Tanjila Trina

Tanjila Trina video creator

নিজেকে ভালোবাসতে হবে 🥰
13/08/2025

নিজেকে ভালোবাসতে হবে 🥰

কিছু বন্ধুত্ব শুধু স্মৃতিতেই বাঁচে,কিছু মুখ আজ ভীষণ অপরিচিত লাগে।কিছু না বলা কথা জমে থাকে চোখে,আঘাতের ভারে হৃদয়টাও চুপ ...
08/08/2025

কিছু বন্ধুত্ব শুধু স্মৃতিতেই বাঁচে,
কিছু মুখ আজ ভীষণ অপরিচিত লাগে।
কিছু না বলা কথা জমে থাকে চোখে,
আঘাতের ভারে হৃদয়টাও চুপ হয়ে থাকে।
😅😅

জীবনে চলার পথে যখন সামনে আবর্জনা আসবে তখন সুন্দর করে এইগুলো পরিষ্কার করে ফেলবে, না হয় চলার পথে হোঁচট খেতে হবে😅😊
03/08/2025

জীবনে চলার পথে যখন সামনে আবর্জনা আসবে তখন সুন্দর করে এইগুলো পরিষ্কার করে ফেলবে, না হয় চলার পথে হোঁচট খেতে হবে😅😊

মানুষ মরে গেলে পঁচে যায়, আর বেঁচে থাকলে কারণে অকারণে বদলায় 💔😅
01/08/2025

মানুষ মরে গেলে পঁচে যায়, আর বেঁচে থাকলে কারণে অকারণে বদলায় 💔😅

জীবন থেকে কিছু মানুষকে এমন ভাবে সরিয়ে দিবেন সে যেন বুজতে না পারে কখন তাকে এইভাবে সরানো হলো😅😅    challenge
31/07/2025

জীবন থেকে কিছু মানুষকে এমন ভাবে সরিয়ে দিবেন সে যেন বুজতে না পারে কখন তাকে এইভাবে সরানো হলো😅😅 challenge

জীবন চলবে তার নিজ গতিতে কারো জন্য কেউ থেমে থাকবে না😅🙂
28/07/2025

জীবন চলবে তার নিজ গতিতে কারো জন্য কেউ থেমে থাকবে না😅🙂

মিথ্যা মায়ার মরিচীকায় না পরে নিজের জীবনটা উপভোগ করতে শিখুন, কারন এক বার এই দুনিয়া ত্যাগ করলে আর কখনো ফিরতে পারবেন না😅😅  ...
25/07/2025

মিথ্যা মায়ার মরিচীকায় না পরে নিজের জীবনটা উপভোগ করতে শিখুন, কারন এক বার এই দুনিয়া ত্যাগ করলে আর কখনো ফিরতে পারবেন না😅😅

এই ফ্যান টা এখন হাতে নিতে ভয় হয়😭কেন জানেন? যে মা নিজের সন্তানের গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেন না, সেই মায়ের পক্ষে নিজে...
24/07/2025

এই ফ্যান টা এখন হাতে নিতে ভয় হয়😭কেন জানেন? যে মা নিজের সন্তানের গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেন না, সেই মায়ের পক্ষে নিজের নিরপরাধ ছোট্ট সন্তানকে বিদায় জানানো কতটা কষ্টের আমরা কি তা কল্পনাও করতে পারবো?🙃এই ফ্যান এর সাথে জড়িয়ে আছে কত শত স্মৃতি

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ইংরেজি ভার্সনের ৭ম শ্রেণীর ছাত্র উক্য ছাইং মারমা'র শেষ বিদায়ে তার মায়ের এই ছেলে হারানো বুকফাটা আর্তনাদ কি কেউ থামাতে পারবে! আল্লাহ প্রতিটা মা বাবাদে সন্তান হারানোর কষ্ট ও শোক সইবার ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন আমিন🤲🤲

21/07/2025

মাইলস্টোন এত নামকরা একটা স্কুল আর সেখানকার আইডি কার্ডে বাচ্চার মোবাইল নাম্বার নেই বাচ্চার ব্লাড গ্রুপ নাই। আইডি কার্ড কি শো করার জন্য বানাইছে নাকি ‼️
কোন ইম্পর্ট্যান্ট জিনিস যদি আইডি কার্ডের মধ্যে না থাকে তাহলে সে স্কুলের আইডি কার্ড হওয়ার কোন যোগ্যতা রাখে বলে আমি এটলিস্ট মনে করি না।
এই যে বড় একটা দুর্ঘটনা ঘটলো এখন মানুষ কিভাবে তাদের আইডেন্টিফাই করবে।।
স্কুল কর্তৃপক্ষ এটা কি করলো!!!

গ্রামের স্কুলেও এখন আইডি কার্ডে ব্লাড গ্রুপ আর ফোন নম্বর থাকে।

আল্লাহ তুমি বাচ্চাগুলার উপর রহম করো বাচ্চা গুলোকে হেফাজত করো 😭😭

Address

Cumilla
3510

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanjila Trina posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanjila Trina:

Share

Category