Atvnews24

Atvnews24 সত্য সংবাদ সংগ্রহে আমরা ঐক্যবদ্ধ, সবাই সংবাদ সংগ্রহ করতে সহযোগিতা করুন

28/10/2023

সংগ্রহীত (সময় টেলিভিশন)

28/10/2023

ঢাকার রাজপথে গাড়ি ভাংচুর ও বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড

কুমিল্লায় অনেক সুন্দর প্রকৃতির মাঝে মাজার গুলো দেখলেই শান্তি..... ছবি... সাকিব কুমিল্লা থেকে সংগ্রহ
22/09/2023

কুমিল্লায় অনেক সুন্দর প্রকৃতির মাঝে মাজার গুলো দেখলেই শান্তি..... ছবি... সাকিব কুমিল্লা থেকে সংগ্রহ

ভারতে আমদানি-রপ্তানিতে গোমতী নখনন,ব্যয় ২৮৮ কোটিগোমতী নদীর নাব্য পুনরুদ্ধার প্রকল্পের আওতায় উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্র...
15/08/2023

ভারতে আমদানি-রপ্তানিতে গোমতী নখনন,ব্যয় ২৮৮ কোটি
গোমতী নদীর নাব্য পুনরুদ্ধার প্রকল্পের আওতায় উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

উত্তর-পূর্ব ভারতের অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরায় পণ্য রপ্তানি এবং সেখান থেকে আমদানি বাড়াতে কুমিল্লার গোমতী নদী খনন করা হবে। ইতোমধ্যেই গোমতী নদী দিয়ে ভারতের এসব রাজ্যের সঙ্গে পরীক্ষামূলক নৌবাণিজ্য শুরু হয়েছে। কিন্তু নাব্য সংকট থাকায় গোমতী নদী খনন ছাড়া এ বাণিজ্য সফলতার মুখ দেখছে না। তাই নদী খননের জন্য ৭৯৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) পরিকল্পনা কমিশনে পাঠিয়েছিল নৌপরিবহন মন্ত্রণালয়। তবে পুরনো ডিপিপি সংশোধন করে আবারও পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। নতুন করে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৮৮ কোটি ৭০ লাখ টাকা। সরকারি অর্থায়নে প্রকল্পটি জানুয়ারি ২০২২ হতে জুন ২০২৫ মেয়াদে বাস্তবায়ন করা হবে।

গোমতী নদীর নাব্য পুনরুদ্ধার প্রকল্পের আওতায় এমন উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এজন্য সব প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। প্রকল্পটি শিগগির জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক সভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, নৌপথ মানেই পণ্য পরিবহনে ব্যয় সাশ্রয়। আমরা নৌপথগুলো খনন বা সংস্কার করলে একদিকে কম খরচে পণ্য পরিবহন করা যাবে অন্যদিকে সময়ও বাঁচবে। এরই অংশ হিসেবে গোমতী নদী খনন করবো। এর মাধ্যমে ত্রিপুরাসহ ভারতের অন্যান্য রাজ্যে পণ্য রপ্তানি এবং আমদানিতে সুবিধা হবে। এতে উভয় দেশই লাভবান হবে। আমরা সব কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আশা করি শিগগির প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু করতে পারবো। (সংবাদ সংগ্রহ)

ওসি নাজিমের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠালেন মুস্তাকিমশারীরিক ও মানসিক নির্যাতনের ক্ষতিপূরণ প্রদানসহ মিথ্যা...
24/01/2023

ওসি নাজিমের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠালেন মুস্তাকিম

শারীরিক ও মানসিক নির্যাতনের ক্ষতিপূরণ প্রদানসহ মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে চিঠিতে আবেদন করেছেন মুস্তাকিম। একই সঙ্গে ওসি নাজিমের শাস্তি চান তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডায়ালাইসিসের ফি বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার মো. মুস্তাকিম চট্টগ্রামের পাঁচলাইশ থানার ওসির বিচার ও তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার চেয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছেন। আজ সোমবার রেজিস্টার্ড ডাকযোগে পাঠানো চিঠিতে তিনি এই আবেদন করেন। চিঠি পাঠানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন মুস্তাকিম।

চিঠিতে বলা হয়েছে, দিনে চারটি টিউশনি করে মায়ের ডায়ালাইসিস খরচ চালান মুস্তাকিম। সপ্তাহে তিনবার মা নাসরিন আক্তারের ডায়ালাইসিস করাতে হয়। ফি বৃদ্ধির প্রতিবাদে ১০ জানুয়ারি রোগী ও তাদের স্বজনদের বিক্ষোভ সমাবেশে চমেকের সামনে অবস্থান করেন তিনি। ওই দিন পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন তাঁর মাকে লাথি মেরে টেনেহিঁচড়ে তাঁকে ধরে নিয়ে যান। পরে থানায় নিয়ে আরেক পুলিশ সদস্য তাঁকে মারধর করেন। তখন ওই পুলিশ সদস্য তাঁকে বলেন, ওসি স্যারের সঙ্গে আর বেয়াদবি করবি? অথচ তিনি কোনো বেয়াদবি করেননি। ডায়ালাইসিস ফি বৃদ্ধির শান্তিপূর্ণ সমাবেশে অবস্থান নিয়েছিলেন তিনি। পরে পুলিশ মামলা করে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পাঁচ দিন পর জামিনে মুক্তি পান তিনি। পুলিশের নির্যাতনে তাঁর কোমরের নিচ থেকে পায়ের গোড়ালি পর্যন্ত লাল হয়ে যায়। এখন তিনি বিশ্রামে আছেন।

07/09/2022

ছাগী নয়, দুধ দিচ্ছে পাঁঠা। দুধদানকারী একটি পাঁঠাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। এই পাঁঠার দুধের স্বাদও গরু বা ছাগীর দুধের মতোই।

পাঁঠা বা পুরুষ ছাগলের দুধ দেওয়ার এই ঘটনার রয়েছে সুসংগত বৈজ্ঞানিক ব্যাখ্যা। মানুষ, গরু, ছাগল হচ্ছে 'ভিভিপ্যারোস' প্রাণী। অর্থাৎ আমাদের ক্ষেত্রে শুক্রাণু-ডিম্বানু নিষিক্ত হয় মায়ের দেহের অভ্যন্তরে। (হাস-মুরগি, সরীসৃপের ক্ষেত্রে তা হয় না, ওরা ওভিপ্যারোস)।

ভিভিপ্যারোস প্রাণীদের গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ গঠনের আগ পর্যন্ত সব ভ্রূণেই টেস্টোস্টেরন আর ইস্ট্রোজেনের মাত্রা সমান-সমান থাকে। পর্যায়ক্রমে জেনেটিক্যালি উপরের যে কোনো একটি হরমোনের মাত্রা প্রাধান্য পেলে তবেই লিঙ্গ নির্ধারিত হয়। কিন্তু ১০ লক্ষ কেসে ১ টা কেস এমন হয়, লিঙ্গ নির্ধারিত হয়ে গেলেও ভ্রূণদেহে হরমোনের ভারসাম্যহীনতা তৈরি হয়। যার ফলে পুরুষের মধ্যে নারীর বৈশিষ্ট্য, নারীর মধ্যে পুরুষের বৈশিষ্ট্য দেখা যায়। এক কথায়, হরমোনের ভারসাম্যহীনতাই এ ধরণের ঘটনার কারণ।

গাইবান্ধায় পাঁঠা ছাগলের দুধ দেওয়ার ঘটনাটিও এমন একটি বিরল ঘটনা। ২০২০ সালে ভারতের রাজস্থানেও এমন ঘটনা ঘটেছে।

—Team Intergalactic, Bigyanpriyo.

#বিজ্ঞানব্যাখ্যা

07/09/2022
07/09/2022
কুমিল্লায় তিন ব্যবসায়ীকে গলা কেটে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত ১৭ বছর ধরে পলাতক আসামী নেওয়াজ শরীফ রাসেল কে গ্রেপ্তার ক...
29/08/2022

কুমিল্লায় তিন ব্যবসায়ীকে গলা কেটে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত ১৭ বছর ধরে পলাতক আসামী নেওয়াজ শরীফ রাসেল কে গ্রেপ্তার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।
ডাকাত পরিচয়ে এক হাজার চারশত টাকার জন্য কুমিল্লার লাকসামের শ্রীয়াং বাজারের তিন ব্যবসায়ীকে গলা কেটে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত ১৭ বছর ধরে পলাতক আসামী মোঃ নেওয়াজ শরীফ রাসেল প্রকাশ সবুজ প্রকাশ বাবু (৩৭) কে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
র‌্যাব-১১ কোম্পানি কমামান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান-২০০৭ সালের কুমিল্লার আলোচিত তিন ব্যবসায়ী হত্যাকান্ডের পলাতক আসামীকে গোয়েন্দা তৎপরতা চালিয়ে তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামীকে কুমিল্লার লাকসাম থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় সোমবার সকাল সাড়ে ১১টায় র‌্যাব -১১ শাকতলা কার্য্যালয়ে এক সংবাদ সমম্মেলণে তিনি এসব কথা বলেন।
গত ২০১৮সালের ১৪ নভেম্বর কুমিল্লার তৎকালীন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ, আদালতের বিচারক নুর নাহার বেগম শিউলী আলোচিত ও নিমর্ম হত্যার ঘটনায় অভিযুক্ত ৫ জন আসামীর বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় ঘোষনা করেন, যার মধ্যে গ্রেফতারকৃত আসামী অন্যতম। মৃত্যুদন্ড প্রাপ্তরা হলোঃ- লাকসাম শ্রীয়াং এলাকার সেলিমের ছেলে মোঃ রাসেল, আব্দুল কাদের এর ছেলে আব্দুর রহমান, ইয়াকুব আলীর ছেলে শহীদুল্লাহ, আব্দুল মান্নানের ছেলে ফারুক হোসেন ও মোহাম্মদ উল্লাহর ছেলে স্বপন। দন্ডপ্রাপ্ত ০৫ জন আসামীর মধ্যে আব্দুর রহমান, শহীদুল্লাহ, ফারুক হোসেন বর্তমানে কারাগারে রয়েছে। অপর আসামী স্বপন পলাতক রয়েছে। র‌্যা
র‌্যাব জানায়=-কুমিল্লা জেলার লাকসাম উপজেলার শ্রীয়াং বাজারে ১ হাজার ৪০০ টাকা ডাকাতি করার জন্য তিন ব্যবসায়ীকে গলা কেটে হত্যার নির্মম ঘটনাটি র‌্যাব-১১ কুমিল্লার নজরে আসে। আলোচিত ও চাঞ্চল্যকর খুনসহ ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। গোয়েন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৮ আগস্ট রাতে র‌্যাব-১১, কুমিল্লা এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আলেখারচর এলাকায় অভিযান পরিচালনা করে ট্রিপল মার্ডার মামলার দীর্ঘ ১৭ (সতের) বছর পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোঃ নেওয়াজ শরীফ রাসেল কখনো সবুজ কখনো বাবু (৩৭)’কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার কৃত মোঃ নেওয়াজ শরীফ রাসেল ঘটনাস্থল লাকসামের শ্রীয়াং দক্ষিণ পাড়ার মৃত মোঃ সেলিম রেজা ছেলে।
গ্রেফতাকৃত আসামী মোঃ রাসেল @ সবুজ @ বাবু’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার পরেরদিন সকালে রাসেল ও তার পরিবার কুমিল্লা জেলা ত্যাগ করে ঢাকা জেলার সাভার থানাধীন ডগরমুরা এলাকায় তার পিতার এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেয় এবং পরবর্তীতে স্ব-পরিবারে সেখানে ভাড়াবাসায় বসবাস শুরু করে। নিজের আসল পরিচয় গোপন রাখার জন্য আসামী রাসেল ডগরমুরা এলাকায় পরিচিতি লাভ করে সবুজ নামে। এই এলাকায় তিন থেকে চার বছর অর্থাৎ ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত হকার ব্যবসা করে খুব নিরাপত্তার সাথে বসবাস করে আসছিল। ২০১০ সালের শেষের দিকে তাদের পাশর্^বর্তী গ্রামের একটি পরিবারের ডগরমুরা এলাকায় যাতায়াত পরিলক্ষিত হলে তারা সাভার নবীনগর থানাধীন নিরিবিলি এলাকায় নতুন বাসা ভাড়া নেয়। এই এলাকায় এসে আসামী রাসেল পরিচিতি লাভ করে বাবু নামে। নিরিবিলি এলাকায় ২/৩ বছর ভ্যান গাড়িতে করে হকারী ব্যবসা করার পরে ২০১৩ সালে নীলফামারী জেলার একটি মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরবর্তীতে অধিক অর্থ উপার্জনের জন্য হকারী ব্যবসা ছেড়ে দিয়ে সড়কে পলাশ ও নিরাপদ পরিবহণে হেল্পারের কাজ করা শুরু করে। ২০১৬ সালে তার স্ত্রী তার আসল পরিচয় ও মামলার বিষয়টি জানতে পেরে তার সাথে বিবাহ বিচ্ছেদ করে। তাই ভয়ে আসামী রাসেল সাভার এলাকা ত্যাগ করে ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকায় বসবাস শুরু করে। পরবর্তীতে ২০২০ সালে তার পিতার মৃত্যুর পর তার পরিবার সাভার এলাকা ত্যাগ করে কুমিল্লা জেলার বরুড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। বরুড়া এলাকায় বসবাসকালীন তার মা গোপনে লাকসাম এলাকায় বিভিন্ন সময়ে যাতায়াত করে এবং বুঝতে পারে ২০০৭ সালের হত্যাকান্ডের বিষয়টি এলাকায় তেমন কোন আলোচনা নেই তাই আসামী রাসেল ২০২০ সাল থেকে বরুড়ায় তার মায়ের সাথে ভাড়াবাসায় বসবাস শুরু করে। আসামী রাসেল মূলতঃ বরুড়ায় তার বাড়ির আশেপাশে রাজমিস্ত্রির সহযোগী হিসাবে কাজ শুরু করে। ০১ বছর অতিক্রম হয়ে গেলে পদ্মা পরিবহণে হেল্পারের কাজ শুরু করে। ২০২২ সালে আসামী বোগদাদ পরিবহণে হেল্পারের কাজ শুরু করে।
গ্রেফতারকৃত আসামী, গোয়েন্দা রিপোর্ট মাধ্যমে জানা যায়, আজ থেকে কয়েক বছর পূর্বে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় প্রায়শই রাস্তায় সাধারণ মানুষ ডাকাতের কবলে পড়তো এবং এতে করে সাধারণ মানুষের জান ও মালের বেশ ক্ষয়-ক্ষতি হতো। আজ থেকে প্রায় ১৭ (সতের) বছর পূর্বে ০৬ জানুয়ারি ২০০৭ ইং তারিখ রোজ শনিবার প্রচন্ড ঠান্ডা ও ঘন কুয়াশার একটি রাতে গ্রেফতারকৃত আসামী শরীফ রাসেল @ সবুজ @ বাবু সহ আরো কয়েকজন ডাকাতি করার উদ্দেশ্যে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার শ্রীয়াং এলাকার বদির পুকুর পাড় সংলগ্ন একটি জঙ্গলে লুকিয়ে ছিলো। এমন সময় লাকসাম উপজেলার শ্রীয়াং বাজারের দোকান বন্ধ করে কাচাঁমাল ব্যবসায়ী মনোহরগঞ্জ উপজেলার প্রতাপপুর গ্রামের মনিন্দ দেবনাথ’র ছেলে উত্তম দেবনাথ ও পরীক্ষিত দেবনাথ এবং পান ব্যবসায়ী লাকসাম উপজেলার জগৎপুর গ্রামের সামছুল হকের ছেলে বাচ্চু মিয়া বাড়ি ফিরছিলেন। তারা বদির পুকুর পাড় এলাকায় এসে পৌঁছালে আকস্মিকভাবে জঙ্গল থেকে আসামী রাসেল @ সবুজ @ বাবু ও তার সহযোগীরা চারদিক থেকে ঘিরে ফেলে এবং যার যা কিছু আছে সব কিছু দিয়ে দেওয়ার জন্য তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দ্বারা ভয়ভীতি প্রদর্শন করে। ভিকটিমরা তাদের টাকা-পয়সা দিতে অস্বীকৃতি জানালে আসামী রাসেল @ সবুজ @ বাবু সহ তার সহযোগীরা ভিকটিমদেরকে অনবরত কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। একপর্যায়ে ভিকটিমরা তাদের সাথে থাকা টাকা-পয়সা বাধ্য হয়ে আসামীদের দিয়ে দেয়। হঠাৎ ভিকটিম উত্তম দেবনাথ আসামী রাসেল ও তার সহযোগীদের চিনতে পেরেছে এবং পরেরদিন স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের নিকট তাদের বিরুদ্ধে নালিশ করবে মর্মে চিৎকার করে উঠে। যেহেতু ভিকটিমরা আসামীদের চিনে ফেলেছে তাই আসামী রাসেল ও তার সহযোগীরা ভিকটিমদের হত্যা করার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে আসামীরা ভিকটিমদেরকে পাশর্^বর্তী একটি মাঠে নিয়ে চাপাতি ও ছোরা দিয়ে গলা কেটে নিমর্মভাবে হত্যা করে। এই ঘটনায় ভিকটিম বাচ্চু মিয়ার ভাই কবির হোসেন ০৭ জানুয়ারি ২০০৭ ইং তারিখে বাদী হয়ে কুমিল্লা জেলার লাকসাম থানায় খুন সহ ডাকাতি মর্মে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখ-০৭ জানুয়ারি ২০০৭, ধারা-৩৯৬ পেনাল কোড-১৮৬০।

29/08/2022

৫৮২ ক্ষুদ্র বিনিয়োগকারীর টাকা ফেরত দেবে পিপলস লিজিং

৫৮২ ক্ষুদ্র বিনিয়োগকারীর টাকা ফেরত দেবে পিপলস লিজিং
৫৮২ জন ক্ষুদ্র বিনিয়োগকারীকে অর্থ ফেরত দেবে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের পরিচালনা বোর্ড। সোমবার (২৯ আগস্ট) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানানো হয়েছে।

পরিচালনা বোর্ডের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান আদালতকে এ তথ্য জানিয়েছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, অগ্রাধিকার ভিত্তিতে ৫৮২ জন ক্ষুদ্র বিনিয়োগকারী যারা পিপলস লিজিংয়ে ১ লাখ টাকা পর্যন্ত রেখেছিলেন তাদের অর্থ ফেরত দেওয়া হবে। তাদেরকে ৩ কোটি ৭০ লাখ ফেরত দেবে পিপলস লিজিং।

29/08/2022

রানওয়ে ছেড়ে বিমান আকাশে উড়তেই ককপিটে চুলোচুলি বেধে গেল দুই পাইলটের। এক পাইলটের গালে সপাটে চড় মেরে দিলের আরেকজন। তারপর জামার কলার ধরে দুজন ধস্তাধস্তিতে জড়ালেন। আকাশে উড়ছে বিমান। এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে এয়ার ফ্রান্সের ভিয়েনা থেকে প্যারিসগামী বিমানে।

সংবাদ সংস্থার সূত্রে আন্দবাজার জানিয়েছে, দুই পাইলটের মধ্যে একজন নির্দেশ মানেননি। তা নিয়ে দু’জনের মধ্যে বচসা বাধে। ঘটনার পর সাসপেন্ড করা হয়েছে দুই পাইলটকে।

উড়ন্ত বিমানের ককপিটে দুই পাইলট রীতিমতো মারপিট শুরু করেন। এক পাইলট আরেকজনকে লক্ষ্য করে ব্রিফকেস ছুড়ে মারেন। ককপিটে অস্বাভাবিক আওয়াজ শুনে হাঁ হয়ে যান বিমানের ক্রুরা। ককপিটে ঢুকে দুই পাইলটের মারপিট থামান এক ক্রু। পাইলটরা যাতে নিজেদের মধ্যে ঝগড়া না করেন, তা দেখতে বাকি সময় ক্রু ককপিটেই বসেছিলেন।

এয়ার ফ্রান্সের মুখপাত্র বলেছেন, এ ধরনের আচরণ কাম্য নয়। পাইলটদের মধ্যে মারামারির ঘটনায় বিমান পরিষেবা বিঘ্নিত হয়নি। দ্রুততার সঙ্গেই ঝগড়া থামানো হয়। যাত্রী সুরক্ষায় কোনও ব্যাঘাত ঘটেনি। পাইলটদের মধ্যে এ আচরণে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা অনেকের।

দায়িত্বের কাছে যখন বয়স হার মানে
05/08/2022

দায়িত্বের কাছে যখন বয়স হার মানে

পাকিস্তানে আকস্মিক বন্যায় ৫ শতাধিক মৃত্যুআন্তর্জাতিক ডেস্কপাকিস্তানে আকস্মিক বন্যায় ৫ শতাধিক মৃত্যুছবি: সংগৃহীত চলতি মৌস...
05/08/2022

পাকিস্তানে আকস্মিক বন্যায় ৫ শতাধিক মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে আকস্মিক বন্যায় ৫ শতাধিক মৃত্যু
ছবি: সংগৃহীত


চলতি মৌসুমে পাকিস্তানে অস্বাভাবিক বন্যায় অন্তত ৫৪৯ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টি, হড়কা বান ও বন্যায় দেশটির দরিদ্র প্রদেশ বেলুচিস্তানের প্রত্যন্ত এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারি একটি সংস্থা এমনটি জানিয়েছে। খবর রয়টার্সের

শুক্রবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, বন্যায় বহু মানুষের মৃত্যুর পাশাপাশি ৪৬ হাজার ২০০ বাড়ি ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বন্যা দুর্গত এলাকাগুলোতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে খাদ্য ও ওষুধ সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। এছাড়া তাদের পুনর্বাসন করতেও সহায়তা করছে।


বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এ সময় তিনি বলেন, বন্যা দুর্গতদের ব্যাপক ত্রাণ দিতে ও পুনর্বাসন করতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি।

তিন দশকের মধ্যে গত মাসে পাকিস্তানে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এ সময় গত ৩০ বছরের গড় থেকে ১৩৩ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে বলে এনডিএমএ জানিয়েছে।

সাপের কামড়ে মৃত ভাইয়ের শেষকৃত্যে এসে সাপের কামড়েই মৃত্যুআন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৫ আগস্ট ২০২২সাপের কামড়...
05/08/2022

সাপের কামড়ে মৃত ভাইয়ের শেষকৃত্যে এসে সাপের কামড়েই মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৫ আগস্ট ২০২২
সাপের কামড়ে মৃত ভাইয়ের শেষকৃত্যে এসে সাপের কামড়েই মৃত্যু প্রতীকী ছবি
সাপের কামড়ে মারা গেছেন ভাই। সেই ভাইয়ের শেষকৃত্যে যোগ দিতে গিয়েছিলেন ছোট ভাই। কিন্তু সেখানে গিয়ে তিনিও সাপের কামড়ে মারা গেলেন। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বড় ভাই অরবিন্দ মিশ্র (৩৮) সাপের কামড়ে মারা যান। খবর পেয়ে ভাইয়ের শেষকৃত্যে যোগ দিতে বুধবার ভবানীপুর গ্রামে আসেন গোবিন্দ। এরপর রাতে ঘুমনোর সময় তাকেও কামড়ে দেয় সাপ। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। পথেই মৃত্যু হয় গোবিন্দের

Address

গর্জণখোলা, চকবাজার রোড, কুমিল্লা
Cumilla
3500

Telephone

+8801405737388

Website

Alerts

Be the first to know and let us send you an email when Atvnews24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Atvnews24:

Share