KamrulMasud

KamrulMasud personal

19/08/2025

রাতের নিস্তব্ধ গ্রাম, চাঁদের আলোয় ঝিকমিক করে নদী। ঝিঁঝিঁর ডাকের মাঝে রাধা দাঁড়িয়ে, হাতে একটা পদ্মফুল। ওপারে কৃষ্ণের বাঁশির সুর ভেসে আসে, মায়াবী, আকুল। চিরচেনা সুর, যেন চিরকালের প্রতীক্ষা। রাধার চোখে জল, হৃদয়ে মিলনের আশা। বাঁশির সুর থামে, কৃষ্ণের ছায়ায় মিলিয়ে যায়। রাধা ফুল ফেলে নদীতে, ভাসিয়ে দেয় ভালোবাসা। সেই চেনা সুর.., এক জীবনের মায়া।

18/08/2025

বৃষ্ট চলে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি পুরিয়ে গেলে কলমটাও ময়লার ঝুড়িতে স্থান পায়।
বাসি হয়ে গেলে প্রিয় জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায়।
পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা হলো আপনার উপকারের কথা মানুষ খুব বেশি দিন মনে রাখবেনা। নিদারুণ সত্য হলো কারো কাছে আপনি ঠিক কতটুকু গুরুত্ব পাচ্ছেন এটা নির্ভর করছে ঠিক কত দিন কারওর জন্যে আপনি কোন কিছু করার সামর্থ রাখেন।
এই বাস্তবতা আপনি মানলেও সত্য না মানলেও সত্য।
যেই খবরের কাগজের দাম আজকে দশ টাকা, ঠিক একই খবরের কাগজ পরের দিন সকালে এক কেজির দাম দশ টাকা।
একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো আপনি ভিষণ গুরুত্ব দিয়ে কিনে আনেন,বছর গুরতে না গুরতে সেই বইগুলিই আপনি কেজি ধরে বিক্রি করে দেন।
এভাবে সময়ের সাথে সাথে দাম কমে যায় সবার, সব কিছুর।।।
""শব্দ শিল্প""

17/08/2025

"বিপদের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আসে!
আলহামদুলিল্লাহ্
❝সূরা ইউসুফ:-১১০❞

17/08/2025

আমি হাঁসের মাংস পছন্দ করি না।
এইটার ইংরেজি কি হবে😁

বাবারে ভয় পাইছি😁😁😁
12/08/2025

বাবারে ভয় পাইছি😁😁😁

500 টাকায় কাপড় খুললে মেয়ে হয় বেশ্যাআর 5০০০০ টাকায় কাপড় খুললে হয় নায়িকাআবেগে কাপড় খুললে হয় বান্ধবিআর অভাবে কাপড...
09/08/2025

500 টাকায় কাপড় খুললে মেয়ে হয় বেশ্যা
আর 5০০০০ টাকায় কাপড় খুললে হয় নায়িকা
আবেগে কাপড় খুললে হয় বান্ধবি
আর অভাবে কাপড় খুললে হয় মাগী
রিনা ,মিনা খুললে বলে খানকি
আর এঞ্জেল, জেরিনরা ফিগার দেখাইলেই হয় স্মার্ট
বিয়ার আগে খুললে নটি
আর বিয়ার পড় খুললে মেইন্টেনিং সোসাইটি

ধর্ষিতা কখনও নিজ ইচ্ছায় ধর্ষন হয় না,
কিন্তু তা জেনেও সবাই তাকে দূরে সরিয়ে দেয়।
আবার বিবাহিতাকে নিয়ে পালিয়ে সম্পর্ক করতে ইতস্তত বোধ করে না।

কাপড়টা সবাই খোলে,
আর কাপড় খোলাটা ও ফ্যাক্ট না
ফ্যাক্টটা হচ্ছে, এই সমাজ কিভাবে দেখছে
কাপড় খুলে কেউ বেশ্যা হয় না
এই সমাজই বেশ্যা তৈরি করে
কিন্তু ওই বেশ্যাদের কাছে কারা যায়?
অন্যের দিকে আঙুল তোলার আগে, নিজের দিকে ও তাকান

নারীর প্রতিটা কুকর্মে পুরুষও জড়িত কারণ এক হাতে তালি বাঁজে না, অথচ বেশিরভাগ পুরুষই অপরাধ করে লোকচক্ষুর আড়ালে চলে যায় কিন্তু জনসম্মুখে পরতে হয় নারীকে।

এইরকম ভাষা ব্যবহার করার জন্য দুঃখিত । বাস্তবতা এইরকমই
এইভাবে না লিখলে অনেকে বলবে ভাষাগত সমস্যার কারণে বুঝি নাই
(প্রত্যেক নারীর ভিতর একটি মা এর সত্ত্বা বাস করে, তাকে সম্মান করতে শিখুন)যে পুরুষ বেশ্যাকে ঘৃণা করে
- সে পুরুষ রাতের আধারে বেশ্যাকে বুকে জড়িয়ে নেয়
- যে ছেলে প্রেমে ছ্যাকা খেয়ে মেয়েদের গালাগালি দেয়
- কয়দিন পর সেই ছেলে আবার প্রেমে পড়ে
- চলচ্চিত্রের সব থেকে ভালো মেয়েটির ও দুই দিন পর ভিডিও ফাঁস
- রাস্তায় থাকা পাগলিটার পেটে বাচ্চা আসে-
- মায়ের বোকা ছেলেটাও প্রেমে পড়ে
- মা-বাবার চোখের গরমে কেঁদে দেওয়া মেয়েটি রাতে লুকিয়ে বাঁশ বাগানে যায়
- 16 বছরের ছেলেটাও বলে তোকে ছাড়া বাঁচবো না
- 10 বছরের মেয়েটা স্ট্যাটাস দেয় অতীত ভুলে যেতে চাই
- প্রতিদিন কেউ ধর্ষিত হয়ে কেঁদে বুক ভাসায়
- আবার কেউ লাজ-লজ্জা ভুলে দেহের ক্ষুধা মেটায়
- কাকে দোষ দেবো বলেন??
- দিনশেষে এদের নিয়েই আমাদের সংসার
- নারী ছলনাময়ী, নারী বেইমান
- পুরুষ স্বার্থপর, পুরুষ বিশ্বাসঘাতক
- পরের বোনটা মাল। নিজের বোন টা কলিজা
- রোগা না, মেন্টাল না
- মানুষ জাতটাই মাতাল

দৃষ্টি ভঙ্গি বদলান জীবন বদলে যাবে....!!

▪️ শুভাকাক্ষী ▪️

31/07/2025

একটা টান দে কিছু হবে না...?

বন্ধুদের এই একটা বাণীতে আজ কত শত ছেলে সার্টিফাইড বিড়ি*খোর 🙂

হাতে রাম্দা, মুখে আকিজ বিড়ি, পিছনে সরিষা ক্ষেত, সামনে বিএসএফ,,, হয় মাতৃভূমি🇧🇩 না হয় মৃত্যু😭❤️❤️
16/01/2025

হাতে রাম্দা, মুখে আকিজ বিড়ি, পিছনে সরিষা ক্ষেত, সামনে বিএসএফ,,,
হয় মাতৃভূমি🇧🇩 না হয় মৃত্যু😭❤️❤️

28/12/2024

😜😜😜😜😜😜😜❤️👍

save 🇧🇩🇧
10/11/2024

save 🇧🇩🇧

🇵🇧🇩🇧🇩🇵
10/11/2024

🇵🇧🇩🇧🇩🇵

09/11/2024

ছোডবেলায় ভাবতাম স্কুলের ম্যাডামরা স্যারগো বউ
😁😁😁

Address

Cittagong
Dhaka
3623

Alerts

Be the first to know and let us send you an email when KamrulMasud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share