22/07/2025
ঢাকা কি তবে মানুষ নয় জা'নো'য়া'র'দে'র নগরী...?
দূর্ঘটনাস্থলে তখনও এম্বুলেন্স পৌঁছাতে পারেনি। আশেপাশের মানুষজন পু'ড়ে যাওয়া বাচ্চাদের কোলে, কাধে, যে যেভাবে পারছিল নিয়েই দৌড়াচ্ছিল হাসপাতালের দিকে।
১টা ছেলেকে হাসপাতালে নেয়ার জন্য ১টা যুবক সিএনজি আর রিকশাওয়ালাদের বারবার অনুরোধ করছিলো কিন্তু কেউই হাসপাতালে নেয়ার জন্য রাজি হচ্ছিল না, এটা কি বাংলাদেশ...?
তাছাড়া মেট্রোস্টেশন থেকে সবচেয়ে কাছের হাসপাতাল মন্সুর আলী মেডিকেল কলেজের রেগুলার ভাগা ৩০-৪০ টাকা। কিন্তু রিকশাওয়ালারা চাচ্ছিল ১২০ টাকা, ১৫০ টাকা।
মাইলস্টোন থেকে কাছাকাছি মর্ডান হাসপাতালে রেগুলার ভাড়া ২৫০-৩০০ টাকা, অথচ সিএনজিওয়ালারা চাচ্ছে ১০০০ টাকা, ১২০০ টাকা।
একজন লোক পু'ড়ে যাওয়া একটা বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ যাবত ঘুরছিল কিন্তু একটা রিকশাওয়ালা, সিএনজিওয়ালাও রেগুলার ভাড়ায় যেতে চাচ্ছিল না। তাদেরকে বেশি ভাড়াই দিতে হবে।
এমনকি একটা প্রাইভেট কার পর্যন্ত থামেনি পুড়ে যাওয়া মাসুম বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার জন্যে। এইদিকে বাচ্চাগুলোর পুরো শরীর পো'ড়া,শরীরের মাং'স গ'লে গ'লে পড়ার মতো অবস্থা।
বাচ্চাগুলো তখন পো'ড়া শরীর নিয়ে য'ন্ত্র'ণা'য় ছ'ট'ফ'ট করছিল, গোঙাচ্ছিল শুধু। এদেশের মানুষগুলো এমন কেন.? বিপদ দেখলেই ওরা সবকিছুর দাম বাড়িয়ে দেয়।
এদেশের মানুষগুলো সভ্য হবে কবে.? মহান রাব্বুল আলআমীন ঐসব মানুষকে হেদায়েত দান করুক।
😅😅