RM Technical bd

RM Technical bd Funny/Entertainment, Instant Live, News, Educational
(1)

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
19/01/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

বাবা মারা যাওয়ার পর চাচার কাছে যাও মা মারা যাওয়ার পর  খালার কাছে যাও শুন্য পকেটে রাস্তায় বের হওকালো চেহারা নিয়ে প্রেম কর...
24/04/2024

বাবা মারা যাওয়ার পর চাচার কাছে যাও
মা মারা যাওয়ার পর খালার কাছে যাও
শুন্য পকেটে রাস্তায় বের হও
কালো চেহারা নিয়ে প্রেম করতে যাও

তারপর তুমি যেইটা শিখবা, পৃথিবীর কোন বিশ্ব বিদ্যালয় সেইরা শিখাতে পারবে না।

তবে সর্বস্তরে সম্মান করতে শিখ।

ভাল লাগলে কমেন্ট করে যাও।

আসসালামু আলাইকুম  আমার ভাতিজার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার জীবনটাকে  কোরআন  শিক্ষায় আলোকিত করেন এবং  প্রতিটি মুস...
22/04/2024

আসসালামু আলাইকুম
আমার ভাতিজার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার জীবনটাকে কোরআন শিক্ষায় আলোকিত করেন এবং প্রতিটি মুসলিম পরিবারে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে সক্ষম হয়।

08/03/2024

এক কেজি স্বর্নের দাম হয় ৫০ লক্ষ টাকা অন্যদিকে এক কেজি সাপের বিষের দাম হয় ৪ কোটি টাকা, তাহলে এবার বুঝেন এই সমাজে ভাল মানুষের চেয়ে খারাপ মানুষের দাম কতগুন বেশি।

08/03/2024

সবাই জুম্মা মোবারক
গরীবের জন্য হজ্জের দিন
হে আমার রব আপনি গরীবের হজ্জটা কবুল করে নিয়েন।
আমিন।

সাবধান ! চোর থেকে সাবধান !'বিসমিল্লাহ টেলিকম' নামক একটি ফেসবুক আইডি আছে,  যে অনলাইন ভিত্তিক প্রচারণাটি দেখছেন এটা একটা ব...
26/01/2024

সাবধান ! চোর থেকে সাবধান !
'বিসমিল্লাহ টেলিকম' নামক একটি ফেসবুক আইডি আছে, যে অনলাইন ভিত্তিক প্রচারণাটি দেখছেন এটা একটা বাটপার দ্বারা নিয়ন্ত্রিত।
সেই চোরটি মহান আল্লাহর নাম দিয়ে অনলাইন ব্যবসা খুলে মানুষের সাথে প্রতারণা করছে !
সে স্বল্প মূল্যে বেশি অফার দেখিয়ে আল্লাহ রাসুলের নাম নিয়ে মানুষের টাকা আত্মাসাৎ করছে। আমার মত এই যাবৎ অনেক মানুষের টাকা বিকাশ/নগদে/ রকেটে নিয়ে এমবি /মিনিট দেয় নাই ।
তাই আপনারা সতর্ক থাকবেন সবসময়। তবে প্রথমে যে কাজটা আপনারা করবেন, সেটা হল তার আইডির লিংক কপি করে আপনার আয়তনে রাখবেন। কেননা ঐ চৌদ্দ নাম্বার চোর/বাটপার আপনার হাতের টাকা নেয়ার পর ব্ল্যাকলিস্টে রাখবে আপনাকে তখন আপনি তাকে আর অনলাইনে খুঁজে পাবেন না।

যতবার খুশি ঠিক ততবারই #শেয়ার করে অন্যদের সতর্ক থাকার সুযোগ করে দেন।

21/01/2024

এই দুনিয়ার মানুষগুলো বড়ই অদ্ভুত
আঘাত করে বলে ব্যথা পেয়েছো
কষ্ট দিয়ে বলবে চুপচাপ থাকো
আর কাদিঁয়ে বলবে কাদঁছো কেনো

এটাই মানুষের আসল চেহারা

20/01/2024

There is no time to look at who has left, who has avoided, and who has slandered behind. But who stayed, who stayed by the bad times, that is IMPORTANT to me

Today is Saturday.  Today the day started with a meeting
13/01/2024

Today is Saturday. Today the day started with a meeting

12/01/2024

মৃত্যু এমন এক মেহমান
যে, দরজায় একবার উপস্থিত হলে তাকে তাড়িয়ে দেবার ক্ষমতা পৃথিবীর কোন প্রানীর নেই।
হে আল্লাহ মৃত্যুর পূর্বে আমাদের সবাইকে জীবনের সকল প্রকার গুনাহ মাফ করে দিয়েন,
আমিন

12/01/2024

#আবেগ দিয়ে নয় #বিবেক দিয়ে চলো, ভুল গাড়িতে যদি উঠে পরো তাহলে পরের স্টেশনে নেমে পরো, কেননা গাড়ি যত দূর সামনে এগোবে তোমার ফিরে আসাটা ততই কষ্টকর হবে।

" বাস্তব জীবন "

পারলে শেয়ার করো।

12/01/2024

সবাইকে জুম্মা মোবারক

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when RM Technical bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category