Laksham TV - লাকসাম টিভি

Laksham TV - লাকসাম টিভি সত্য প্রকাশে, সত্য প্রচারে আপোষহীন ��

▪️ আয়রন মেশিন দিয়ে ছ্যাঁক ও পাইপ দিয়ে পিটিয়ে নির্যাতন করা হয় হিফজ বিভাগের ছাত্র মেহেদীকে ।▪️ ঘটনাটি ঘটেছে মনোহরগঞ্জ...
02/05/2025

▪️ আয়রন মেশিন দিয়ে ছ্যাঁক ও পাইপ দিয়ে পিটিয়ে নির্যাতন করা হয় হিফজ বিভাগের ছাত্র মেহেদীকে ।

▪️ ঘটনাটি ঘটেছে মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের গোয়ালিয়ারা গ্রামের ইসমাইল মুন্সীর ছেলে মাছুম বিল্লাহ কর্তৃক পরিচালিত গোয়ালিয়ারা খোলাফায়ে রাশেদীন নূরানী ও হাফেজী মাদ্রাসায় ।
▪️ ছাত্র মেহেদী মাদ্রাসায় না আসায় তাকে রাতে ধরে আনেন কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী অতঃপর তার উপর ক্ষিপ্ত হয়ে হাতে থাকে আয়রন মেশিন তার হাতের কনুই ও কাঁধে লাগিয়ে ছ্যাক দেওয়া হয় এবং তাকে পাইপ দিয়ে পিটানো হয় এবং তাকেসহ সকল শিক্ষার্থীকে ওয়াদা করানো হয় যেন একথা বাইরে না যায় ।
▪️ পরবর্তীতে ছাত্রকে যখন তার মা জিজ্ঞেস করে সে তার মাকে বললে । তিনি আর কাউকে জানাননি হুজুর বদ দোয়া করবেন বলে ।
▪️ মেহেদী যখন দোকানে যায় তখন দোকানে থাকা মিলন নামক এক যুবক দেখে বিস্তারিত জানার পর বিষয়টি নিয়ে ফেসবুকে একটি ভিডিও ফুটেজ আপলোড করে যেই ভিডিওতে মেহেদীকে তিনি অত্যাচারে বিষয়ে বলতে বলেন । ভিডিওটি খুব তাড়াতাড়ি এলাকায় জানাজানি হয়
▪️ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাছুম বিল্লাহ ভিডিওটি দেখে সে আবার একটি ভিডিও আপলোড করে যেখানে কয়েকজন ছাত্র,মাদ্রাসার প্রধান শিক্ষক ও অভিযুক্ত হেফজ বিভাগের শিক্ষকের মন্তব্য নেওয়া হয় । একটি যে একটি সাজানো নাটক তা ভিডিওটি দেখলে যে কেউ বুঝে যাবেন ।
▪️ মাছুম বিল্লাহ ভিডিওর মাধ্যমে নতুন নাটক সাজান এবং ছাত্র শিক্ষকদের মাধ্যমে জানান যে মেহেদীকে ঐ দিন রাতে মেহেদীকে আনার সময় টানাহেঁচড়ায় গাছের সাথে লেগে তার গেয়ে এই দাগগুলো হয়েছে ।

🔔 অত্যাচারের শিকার ছাত্রে মেহেদীর কথা বলার ভিডিও ও পরবর্তীতে ঘটনাকে ধামাচাপা দেওয়ার ব্যর্থ চেষ্টা করার ভিডিও ২ টি লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে ।

#গোয়ালিয়ারা #মনোহরগঞ্জ #হাটিরপাড় #রশিদপুর #তাহেরপুর #দিশাবন্দ #চিখটিয়া #ডুমুরিয়া #ঝলম #লাকসামটিভি

📢 ইতিহাসের আইকনিক মুহূর্ত: বিজিবির পায়ে মাথা নত বিএসএফ সদস্য 📸সম্প্রতি দুই বিএসএফ সদস্য অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পের...
30/04/2025

📢 ইতিহাসের আইকনিক মুহূর্ত: বিজিবির পায়ে মাথা নত বিএসএফ সদস্য 📸

সম্প্রতি দুই বিএসএফ সদস্য অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

খবর পেয়ে বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাধারণ জনগণের সহায়তায় দুইজনকেই অস্ত্রসহ আটক করে।

এই সময় একটি আইকনিক ছবি ধারণ হয়—যেখানে এক বিএসএফ সদস্যকে বিজিবি সদস্যের পায়ে মাথা রেখে ক্ষমা চাইতে দেখা যায়। দৃশ্যটি এখন সাহস, গর্ব ও সীমান্ত সুরক্ষার প্রতীক।

পরবর্তীতে আন্তর্জাতিক নিয়ম মেনে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সালাম বিজিবিকে—তোমরাই আমাদের সীমান্তের গর্ব!

#লাকসামটিভি

Address

Laksham
Cumilla
3570

Alerts

Be the first to know and let us send you an email when Laksham TV - লাকসাম টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Laksham TV - লাকসাম টিভি:

Share