্ছে।
এটি মুলত ফোড়া ভালো হবার পর স্কার বা ক্ষত দাগ।
দীর্ঘ ১০ বছর তিনি এই দার্মাসিন খেয়ে যাচ্ছেন , এলোপ্যাথি ডাক্তারের মতে এর ভিতর স্টেরয়েড আছে,
যা তার ইমিউন সিস্টেম নষ্ট করে ফেলেছে।
ফলে এই মেডিসিনে থাকা স্টেরয়েড তাকে সাময়িক রিলিফ দিচ্ছে ( এবং এই মেডিসিন এর স্টেরয়েড এর কারনে তার রোগ তৈরী হয়েছে)
এই মেডিসিন খেলে কিছুটা কমে বন্ধ করলে মারাত্মক অবস্থা ধারন করে।
আমি জানি না মেডিসিন টিতে স্টেরয়েড আছে কিনা।
তবে কাশির মেডিসিন কেনো একজন ফার্মাসিস্ট ওজন বাড়ানোর জন্য ব্যবহার করলেন?
যদি সত্যি ওজন বেড়ে থাকে তাহলে অবশ্যই স্টেরয়েড থাকার পসিবিলিটি আছে।
উনার মূল রোগের নাম
Hidradenitis Suppurativa , আমি মনে করি।
এটি মূলত শরীরের ঘামগ্রন্থি ও চুলের ফলিকলকে আক্রান্ত করে এবং সাধারণত বগল, কুঁচকি, নিতম্ব, স্তনের নিচে এবং পিঠে ফোসকা, গুটি, পুঁজ ও স্কার তৈরি করে।
বায়োস্পি করতে দিয়েছি।
দেখাযাক কি আসে।
হুট হাট মেডিসিন খাওয়া থেকে বিরত থাকুন।
হোক সেটা, হোমিওপ্যাথি ,ইউনানী আয়ূরবেদ অথবা এলোপ্যাথি বা হার্বাল
—ডাঃ মোঃ জাকির হোসাইন