
03/09/2025
"র্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে ২০ কেজি গাঁজা'সহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।"
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ১৭৮ জন গ্রেফতার, আরসা সদস্য-১৫ জন গ্রেফতার, জঙ্গি- ০২ জন গ্রেফতার, হত্যা মামলায় ১৭৬ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৭৫ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ২৩ জন গ্রেফতারসহ ১০২ টি অস্ত্র, ১৩৪২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৩৮৯ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। পাশাপাশি ৬৯ জন অপহরণকারী গ্রেফতারসহ ৭৩ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৮১ জন, জেল পলাতক ৩৯ জন, প্রতারণার আসামী ১৭ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ৪৪৬ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
২। অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন উত্তর চর্থা (সদর হাসপাতাল) এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে কাইয়ুম (৩০) ও বিপ্লব (২৫) নামক ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়।
৩। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী কাইয়ুম (৩০) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সংরাইশ গ্রামের এরশাদ মিয়া এর ছেলে এবং আসামী বিপ্লব (২৫) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সুজানগর গ্রামের খোকন মিয়া এর ছেলে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।