কোরআন ও হাদিস ২৪

কোরআন ও হাদিস ২৪ This page is a human service page which will be managed by my own funds.I will share some recent news here
(1)

04/08/2025
উম্মুল মু'মিনীন সাইয়্যেদাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ❝আমরা রাসূলুল্লাহ ﷺ এর জন্য দাঁতন ও ওজুর পানি ...
01/08/2025

উম্মুল মু'মিনীন সাইয়্যেদাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ❝আমরা রাসূলুল্লাহ ﷺ এর জন্য দাঁতন ও ওজুর পানি প্রস্তুত করে রাখতাম। অতঃপর আল্লাহ তায়ালা যখন রাতে তাঁকে জাগাবার ইচ্ছা হত, তখন তিনি জেগে উঠতেন। তারপর মিসওয়াক বা দাঁতন করতেন এবং ওযু করে নামায পড়তেন।❞
(সহীহুল বুখারী ১৯৬৯, তিরমিযী ৪৪৫, মুসলিম ৭৪৬, নাসায়ী ১৩১৪, ১৬০১)

কিন্তু দুর্ভাগ্য! আজ সম্ভবত মিসওয়াক ব্যবহারের এই সুন্দর সুন্নাহটি প্রায় 'ভুলে যাওয়া' সুন্নাহর (আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন) খাতায় উঠে গেছে।

এটি অবশ্যই সবার পক্ষে সবচেয়ে সহজতম সুন্নাহর একটি; অথচ এটা আমরা ব্যবহার করতে একদম ভুলে যেতে বসেছি। আর যে ব্যক্তি কোন বিলুপ্ত সুন্নাহকে পুনর্জীবিত করে তার বিনিময় যা পাবেঃ

সায়্যিদুনা আমর ইবনু আওফ আল-মুযানী (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেনঃ ❝যে ব্যাক্তি আমার একটি (মৃত) সুন্নাত জীবিত করলো এবং লোকেরা তদনুযায়ী আমল করলো, সেও আমলকারীদের সমপরিমাণ পুরস্কার পাবে এবং তাতে আমলকারীদের পুরস্কার আদৌ হ্রাস পাবে না।❞
(তিরমিযী ২৬৭৭, তাহক্বীক্ব আলবানী সহীহ লিগাইরিহী)

০৬ সফর, ১৪৪৭ হিজরি

Address

Dhaka Chittagong Highway
Cumilla
3517

Alerts

Be the first to know and let us send you an email when কোরআন ও হাদিস ২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share