Rifat Rohan

Rifat Rohan ইতিহাস পড়তে ভালোবাসি।

সাদিক ইজ দ্য আনসাং হিরো অব জুলাই রেভ্যুলেশন। সাদিক কায়েম লাল সবুজের পতাকার এক রত্ন, ইতিহাসের এক নীরব মহা নায়ক। তাকে ভা...
17/03/2025

সাদিক ইজ দ্য আনসাং হিরো অব জুলাই রেভ্যুলেশন। সাদিক কায়েম লাল সবুজের পতাকার এক রত্ন, ইতিহাসের এক নীরব মহা নায়ক। তাকে ভালোবাসতে আপনাকে শিবিরের কর্মী হওয়া লাগবে না। দল মতের উর্ধ্বে আমাদের একজন সাদিক কায়েম।

হ্যাটস অফ সাদিক কায়েম।❤️❤️

17/03/2025

ক্ষমতা সর্বপ্রথম যে কাজটা করে, সেটা হলো আপনার জনপ্রিয়তাকে মাটিতে নামিয়ে দিতে শুরু করে।

কানাডা মূলত আইস হকিতে বিশ্বজুড়ে অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিচিত। তারা আইস হকির বিশ্বচ্যাম্পিয়নশিপ এবং শীতকালীন অলিম্পি...
10/03/2025

কানাডা মূলত আইস হকিতে বিশ্বজুড়ে অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিচিত। তারা আইস হকির বিশ্বচ্যাম্পিয়নশিপ এবং শীতকালীন অলিম্পিকে অসংখ্যবার শিরোপা জিতেছে।

আইস হকিতে কানাডার সাফল্য:

অলিম্পিক: কানাডা এখন পর্যন্ত ৯ বার পুরুষ বিভাগে এবং ৫ বার নারী বিভাগে স্বর্ণপদক জিতেছে।

আইস হকি বিশ্বচ্যাম্পিয়নশিপ: পুরুষ বিভাগে ২৮ বার এবং নারী বিভাগে ১২ বার চ্যাম্পিয়ন হয়েছে।

এনএইচএল (NHL): কানাডা বিশ্বের সেরা আইস হকি লিগ ন্যাশনাল হকি লিগের (NHL) অন্যতম প্রধান অংশীদার।

তবে, মাঠের হকিতে (ফিল্ড হকি) কানাডা আন্তর্জাতিক পর্যায়ে তুলনামূলকভাবে কম সফল। তারা প্যান আমেরিকান গেমসে কিছু অর্জন করেছে, কিন্তু বিশ্বকাপ বা অলিম্পিকে খুব বেশি সাফল্য পায়নি।

06/05/2024
অবশেষে শেষ করলাম জনাব Altaf Parvez এর লেখা চমৎকার একটি বই জুলফিকার আলী ভুট্টো: দক্ষিণ এশিয়ার কুলীন রাজনীতির এক অধ্যায়। ব...
06/04/2024

অবশেষে শেষ করলাম জনাব Altaf Parvez এর লেখা চমৎকার একটি বই জুলফিকার আলী ভুট্টো: দক্ষিণ এশিয়ার কুলীন রাজনীতির এক অধ্যায়।

বই পড়ে আমার যা মনে হলো এই বইটির নামকরণ স্বার্থক।

বইটি শেষের দিকে শরীর শীতল হয়ে এসেছে। মনে হচ্ছিল কোন এক থ্রিলার উপন্যাস পড়ছি।

লেখকের বই ছাড়াও অন্য লেখকদের অনেক বই পড়া হয়েছে আমার। তবে সত্য বলতে এই লেখককে আমার যথেষ্ট নিরপেক্ষ মনে হয়েছে। তাঁর প্রতি শ্রদ্ধা। তিন তাঁর সমসাময়িকদের থেকে অনেক এগিয়ে আছেন বলে আমি মনে করি।

Address

Kotbari Road, Comilla, Chittagong
Cumilla
3502

Alerts

Be the first to know and let us send you an email when Rifat Rohan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rifat Rohan:

Share

Category