কুমিল্লা নিউজ টিভি

  • Home
  • কুমিল্লা নিউজ টিভি

কুমিল্লা নিউজ টিভি কুমিল্লা নিউজ টিভি

20/07/2025

চান্দিনা রাস্তাঘাটের অবস্থা মানুষও হাটতে পারে না

20/07/2025

নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা নেই, সঠিক সময়েই নির্বাচন হবে-কুমিল্লায় প্রেস সচিব শফিকুল আলম

প্রেক্ষাপটঃ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব পাশের ৮ তলা ভবন। সময় দুপুর ১২ টা ৩৫ মিনিট,রোববার-২০ জুলাই।প্রথম ছবিঃ ...
20/07/2025

প্রেক্ষাপটঃ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব পাশের ৮ তলা ভবন।
সময় দুপুর ১২ টা ৩৫ মিনিট,রোববার-২০ জুলাই।
প্রথম ছবিঃ দুটি মুমূর্ষু রোগীসহ অন্তত ৩০ জন অপেক্ষা করছে লিফটের জন্য। একবার উঠানামা করতে প্রায় ১৫ মিনিট সময় লাগে।
দ্বিতীয় ছবিঃ দুটি লিফটের মধ্যে একটি নষ্ট আজ প্রায় ২৫ দিন।

তৃতীয় ছবিঃ রোগী ও দর্শনার্থীদের ভীড়ে সিঁড়িতে যথারীতি মানব জট।

কর্তৃপক্ষ দ্রুত লিফটি মেরামত করে সচল করুন। মুমূর্ষু রোগীদের দূর্ভোগ কমান।

19/07/2025

চান্দিনায় জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

19/07/2025

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন মির্জা ফখরুল. ড. মঈন খান

আজকের সমাবেশের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামের জন্য শুভকামনা রইলো। সকল ভেদাভেদ ভুলে বৃহত্তর ঐক্য আসুক এই সমাবেশ থেকেই।
19/07/2025

আজকের সমাবেশের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামের জন্য শুভকামনা রইলো। সকল ভেদাভেদ ভুলে বৃহত্তর ঐক্য আসুক এই সমাবেশ থেকেই।

19/07/2025

শনিবারের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের যেসব নির্দেশনা দিল জামায়াত।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৮ জুলাই) অনুষ্ঠিতব্য এ সমাবেশকে ঘিরে দলীয় নেতাকর্মীদের বেশকিছু দিকনির্দেশনা দিয়েছে দলটি।

শুক্রবার (১৭ জুলাই) জামায়াতের সেক্রেটারি জেনারেল ও জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনার মধ্যে রয়েছে,

১। সবাইকে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছানোর চেষ্টা করা ও মাঠ কানায় কানায় পূর্ণ করা।

২। সম্মানিত আমিরে জামায়াতের বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি নিজস্ব স্থান থেকে সরবেন না।

৩। বৃষ্টি হলেও যার যার অবস্থানে বসে থাকতে হবে।

৪। জাতীয় পতাকা ব্যতীত ভিন্ন কোনো পতাকা প্রদর্শন করা যাবে না।

৫। মিছিল নিয়ে আসার ক্ষেত্রে ক্রিয়াশীল কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না।

৬। যাতায়াত ও সমাবেশস্থলে বয়স্ক ও শিশুদের (যদি আসে) অগ্রাধিকার দেওয়া।

৭। সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে ১৫টি মেডিকেল বুথ ও প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার থাকবেন। কোনো ব্যক্তি অসুস্থ হলে পার্শ্ববর্তী মেডিকেল বুথ থেকে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

৮। অভ্যর্থনা কেন্দ্র ও সমাবেশস্থলে আমাদের পোশাকধারী স্বেচ্ছাসেবক থাকবে। শৃঙ্খলার স্বার্থে তাদের নির্দেশনা অনুসরণ করতে হবে।

৯। প্রত্যেকে সম্ভব হলে চাহিদামতো খাবার পানির বোতল সংগ্রহে রাখবেন।

১০। সমাবেশের কার্যক্রম শেষ হলে দ্রুত সময়ে সভাস্থল ত্যাগ করা।

১১। জরুরি প্রয়োজনে নিম্নোক্ত দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

মোবারক হোসাইন (নির্বাহী সদস্য), ০১৭৬৮৭৬০৭৪৯

ডা. ফখরুদ্দিন মানিক, ০১৭৩৭৪৪৩১৪২

অ্যাডভোকেট আতিকুর রহমান, ০১৯১৮৮৮৮৭৯৩, ০১৯৫৯২৮০৫১৮

কামাল হোসেন, ০১৮৯০৯৪১৯৮৪, ০১৩১৮৭৩৬৯৮৩।

জামায়াতের এই সমাবেশকে ঘিরে কয়েক হাজার বাস ও মাইক্রো ঢাকায় ঢুকবে। আগত গাড়িসংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে,

১। প্রত্যেক গাড়ির সামনের দিকে নির্দিষ্ট তথ্যসহ স্টিকার লাগানো। যেখানে অঞ্চলের নাম, ড্রপিং পয়েন্ট, পার্কিং প্লেস, ড্রাইভারের নাম ও মোবাইল নম্বর, সংশ্লিষ্ট গাড়ির দায়িত্বশীলের নাম ও মোবাইল নম্বর লেখা থাকবে।

২। প্রত্যেক শাখা থেকে আগত গাড়িগুলো যতদূর সম্ভব একসঙ্গে রওনা করবে।

৩। ঢাকার ফ্লাইওভারে কোনো গাড়ি উঠবে না।

৪। গাড়িগুলো নির্দিষ্ট ড্রপিং পয়েন্টে ড্রপ করা এবং নির্ধারিত পার্কিং এরিয়ায় পার্কিং নিশ্চিত করা।

৫। সকাল ১০টার মধ্যে সব গাড়ি ঢাকায় নির্দিষ্ট ড্রপিং পয়েন্টে পৌঁছানোর চেষ্টা করা।

৬। কোনো গাড়ি নির্ধারিত ড্রপিং পয়েন্টে আসতে বা পৌঁছানো অসম্ভব হলে, যেখানে সম্ভব সেখানে গাড়ি অবস্থান করবে এবং প্রোগ্রাম শেষে সবাইকে সেখান থেকেই গাড়িতে উঠতে বলতে হবে।

৭। লাইনের গাড়িগুলো যথাসম্ভব নিজস্ব পার্কিংয়ে রাখার উদ্যোগ নেওয়া।

৮। গাড়ি পার্কিংয়ের সময় সিংগেল লাইন পার্কিং করা এবং অন্য গাড়ির প্রবেশ ও বের হওয়ার জায়গা রাখা।

৯। ড্রপিং পয়েন্ট ও পার্কিং এরিয়ায় দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক এবং স্বেচ্ছাসেবকদের নির্দেশনা মেনে চলা।

১০। সায়েদাবাদ, পোস্তগোলা, কদমতলী, মাতুয়াইল, কমলাপুর রেলস্টেশন, গাবতলী, মহাখালী, মানিক মিয়া অ্যাভিনিউ, উত্তরা আজমপুর এবং সদরঘাটে ১০টি স্থানে অভ্যর্থনা কেন্দ্র থাকবে। প্রয়োজনে অভ্যর্থনা কেন্দ্র থেকে সহযোগিতা নেওয়া যাবে।

18/07/2025
18/07/2025

কি একটা অবস্থা

17/07/2025

গোপালগঞ্জের নামেই বদলে যাবে বেগম খালেদা জিয়া

17/07/2025

চান্দিনার মাটি বিএনপির ঘাটি

17/07/2025

চান্দিনা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন এর জন্য কাজ করছেন তাতী দলের আহ্বায়ক মুস্তফা কামাল খান

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when কুমিল্লা নিউজ টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কুমিল্লা নিউজ টিভি:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share