
02/05/2025
▪️ আয়রন মেশিন দিয়ে ছ্যাঁক ও পাইপ দিয়ে পিটিয়ে নির্যাতন করা হয় হিফজ বিভাগের ছাত্র মেহেদীকে ।
▪️ ঘটনাটি ঘটেছে মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের গোয়ালিয়ারা গ্রামের ইসমাইল মুন্সীর ছেলে মাছুম বিল্লাহ কর্তৃক পরিচালিত গোয়ালিয়ারা খোলাফায়ে রাশেদীন নূরানী ও হাফেজী মাদ্রাসায় ।
▪️ ছাত্র মেহেদী মাদ্রাসায় না আসায় তাকে রাতে ধরে আনেন কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী অতঃপর তার উপর ক্ষিপ্ত হয়ে হাতে থাকে আয়রন মেশিন তার হাতের কনুই ও কাঁধে লাগিয়ে ছ্যাক দেওয়া হয় এবং তাকে পাইপ দিয়ে পিটানো হয় এবং তাকেসহ সকল শিক্ষার্থীকে ওয়াদা করানো হয় যেন একথা বাইরে না যায় ।
▪️ পরবর্তীতে ছাত্রকে যখন তার মা জিজ্ঞেস করে সে তার মাকে বললে । তিনি আর কাউকে জানাননি হুজুর বদ দোয়া করবেন বলে ।
▪️ মেহেদী যখন দোকানে যায় তখন দোকানে থাকা মিলন নামক এক যুবক দেখে বিস্তারিত জানার পর বিষয়টি নিয়ে ফেসবুকে একটি ভিডিও ফুটেজ আপলোড করে যেই ভিডিওতে মেহেদীকে তিনি অত্যাচারে বিষয়ে বলতে বলেন । ভিডিওটি খুব তাড়াতাড়ি এলাকায় জানাজানি হয়
▪️ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাছুম বিল্লাহ ভিডিওটি দেখে সে আবার একটি ভিডিও আপলোড করে যেখানে কয়েকজন ছাত্র,মাদ্রাসার প্রধান শিক্ষক ও অভিযুক্ত হেফজ বিভাগের শিক্ষকের মন্তব্য নেওয়া হয় । একটি যে একটি সাজানো নাটক তা ভিডিওটি দেখলে যে কেউ বুঝে যাবেন ।
▪️ মাছুম বিল্লাহ ভিডিওর মাধ্যমে নতুন নাটক সাজান এবং ছাত্র শিক্ষকদের মাধ্যমে জানান যে মেহেদীকে ঐ দিন রাতে মেহেদীকে আনার সময় টানাহেঁচড়ায় গাছের সাথে লেগে তার গেয়ে এই দাগগুলো হয়েছে ।
🔔 অত্যাচারের শিকার ছাত্রে মেহেদীর কথা বলার ভিডিও ও পরবর্তীতে ঘটনাকে ধামাচাপা দেওয়ার ব্যর্থ চেষ্টা করার ভিডিও ২ টি লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে ।
#গোয়ালিয়ারা #মনোহরগঞ্জ #হাটিরপাড় #রশিদপুর #তাহেরপুর #দিশাবন্দ #চিখটিয়া #ডুমুরিয়া #ঝলম #লাকসামটিভি