23/07/2025
সংবাদ বিজ্ঞপ্তি
রাবি মাদার বখ্শ হলে ডা. রোকেয়া আবসার শিক্ষাবৃত্তি প্রদান
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২১ জুলাই ২০২৫:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখ্শ হলে ডা. রোকেয়া আবসার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। গতকাল বিকেল ৫:৩০ মিনিটে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান ও ডা. রোকেয়া আবসারের ভাগিনা (মরহুম মাদার বখ্শ-এর পৌত্র) কাজী হা-মিম সালেহ। মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ প্রফেসর শাহ্ হোসাইন আহমদ মেহ্দী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
হলের আবাসিক শিক্ষক ড. ছালেকুজ্জামান খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মো. রাকিবুল হাসান রাফি (ফলিত গণিত), পরাগ দাস (উদ্ভিদবিজ্ঞান) ও আব্দুল্লাহ আল-মাহমুদ (ম্যানেজমেন্ট স্টাডিজ)। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এককালীন ১২ হাজার টাকা ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, এই শিক্ষাবৃত্তি শুধুমাত্র মাদার বখ্শ হলেই সীমাবদ্ধ না রেখে বিশ্ববিদ্যালয়ের সকল মেধাবী এবং অসচ্ছল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা প্রয়োজন। কেননা শিক্ষাবৃত্তি শুধুমাত্র একটি আর্থিক সহযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের জন্য সম্মান ও গর্বের বিষয় এবং এর ফলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা দেশ এবং সমাজের প্রতি আরও কর্তব্যপরায়ণ এবং দায়িত্বশীল হয়ে ওঠে।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর