চান্দিনা ডায়াবেটিক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

  • Home
  • Bangladesh
  • Comilla
  • চান্দিনা ডায়াবেটিক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

চান্দিনা ডায়াবেটিক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার medical tips and Solution reel / video, please follow my page
(1)

গল্পটা একটু মনোযোগ দিয়ে পড়ুন ভাল লাগবে। কোম্পানিকে মনে আছে? ১৯৯৮ সালে কোড্যাক কোম্পানিতে প্রায় ১লক্ষ ৭০ হাজার কর্মচারী ক...
27/05/2025

গল্পটা একটু মনোযোগ দিয়ে পড়ুন ভাল লাগবে। কোম্পানিকে মনে আছে? ১৯৯৮ সালে কোড্যাক কোম্পানিতে প্রায় ১লক্ষ ৭০ হাজার কর্মচারী কাজ করতেন।
এবং বিশ্বে ছবি তোলার প্রায় ৮৫% ই কোড্যাক ক্যামেরায় তোলা হত। গত কয়েক বছরে মোবাইল ক্যামেরার বাড়বাড়ন্ত হওয়ায় এমন অবস্থা হয় যে Kodak ক্যামেরার কোম্পানীটাই উঠে যায়। এমনকি Kodak সম্পুর্ন দেউলিয়া হয়ে পড়ে এবং এদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয়।

ওই একই সময়ে আরো কতগুলি বিখ্যাত কোম্পানি তাদের ঝাঁপ পাকাপাকি বন্ধ করতে বাধ্য হয়। যেমন-

HMT (ঘড়ি)
DYANORA (TV)
MURPHY (radio)
NOKIA (Mobile)
RAJDOOT (bike)
AMBASSADOR (গাড়ি)

এই উপরের কোম্পানিগুলোর মধ্যে কারুরই কোয়ালিটি খারাপ ছিল না। তবুও এই কোম্পানি গুলো উঠে গেল কেন? কারণ এরা সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি।

এখনকার সময়ে দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেও পারছেন না যে সামনের 10 বছরে দুনিয়া কতটা পাল্টে যেতে পারে! এবং আজকের 70%-90% চাকরিই সামনের 10 বছরে সম্পুর্নভাবে বিলুপ্ত হতে চলেছে। আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি "চতুর্থ শিল্প বিপ্লব"-এর যুগে।

আজকের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান-

UBER কেবলমাত্র একটি software-এর নাম। না, এদের নিজস্ব কোন গাড়ি নেই। তবু আজ বিশ্বের বৃহত্তম ট্যাক্সি-ভাড়ার কোম্পানি হল UBER.

Airbnb হল আজকে দুনিয়ার সবথেকে বড় হোটেল কোম্পানি। কিন্তু মজার ব্যাপার হল, পৃথিবীর একটি হোটেলও তাদের মালিকানায় নেই।

একইভাবে Paytm, ওলা ক্যাব, Oyo rooms ইত্যাদি অসংখ্য কোম্পানির উদাহরণ দেওয়া যেতে পারে।

আজকে আমেরিকায় নতুন উকিলদের জন্য কোন কাজ নেই, কারণ IBM Watson নামে একটি আইনি software যে কোন নতুন উকিলের থেকে অনেক ভাল ওকালতি করতে পারে। এইভাবে পরের 10 বছরে প্রায় 90% আমেরিকানদের আর কোন চাকরি থাকবে না। বেঁচে থাকবে খালি বাকি 10%। এই 10% হবে বিশেষ বিশেষজ্ঞ।

নতুন ডাক্তারদেরও চাকরি যেতে বসেছে। Watson নামের software মানুষের থেকেও 4 গুন নিখুঁত ভাবে ক্যানসার এবং অন্যান্য রোগ শনাক্ত করতে পারে। 2030 সালের মধ্যে কম্পিউটারের বুদ্ধি মানুষের বুদ্ধিকে ছাপিয়ে যাবে।

সামনের 20 বছরে আজকের 90% গাড়িই আর রাস্তায় দেখা যাবে না। বেঁচে থাকা গাড়িগুলো হয় ইলেক্ট্রিকে চলবে অথবা হাইব্রিড গাড়ি হবে। রাস্তাগুলো ক্রমশঃ ফাঁকা হতে থাকবে। পেট্রোলের ব্যবহার কমবে এবং পেট্রোল উৎপাদনকারী আরব দেশগুলি ক্রমশঃ দেউলিয়া হয়ে আসবে।

তখন গাড়ি লাগলে, উবারের মত কোন software-এর কাছেই গাড়ি চাইতে হবে। আর গাড়ি চাইবার কিছুক্ষনের মধ্যেই সম্পূর্ণ চালক-বিহীন একটা গাড়ি আপনার দরজার সামনে এসে দাঁড়াবে। আপনি যদি অনেকের সাথে ওই একই গাড়িতে যাত্রা করেন, তাহলে মাথাপিছু গাড়িভাড়া বাইকের থেকেও কম হবে।

গাড়িগুলো চালকবিহীন হবার ফলে 99% দুর্ঘটনা কমে যাবে। এবং সেই কারণেই গাড়ি-বীমা করানো বন্ধ হবে এবং গাড়ি-বিমার কোম্পানি গুলো সব উঠে যাবে।

গাড়ি চালানোর মত কাজগুলো আর পৃথিবীতে বেঁচে থাকবে না। 90% গাড়িই যখন রাস্তা থেকে উধাও হয়ে যাবে, তখন ট্রাফিক পুলিশ এবং পার্কিং-এর কর্মী-দেরও কোন প্রয়োজন থাকবে না।

ভেবে দেখুন, আজ থেকে 10 বছর আগেও রাস্তার মোড়ে মোড়ে STD বুথ ছিল। দেশে মোবাইল বিপ্লব আসার পর, এই সবকটা STD বুথই কিন্তু পাততাড়ি গুটাতে বাধ্য হল। যেগুলো টিকে রইল, তারা মোবাইল রিচার্জের দোকান হয়ে গেল। এরপর মোবাইল রিচার্জেও অনলাইন বিপ্লব এল। ঘরে বসেই অনলাইনে লোকে মোবাইল রিচার্জ করা শুরু করল। এই রিচার্জের দোকান গুলোকে তখন আবার বদল আনতে হল। এরা এখন কেবল মোবাইল ফোন কেনা-বেচা এবং সারাইয়ের দোকান হয়ে দাঁড়িয়েছে। তবে সেটাও বদলাবে খুব শিগগিরই। Amazon, Flipkart থেকে সরাসরি মোবাইল ফোন বিক্রি বাড়ছে।

টাকার সংজ্ঞাও পাল্টাচ্ছে। একসময়ের নগদ টাকা আজকের যুগে "প্লাস্টিক টাকায়" পরিণত হয়েছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের যুগ ছিল কদিন আগেও। এখন সেটাও বদলে গিয়ে হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেট-এর যুগ। Paytm-এর রমরমা বাজার, মোবাইলের এক টিপে টাকা এপার-ওপার।

যারা যুগের সাথে বদলাতে পারে না, যুগ তাদের পৃথিবী থেকে সরিয়ে দেয়। তাই ক্রমাগত যুগের সাথে বদলাতে থাকুন।

সাফল্যকে সাথে রাখুন, সময়ের সাথে থাকুন।

10/05/2025

একটি হসপিটালের সম্পূর্ন সেটআপ বিক্রি করা হবে কেউ নিতে চাইলে যোগাযোগ করেন ইনবক্সে

Big shout out to my newest top fans! 💎 Ebne ForhadDrop a comment to welcome them to our community,
01/03/2025

Big shout out to my newest top fans! 💎 Ebne Forhad

Drop a comment to welcome them to our community,

28/02/2025

জামিরা পাড়া মিম-হে ইসলামিয়া দাখিল মাদ্রাসায় চান্দিনা ডায়াবেটিক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে ফ্রী মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। উক্ত ক্যাম্পেইনে চান্দিনা ডায়াবেটিক হসপিটাল এর পক্ষ থেকে ব্লাড গ্রুপিংয়ের পাশাপাশি রোগী দেখা এবং স্যালাইন বিতরন করা হয়। যাদের ডায়াবেটিস এর সমস্যা রয়েছে তাদের জন্য বাংলাদেশ ডায়াবেটিক সমিতি গাইড বই প্রদান এবং বারডেমের গাইড লাইন অনুযায়ী সঠিক সেবা দেওয়া হয়ে থাকে
যোগাযোগ : 01777-350036

21/02/2025

গাবগাছিয়া আদর্শ সমাজ কল্যান পরিষদের অক্লান্ত পরিশ্রমে আয়োজিত চান্দিনা ডায়াবেটিক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে অমর একুশে ফেব্রুয়ারী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প।
ধন্যবাদ
অ্যাডভোকেট তরিকুল ইসলাম মিয়াজি
মোঃ রোবেল মিয়াজি
ডাঃ মোঃ গোলাম রসুল আকাশ
সহকারী টেকনোলজিস্ট সুরাইয়া আক্তার
রিসিপশনিস্ট মোসাঃ হনুফা আক্তার পপি
আরো ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের কাজে সহযোগিতা করছেন।

20/06/2024

মাশাআল্লাহ ছোট্ট শিশুর পবিত্র কাবা তাওয়াফের দৃশ্য

19/06/2024

কুত্তা কাক্কু ゚viralシ পোলার বাপ এম আর আজাদ Riya Saha Salsabil Fida

28/02/2024

জ্বীনেরা কিভাবে লাশ দাফন করে দেখুন।

তাকেই গতি সুত্র বলে
21/02/2024

তাকেই গতি সুত্র বলে

21/06/2023

ঘুরাঘুরি করলে মন ভাল থাকে। মোহনপুর পর্যটন কেন্দ্র

13/06/2023
13/06/2023

স্পেশালি কিউট বেবী

Address

মাধাইয়া কাঠ বাজার সংলগ্ন, মাধাইয়া, চান্দিনা
Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when চান্দিনা ডায়াবেটিক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চান্দিনা ডায়াবেটিক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার:

Share