02/11/2020
এই দেশ এই মাটি সব ইসলামের। এখানকার জনপদে প্রত্যেকটি ঘরে ঘরে ইসলাম আছে। এখানকার মানুষের মন-মস্তিষ্ক থেকে ইসলাম কখনো হারিয়ে যায়নি, যেতে পারে না। প্রাণের চেয়েও বেশী যে মানুষটিকে আমরা ভালোবেসেছি সেই মানুষটির প্রতি যে অবমাননাকর পদক্ষেপ নিয়েছে ফ্রান্স সরকার তার প্রতিবাদে বাঁধভাঙ্গা সব মিছিল আর ক্ষোভ প্রকাশ করেছে এদেশের আপামর জনতা।
কোথাও নিন্দা প্রকাশ করা হোক বা না হোক রাষ্ট্র চাক না চাক। পৃথিবীবাসী অন্তত জেনেছে এদেশের মুসলমান আরবের সেই এতিম দুলাল কে কতটা ভালোবাসে।
পৃথিবীবাসী জানার ও প্রয়োজন নেই। দেশি-বিদেশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কতটা এই সংবাদ কভারেজ করল সেটারও আমাদের কোন দরকার নেই। আমার আল্লাহ তা'আলা জেনেছেন আমরা তার বন্ধুর জন্য জীবনটা দিতে পারি। সব কিছু ছাড়তে পারি। আরবের দুলালকে হয়তো দেখানো হয়েছে আমাদের এই সামান্য নজরানা।
কেয়ামতের সেই কঠিন দিনে হে! প্রিয়তম তোমার শাফায়াতের জরিয়া যেন এটা হয়ে যায়। তোমার হাতে হাউজে কাউছারের সেই পানি যেন আমরা পান করতে পারি।
সারাটা জীবন যাদের জন্য কাঁদলে, রক্ত ঝরালে ঠিক এই আমরা, তোমার জন্য আসলে কিছুই করতে পারেনি। আমাদেরকে ক্ষমা করিও। তোমার উম্মত বলে গ্রহন করে নিও। না হলে আমরা কোথায় যাব হে! প্রাণের রবি।