EveryThing Easy

EveryThing Easy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from EveryThing Easy, Video Creator, Cumilla.

Silky Server is now our Official Hosting Partner.Thank you very much! Silky Server
23/10/2022

Silky Server is now our Official Hosting Partner.
Thank you very much! Silky Server

08/12/2021

ডিজিটাল মার্কেটিং এর নতুন সংস্করণ - Data Driven Digital Marketing

ডিজিটাল মার্কেটিং শব্দটা সকলের কাছে বর্তমানে খুবই জনপ্রিয়। মূলত জনপ্রিয়তা পাওয়ার পিছনে দুইটি কারন থাকতে পারে- ১। কাজটি শিক্ষা সহজ ২। দ্রুত ফ্রিল্যান্সার হওয়া যায়।
তবে অনেক বড় বড় মনী - ঋষী মার্কেটারগন আমার সাথে দ্বিমত পোষণ করবেন , রিকার্ডোর খাজনা তত্বের মত নতুন নতুন তত্ব বা সংজ্ঞা দিবে। দেওয়া টা স্বাভাবিক বলে আমি মনে করি।

তো আসেন শুরু করি -

Data Driven Digital Marketing সম্পর্কে জানার পূর্বে আমাদের জানতে হবে মার্কেটিং জিনিটা আসলে কি!
মার্কেটিং : বড় বড় লেখকদের মতে - " মুনাফার অজর্নের লক্ষ্যে নির্দিষ্ট বাজারের চাহিদা পূরণের জন্য বিজ্ঞান, শিল্পকলা এবং আবিষ্কারের মাধ্যমে পণ্য প্রদান করাকেই মার্কেটিং বলে" । - এই কথা ১০০ জনের মধ্যে ২ জনও ঠিক করে বুঝেছেন কিনা সন্দেহ আছে। আইচ্ছা খাড়ান সহজ করে বুঝাই।

তো শুনেন, মনে করেন আপনি অনেক ভালো রান্না করতে পারেন, এই কাজ-কাম ছাড়া দুনিয়াতে আপনার কোন কাজ-কাম ভালো লাগে না বা পারেন না । এখন আপনি চাচ্ছেন এই করোনায়, 'রান্না' নামক কলা দিয়ে অনলাইনে কিছু টেহা-টুহা ইনকাম করতে। ভালো পরিকল্পনা! তো মানুষ কে তো জানাইতে হবে আপনি কেমন রান্না করেন, কিভাবে মানুষকে ডেলিভারি করেন, আবার এইটাও জানতে হবে: মানুষ কি খেতে পছন্দ করেন, রুচি, আচার-আচরণ ইত্যাদি হান-তান আরও কত কি। মানে এই তথ্য গুলো আপনাকে সহযোগিতা করবে আপনার ব্যববসায় সফল করতে। উক্ত কাজ গুলোকে একত্রে মার্কেটিং বলে।

তাহলে ডিজিটাল মার্কেটিং কি ?
মার্কেটিং Concept এর মতই । কিন্তু একটু পার্থক্য আছে। সেইটা হচ্ছে যখন আপনি আপনার Product promotion, Market Research ইত্যাদি ডিজিটাল ডিভাইস বা অনলাইন প্লাটর্ফম , যেমন: ফেসবুক, টুইটর, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট, এসএমএস ইত্যাদির মাধ্যমে করবেন তখন তাকে ডিজিটাল মার্কেটিং বলে। আশাকরি ক্লিয়ার।

এখন মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং নিয়ে আর কোনো সমস্যা হবে না । এবার আসেন তাহলে শুরু করি Data Driven Digital Marketing জিনিস টা কি!

ধরুন আপনি একটি অনলাইন শপ দিয়েছেন যেই শপের পণ্য ডেলিভারি হবে শুধু ঢাকার মধ্যে!

এখন কুমিল্লায় বিজ্ঞাপন দিয়ে তো আপনার কোন লাভ নেই। আবার মনে করি আপনার সেই অনলাইন শপের মাধ্যমে নতুন একটি বিশেষ ধরণের বিস্কুট আপনি বিক্রয় করতে চাচ্ছেন। এই বিস্কুটটি বিশেষ ভাবে ডায়াবেটিক রোগীদের জন্যই তৈরি করা হয়েছে।
এখন আপনি ঢাকায় বিজ্ঞাপন দিচ্ছেন ঠিকই, কিন্তু সেভাবে আপনার পণ্যটি কেউ কিনছে না। দেখা গেল কোন একটি মাধ্যমে আপনার বিজ্ঞাপন এক হাজার জনের কাছে পৌঁছে গেছে, তাদের মধ্যে কেবল মাত্র পঞ্চাশ জন ডায়াবেটিক রোগী। এই এক হাজার জনের কাছে বিজ্ঞাপন পৌঁছানর পর আপনার পণ্য বিক্রয় হল মাত্র দশটি।
কিন্তু আপনি যদি কোন ভাবে এক হাজার জন ডায়াবেটিক রোগীর কাছে আপনার পণ্যের বিজ্ঞাপন পৌঁছে দিতে পারেন, তাহলে তো অবশ্যই আপনার বিক্রয়ও অনেক বেশি হবে। ঢাকায় ডায়াবেটিক রোগী কারা এই তথ্যের ভিত্তিতেই কিন্তু আপনাকে এই বিজ্ঞাপন দেয়া লাগবে। আর এই ধরণের তথ্য এবং উপাত্তের ভিত্তিতে বিজ্ঞাপন বা মার্কেটিং করাকেই বলা হয় ডেটা ড্রিভেন মার্কেটিং (Data Driven Digital Marketing) ।

আশাকরি বুঝতে পেরেছেন। ভোক্তাদের আচর-আচরণ-রুচি, আরো স্বয়ংসম্পূর্ন উপাত্ত বিশ্লেষণ করে কম খরচে টার্গেটেড কাস্টমারের কাছে দ্রুত পৌছানো যায়। এতে (Sales) এর পরিমান বৃদ্ধি পায় ।
Data Driven Digital Marketing এর জন্য বর্তমানে অনেক ভালো ভালো প্রযুক্তি বিভিন্ন প্লাটফর্ম নিয়ে এসেছে যেমন : Google Tag manager, Google analytics, Facebook Conversion API etc . এই প্রযুক্তি গুলো Data Collect and Data analysis এর ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে।

এই পোস্ট চলতে থাকবে
আজ পর্ব : ০১
লেখক : Sudipta Acharjee , Top Rated Digital Marketer & WordPress Developer

#ডিজিটালমার্কেটিং

20/11/2021

অনেকদিন কাজের চাপ বেশি থাকার কারনে ভিডিও বানাতে পারিনি।
আশাকরি এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন।

18/06/2021

এই ভিডিও তে আমরা জানবো কিভাবে Fiverr account তৈরী করবেন ।
In this video - I have demonstrated to you - How to Create Fiverr Account. Fiverr is a 5$ freelancing marketplace where you can sell your service.

Fiverr ID verification Process একাউন্ট ভেরিফিকেশনর সহজ তিনটি উপায়ে-১। স্মার্ট এন আই ডি।২। পাসপর্ট ।৩। ড্রাইভিং লাইসেন্স ...
01/06/2021

Fiverr ID verification Process

একাউন্ট ভেরিফিকেশনর সহজ তিনটি উপায়ে-
১। স্মার্ট এন আই ডি।
২। পাসপর্ট ।
৩। ড্রাইভিং লাইসেন্স ।
স্মার্ট এন আই ডি না থাকলে সেক্ষেত্রে অনলাইন কপি দিয়া ভেরিফাই করতে পারবেন। গভঃ ওয়েবসাইট থেকে অনলাইন কপির স্ক্রিসট নিবেন। আপনার নাম ঠিকানা স্পস্ট হতে হবে। ওয়েবসাইটের লিংক সম্পুর্ন দেখা যায় এমনভাবে ক্রপ করবেন। লক্ষ্য রাখবেন ছবি পরিস্কার বোঝা যায় ঘোলা না থাকে।
ওয়েবসাইট লিঙ্ক:

https://services.nidw.gov.bd/nid-pub/

:::::: Amazon And Google Started Business in Bangladesh :::::::Two of the world's largest tech giants Google and Amazon ...
30/05/2021

:::::: Amazon And Google Started Business in Bangladesh :::::::

Two of the world's largest tech giants Google and Amazon have obtained their Business Identification Number (BIN) from the National Board of Revenue (NBR) – a mandatory requirement for any business operating in Bangladesh.

29/05/2021

ফাইভারের সকল নিয়ম-কানুন এক ভিডিও তে -⚡
দ্রুতই একাউন্ট ক্রিয়েসন নিয়ে ভিডিও আসছে।

আমাদের অফিসিয়াল কমিউনিটি: https://www.facebook.com/groups/everythingeasy

যেকোনো ধরনের সমস্যা নিয়ে পোস্ট করুন।

Please join "share your skill and learn more."😍

আর হবে না আপনাদের আইডি ব্যান বা ডিজেবল । Fiverr Terms Of Services (TOS)- ভিডিও আসছে আগামীকাল রাত  ৯ টায় । থাকছে সমস্যার ...
26/05/2021

আর হবে না আপনাদের আইডি ব্যান বা ডিজেবল ।
Fiverr Terms Of Services (TOS)- ভিডিও আসছে আগামীকাল রাত ৯ টায় ।

থাকছে সমস্যার সমাধান ও......

Keep Watching Everything Easy........

Just reach 6000 Views Milestone. Keep Supporting me!
21/05/2021

Just reach 6000 Views Milestone.
Keep Supporting me!

17/05/2021

এই ভিডিও তে আমরা ফাইভার কি? কিভাবে ফাইভার কাজ করে ইত্যাদি জানতে পারবেন।

Support Me and for Better Quality : https://youtu.be/eVIBQ4xx-OU

ডিজিটাল মার্কেটিং শিখার পূর্বে অবশ্যই আপনাকে যা জানতে হবে! ✌️
10/05/2021

ডিজিটাল মার্কেটিং শিখার পূর্বে অবশ্যই আপনাকে যা জানতে হবে! ✌️

এই লেখাটি পড়লে আপনি ডিজিটাল মার্কেটিং এর বিস্তারিত জানতে পারবেন । এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন ফ্রি কোর্....

06/05/2021

আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম । এই ভিডিও টি মূলত সিরিজ টাইপের হবে মানে অনেক গুলো পার্ট হবে। যেখানে একটি ফাইবার একাউন্ট খোলা থেকে শুরু করে অর্ডার পাওয়া , কাজ ডেলিভারীসহ নানা ফাইবার এর খুটিনাটি বিষয় নিয়ে নিয়মিত ভিডিও পাবলিশ করা হবে ।

02/05/2021

We Need freelance content writer for our blog website

https://youtu.be/gtqq4pHeLbkOptimize Fiverr Gig Image
22/04/2021

https://youtu.be/gtqq4pHeLbk
Optimize Fiverr Gig Image

সহজ উপায়ে কিভাবে Fiverr Gig image SEO & Optimizations করবেন । এছাড়াও আমরা জানবো কেনো আমরা Image Optimizations করবো। In this video - I have demonstrated the ...

Address

Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when EveryThing Easy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EveryThing Easy:

Share

Category