মায়া

মায়া Touch Story �

15/06/2025

আপনাকে ভীষণ পছন্দ করা একজন মানুষ হুট করেই একদিন আপনার উপর থেকে আগ্রহ হারিয়ে ফেলবে! সেদিন খুব বেশি অবাক হইয়েন না, কারণও জিজ্ঞেস কইরেন না! কারণ, বেশির ভাগ সময়ই তাদের বিশেষ কোন কারণ থাকে না, আর থাকলেও সেটা আপনার মনঃপুত হবে না! মানুষের পছন্দ, অপছন্দ, কোন কারণ ছাড়াই পরিবর্তনশীল, এটা মেনে নিতে পারলেই জীবন সুন্দর... 💙

10/06/2025

আমার পরিবার আর হাতে গোনা কয়েকজন ছাড়া এই পৃথিবীর সবার সাথেই আমার সম্পর্ক disposable! মানে, যেকোন সময় ওয়ান টাইম প্লেট/গ্লাসের মত গুটায় ডাস্টবিনে ফেলে দিতে পারি!
আমি খুব দ্রুত সম্পর্ক কাটতে পারি, এই নিয়ে আমার পরিবার আর বন্ধু মহলে ব্যাপক বদনাম আছে! আমার মায়ের দিক আর বাপের দিকের আত্মীয় স্বজনের প্রায় ৬০% আমার মেমোরি থেকে ১০০% ডিলিটেড প্রায়!
আমার যেই ফ্রেন্ড আমার সামনে এক কথা, পিছে এক কথা বলে! প্রমান পাওয়া মাত্র-ই তারে সব জায়গা থেকে আনফ্রেন্ড করা! আমার যেই প্রতিবেশী বাসায় দাওয়াত দিয়ে আমাকে 'uninvited' ফিল করাইসে, তার ইনভাইটেশন seen করে ফেলে রাখি! এখন সব জায়গায়-মেসেজ দিয়ে রাখসে 'summer vacation plan' করবে, seen করে ফেলে রাখসি!

এই রকম silly silly বিষয়ে আমি মানুষ ক্যান্সেল করি! কারন, এমন silly silly বিষয়ে যখন আপনি মানুষ ক্যান্সেল করবেন না, তখন তারা একদিন আপনার হো*গায় বাশ দিয়ে নাগরদোলা বানায় তাতে উঠে 'চিল' করবে! 🙂

Choice is always yours! 😎

10/06/2025

একটা কথা মনে রেখো! নিজের Happiness, সুন্দর Relationship কিংবা গভীর Friendship! কোনোটাই মানুষকে বেশি দেখাতে নেইই! নিজের জীবন হোক বা Social মিডিয়া! একটু কম কম দেখাও, দেখালে নির্দিষ্ট কিছু মানুষকে দেখাও! প্রাইভেসি মেইনটেইন করো! কারণ মানো আর নাই মানো, সবাই কিন্তু তোমার ভালো চায় না! 🙂

02/06/2025

অল্প বয়স থেকেই যারা পরিবারের জন্য নিজেকে সেক্রিফাইজ করে আসছে, তাদের শেষটা সুন্দর হোক! 🫶

26/05/2025

মানুষ কখনও পাহাড়ে হোঁচট খায় না, হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরাতে। পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক থাকি, প্রস্তুত থাকি। কিন্তু ইট পাথরগুলো আমাদের দৃষ্টি এড়িয়ে যায়, যে কারণে প্রায়ই আমরা ইট পাথরে পা হড়কে পড়ে যাই।

জীবনের মতোই, সম্পর্কের পথও এরকমই। একটি সম্পর্ক – সেটা প্রেম, বন্ধুত্ব, দাম্পত্য কিংবা পারিবারিক যাই হোক না কেন – কখনোই বড় কোনো ইস্যুতে ভেঙে পড়ে না। সম্পর্ক ভাঙে ছোট ছোট ভুল বোঝাবুঝি, অবহেলা, না বলা কথার ভেতরে জমে থাকা কষ্ট, কিংবা সময়মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে। এই ছোট ছোট অপ্রাপ্তিগুলো প্রথমে হয়ত তেমন একটা গুরুত্ব পায় না, কিন্তু দিনে দিনে সেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়েও বড় হয়ে ওঠে। একটা সময়ে গিয়ে যখন আর বোঝাপড়ার কোনো রাস্তা খোলা থাকে না, বিচ্ছেদ হয়ে ওঠে একমাত্র সমাধান।

আমরা অনেক সময় ভাবি, “এতো ছোট একটা বিষয়, ও এতটা রাগ করল কেন?” কিন্তু ওই ছোট্ট বিষয়টাই হয়ত তার কাছে বড় ছিল। হয়ত সে প্রতিদিন একটু কথা বলে হালকা হতে চেয়েছিল, হয়ত ও একটুখানি বেশি সময় চেয়েছিল, হয়ত আপনার কোনো একটা বাক্য বা অভিব্যক্তি তার মনে অনেক গভীর ক্ষত তৈরি করেছে। একটি ক্ষতের জন্য সবসময় বড় অস্ত্র লাগে না, ক্ষত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গায় আঘাত লাগে।

তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বড় কিছু করার প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়ে ছোট ছোট যত্নের, সামান্য খেয়ালের, একটুখানি বোঝাপড়ার।

সময়মতো একটি মেসেজ, ক্লান্ত দিনে এক কাপ চা, কষ্টে থাকা মানুষটার পাশে নীরব উপস্থিতি, কিংবা কেবল মন দিয়ে তার মনের কথাগুলো শোনা — এই ছোট্ট ছোট্ট কাজগুলোই আজীবনের বন্ধন গড়ে তোলে।

সম্পর্ক মানে একে অপরের জায়গায় নিজেকে কল্পনা করতে পারা। তার অনুভূতিকে তার দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি করার চেষ্টা করা। একটুখানি কেয়ার, একটুখানি সম্মান, একটুখানি গুরুত্ব দেওয়া, একটুখানি সহানুভূতি — এগুলোই একটি সম্পর্কের মেরুদণ্ড।

মনে রাখবেন, সম্পর্ক একটি সুন্দর বাগানের মতো। প্রতিদিন সেখানে একটু করে পানি দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়ছে কিনা। অবহেলা করলেই তা শুকিয়ে যায়। তাই সম্পর্কের ছোট ছোট বিষয়গুলোকে অবহেলা নয়, বরং যত্নে আলিঙ্গন করা উচিত। কেননা, জীবনের সবথেকে বড় সুখ লুকিয়ে থাকে ওই ছোট ছোট খুঁটিনাটিতেই! 🙂

21/05/2025

Start a Business - BDT 1,50,000/- Too Risky.
iPhone - BDT 1,50,000/- Affordable.

Healthy Groceries - BDT 4,000/- Too Expensive.
Dinner Date - BDT 4,000/- Reasonable.

Skill- BDT 10,000/- Too Expensive.
Tour - BDT 15,000/- It's affordable.

People always work for short-term happiness instead of long-term growth.

13/05/2025

কখনো দেখা হলে এগিয়ে এসে কথা বইলেন, আমাকে গম্ভীর দেখা গেলেও আমি মিশুক, নিরঅহংকারী! 🙂

যে পুরুষ একজন নারীর ভালোবাসা অর্জন করেছে, সে শুধু তার হাসিমুখ দেখেই থেমে থাকেনি। সে দেখেছে সেই নারীর রাগ, অভিমান, কষ্ট, ...
13/05/2025

যে পুরুষ একজন নারীর ভালোবাসা অর্জন করেছে, সে শুধু তার হাসিমুখ দেখেই থেমে থাকেনি। সে দেখেছে সেই নারীর রাগ, অভিমান, কষ্ট, নীরব কান্না, ভাঙা মন, অব্যক্ত চাওয়া—সবকিছু। নারী তার সবচেয়ে প্রিয় মানুষটির কাছেই সবচেয়ে বেশি জেদি হয়, সবচেয়ে বেশি অধিকার দেখায়, কারণ তার বিশ্বাস থাকে—“এই মানুষটা কখনো আমাকে ছেড়ে যাবে না।”
নারী কখনো হয় কোমলতায় মোড়ানো এক স্নেহময়ী, আবার কখনো রাগে আগুন হয়ে ওঠে। কিন্তু এই রাগ বা অভিমান কখনোই ঘৃণা নয়—বরং এটা তার ভালোবাসারই আরেকটি রূপ। কারণ, একজন নারী কখনোই যাকে ভালোবাসে না, তার উপর এমন কিছু অনুভবই করে না। তার রাগ মানে তার আগ্রহ, তার অভিমান মানেই অগাধ ভালোবাসা।
হ্যাঁ, নারীদের মুড সুইং হয়—কখনো হেসে ফেলে, আবার হঠাৎ চুপ করে যায়। কখনো খুঁটিনাটি বিষয়েও মন খারাপ হয়, আবার তুচ্ছ কিছুতেই আনন্দে ভরে ওঠে চোখ। তাদের মন বোঝা কঠিন—তবে অসম্ভব নয়। শুধু দরকার একটু মনোযোগ, একটু সময়, আর সবচেয়ে বড় কথা—একটু হৃদয় দিয়ে তাকে অনুভব করার ইচ্ছা।
অনেক পুরুষ হয়তো ভাবে—“আমি কেন সবসময় সহ্য করবো? আমারও তো রাগ আছে, আমিও তো মানুষ!” ঠিকই, আপনি মানুষ, আপনিও কষ্ট পান। আপনি চাইলে কঠোর হতে পারেন, চাইলেই তাকে দূরে সরিয়ে দিতে পারেন। কিন্তু আপনি যদি সত্যিই ভালোবাসেন, তাহলে একবার তার চোখের দিকে তাকান—সেখানে আপনি দেখতে পাবেন অগাধ ভালোবাসা, একটু ভয়, একটু নির্ভরতা, আর একটুখানি দিশেহারা ভরসা।
আপনি চাইলে সেই নারীকে আরও ভেঙে দিতে পারেন, কিংবা চাইলে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে পারেন—“আছো, আমি আছি।” আপনি যদি সত্যিই শক্তিশালী হন, তাহলে তা প্রমাণ হয় রাগ দেখিয়ে নয়, তাকে সান্ত্বনা দিয়ে, বুঝিয়ে, ভালোবেসে আগলে রেখে।
কারণ বুদ্ধিমান পুরুষেরা জানে—নারীর হৃদয়ে পৌঁছাতে কঠোরতা নয়, দরকার অশেষ ধৈর্য আর অকৃত্রিম ভালোবাসা। নারীদের উপর জোর খাটিয়ে কিছুদিনের জন্য কিছু জেতা যায়, কিন্তু হৃদয় জয় করা যায় না। হৃদয় জয় করতে হয়—সহমর্মিতা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, সাহচর্য দিয়ে।
একজন নারী তার ভালোবাসার পুরুষকে শুধুই ভালোবাসে না—সে তাকে আশ্রয় করে, প্রার্থনায় রাখে, পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা মনে করে। যদি আপনি সেই পুরুষ হন, তাহলে সে আপনার জন্য পুরো পৃথিবী হয়ে উঠতে পারে। শুধু তার ভালোবাসাকে সম্মান দিন, বোঝার চেষ্টা করুন, আর কখনো কখনো... তার অভিমানগুলোকে ছোট ছোট চুমু দিয়ে ভেঙে দিন।
নারীকে জয় করতে হয় না—সে তো জয় দিয়ে দেয়। শুধু তাকে বোঝার মতো মন, এবং ভালোবাসার মতো বুক দরকার।

24/04/2025

আমাদের সবকিছুই 'অভ্যাস' হয়ে যায়!
দেখতে দেখতে অভ্যাস হয়ে যায়! কথা না বলতে বলতে অভ্যাস হয়ে যায়! খারাপ সময় দেখতে দেখতে অভ্যাস হয়ে যায়! দূরে থাকতে থাকতে অভ্যাস হয়ে যায়! কষ্ট পেতে পেতে অভ্যাস হয়ে যায়! সবই অভ্যাস হয়ে যায়! কিছুই আগের মতো থাকেনা! সব ই মেনে নিতে হয়! 🙂

কিচ্ছু করার নাই, অভ্যাস হয়ে গেলে আর পাত্তা দেইনা! অপেক্ষা করি ভালো দিনের! ভালো দিন আসবেই, ইনশাআল্লাহ 💙

24/04/2025

ইগনোর করার একটা নিয়ম আছে!!
সাধারণত যার প্রতি আপনি দুর্বল, সে আপনাকে যত ইগনোর করে আপনি তাকে তত বেশি গুরুত্ব দিতে থাকেন! ফোন করেন, মেসেজ করেন, খোঁজ নেন, ব্যাকুল হয়ে তার তরফ থেকে একটা রেসপন্সের অপেক্ষা করেন! কিন্তু সে ততদিনে বুঝে যায় এ মানুষকে ইগনোর করলেও এ আমার কাছেই ফিরে ফিরে আসবে! এর আর কোথাও যাওয়ার নেই! তাই সে ইচ্ছা করে আপনাকে রেসপন্স দেয় না! টেকেন ফর গ্র্যান্টেড নেয়, লেট রিপ্লাই দেয়, কথা বলায় অনীহা দেখায়, ব্যস্ততা, বাহানা ইত্যাদি দেখাতে থাকে!
এবার মজার ব্যাপার হলো এই মানুষগুলোকে গুরুত্ব দেওয়া আপনি যেদিন থেকে বন্ধ করবেন, আর ফোন করবেন না, মেসেজ করবেন না, দেখা করবেন না, খোঁজ নেবেন না, ফিরে যাবেন না! সেদিন থেকে হয় সম্পর্কটাই শেষ হয়ে যাবে, নয়তো আপনি ওই মানুষটার পজিশনে চলে যাবেন আর ওই মানুষটা আপনার পজিশনে! 🙂

21/04/2025

কিছু মানুষ একেবারে প্রায় জিতে গিয়েও হেরে যায়! একদম খুব কাছে গিয়েও ফিরে আসে বারবার হেরে যাওয়ার অভ্যাস হয়ে গেলে তখন জিতে যাওয়ার ইচ্ছাও থাকে না! জিততে চায় তো সবাই, হারতে চায় না কেউ, তবুও হারতে হয়! জিতে যাওয়ার মতো হেরে যাওয়াও ভীষণ রকম স্বাভাবিক! যে ছেলেটা সবে আরম্ভ করেছে, সে ও হারতে চায় না! যে মেয়েটা সবে জিততে শিখেছে, সে একটু হারের আভাস দেখলেই পিছু হাঁটে! আমাদের মধ্যে সবাই রাজা! আমরা কেউ রাজত্ব বাদ দিয়ে রাজা হতে চাই না! আগে রাজত্ব, তারপর রাজা! আসলে দ্বায়িত্ববোধ থাকার আগেই আমরা আধিপত্য চাই! যে মানুষটা অধিকার চায়, সে দ্বায়িত্ব বুঝবেই, এমনটা সবসময় হয় না! সবাই লাইমলাইট খুঁজছে! সবাই চোখের সামনে আসতে চাইছে! হারার সাহস নেই, তবুও বারবার জিততে চেয়েও হেরে যাওয়া মানুষ অন্যদের থেকে একদম আলাদা হয়! সবাই ভালোবাসছে, কিন্তু ভালো থাকছে না কেউ-ই! 🙂

Address

Cheora, Chouddagram
Cumilla

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801636586862

Website

Alerts

Be the first to know and let us send you an email when মায়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মায়া:

Share

Category