Islamic Deed

Islamic Deed ইসলামিক জ্ঞান অর্জন করা ও সবার মাঝে পৌঁছিয়ে দেওয়া
(1)

 #আবুউবায়দা ফিলিস্তিনের একজন যোদ্ধা এবং মুখপাত্র চেয়েছিলেন আরবরা ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াক। তিনি তাদের প্রয়োজ...
03/09/2025

#আবুউবায়দা ফিলিস্তিনের একজন যোদ্ধা এবং মুখপাত্র চেয়েছিলেন আরবরা ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াক। তিনি তাদের প্রয়োজন বোধ করেছিলেন, তাদের দিকে ঐক্য এবং সাহায্যের কামনার হাত বাড়িয়েছিলেন। কিন্তু বাস্তবে তারা সাড়া দেয়নি, তারা ছিল না। যাদের জন্য তিনি বছর বছর অপেক্ষা করেছেন, যাদের খুঁজেছেন, তারা-ই এখন তাকে খুঁজে বেড়াচ্ছে।

#ফিলিস্তিন

অভিযানের জন্য সেপ্টেম্বরের শুরুতে প্রায় ৬০ হাজার রিজার্ভ সৈন্যকে ডাকা হচ্ছে, যাতে অভিযানের জন্য সক্রিয় দায়িত্বে থাকা সেন...
21/08/2025

অভিযানের জন্য সেপ্টেম্বরের শুরুতে প্রায় ৬০ হাজার রিজার্ভ সৈন্যকে ডাকা হচ্ছে, যাতে অভিযানের জন্য সক্রিয় দায়িত্বে থাকা সেনাদের ওপর চাপ হালকা করা যায়। #ফিলিস্তিন

এই যুদ্ধ  প্রতিদিনের একটু খাবারের আশায় , জীবন-মৃত্যুর সীমান্ত পেরিয়েওরা ছুটে চলে—মাইলের পর মাইল, ধ্বংসস্তূপের ভেতর দিয়ে ...
20/08/2025

এই যুদ্ধ প্রতিদিনের একটু খাবারের আশায় , জীবন-মৃত্যুর সীমান্ত পেরিয়ে
ওরা ছুটে চলে—মাইলের পর মাইল, ধ্বংসস্তূপের ভেতর দিয়ে ।ওরা জানে, হয়ত ফিরবে না,

তবুও হাঁটে— বেঁচে থাকা ভাই-বোন, মা-বাবার মুখ যেন একটু হাসে।
এই যুদ্ধ ক্ষুধার, এই যুদ্ধ মানবতার সর্বশেষ চিহ্ন টিকিয়ে রাখার।

— বোমা , গুলি পেটের ক্ষুধা আর হৃদয়ের আর্তনাদ গাজার আকাশে শুধু লাশ আর, কান্না জমে মানুষ… নিঃশেষ হয়ে যায়।

এটা কেবল এক ভূখণ্ডের যুদ্ধ না,
এটা আমাদের বিবেকের পরাজয়।
যেখানে বেঁচে থাকার জন্য রোজ শহীদ হতে হয়,

পেট খালি থাকলে মায়ের কোলও কঠিন হয়ে যায়।

#ফিলিস্তিন #গাজা

পেটের ক্ষুধা নিবারণের জন্য রাস্তার পড়ে থাকা ময়লা-মাখা আটা কুড়িয়ে নিচ্ছে। ফিলিস্তিনের মানবিক বিপর্যয়  দিন দিন আরও ভয়াবহ র...
07/08/2025

পেটের ক্ষুধা নিবারণের জন্য রাস্তার পড়ে থাকা ময়লা-মাখা আটা কুড়িয়ে নিচ্ছে। ফিলিস্তিনের মানবিক বিপর্যয় দিন দিন আরও ভয়াবহ রূপ নিয়েছে। খাবারের জন্য তাদের এই লড়াই বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে না। মানবিক সহায়তার অভাবে গাজা যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

আদেল মাদি।বয়স ২৭ বছর।  চরম পর্যায়ে ক্ষুধা, অপুষ্টি এবং প্রয়োজনীয় চিকিৎসার অভাবে ও মারাত্মক ঘাটতির কারণে আজকে খানইউনুসে...
03/08/2025

আদেল মাদি।
বয়স ২৭ বছর। চরম পর্যায়ে ক্ষুধা, অপুষ্টি এবং প্রয়োজনীয় চিকিৎসার অভাবে ও মারাত্মক ঘাটতির কারণে আজকে খানইউনুসের নাসের মেডিকেল কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন।

ক্ষুধা তার শরীরকে জীর্ণশীর্ণ বানিয়ে দিয়েছে , রোগ তার সব শক্তি কেড়ে নিয়েছে, এ এমন এক স্হানে মারা গিয়েছে যেখানে বেচে থাকার নুন্যতম
খাবার টুকু নেই।

এই ছবি কেবল একজন আদেল মাদির কথা বলে না, এটি গোটা গাজার সেই নিঃশব্দ ধ্বনি, যা দুনিয়ার বিবেককে নাড়া দেয়ার কথা ছিল।

#ফিলিস্তিন

জরাজীর্ণ শরীর, হাড় বের হওয়া মুখ —, ক্ষুধা কিভাবে ছিনিয়ে নিচ্ছে শৈশব।এই শিশুরা খেলনার বদলে আজ খোঁজে খাবার।এক টুকরো রুটি ত...
30/07/2025

জরাজীর্ণ শরীর, হাড় বের হওয়া মুখ —, ক্ষুধা কিভাবে ছিনিয়ে নিচ্ছে শৈশব।
এই শিশুরা খেলনার বদলে আজ খোঁজে খাবার।
এক টুকরো রুটি তাদের চোখে যেন স্বপ্ন।

তারা কাঁদে না আর,
কারণ কান্নার শক্তিটুকুও আর অবশিষ্ট নেই।
এই পৃথিবী কি খুব ব্যস্ত?
তাদের কান্না কি কেউ শুনছে না?

গাজা আজ একটা খোলা কারাগার,
আর এই শিশুরা, সেই কারাগারের বন্দি —
যাদের অপরাধ, তারা সেখানে জন্মেছে।
এক মুঠো খাবারের জন্য আজ তারা জীবন বাজি রাখে।
আর আমরা?
আমরা কেবল তাকিয়ে দেখি… চুপচাপ।"

জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজায় বিমান থেকে খাদ্যসামগ্রী ফেলতে শুরু করেছে।
27/07/2025

জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজায় বিমান থেকে খাদ্যসামগ্রী ফেলতে শুরু করেছে।

গাজায় ৪৮ ঘণ্টায় ৩০০ জনের প্রাণহানি, অধিকাংশই নারী ও শিশু।
04/07/2025

গাজায় ৪৮ ঘণ্টায় ৩০০ জনের প্রাণহানি, অধিকাংশই নারী ও শিশু।

গাজায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনী কমপক্ষে ২৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ২২৩ জন আহত করেছে। ৭ অক্টোবর থেকে গাজায়...
30/06/2025

গাজায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনী কমপক্ষে ২৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ২২৩ জন আহত করেছে।
৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৬,৫৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে

ইসরায়েলের আবস্থা।     #ফিলিস্তিন          #ইরান
19/06/2025

ইসরায়েলের আবস্থা। #ফিলিস্তিন #ইরান

বর্তমানে গোটা বিশ্বের অমুসলিম শক্তিগুলো একত্রিত হয়ে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে। একে শুধুমাত্র ইরান ও ইসরায়েলের য...
17/06/2025

বর্তমানে গোটা বিশ্বের অমুসলিম শক্তিগুলো একত্রিত হয়ে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে। একে শুধুমাত্র ইরান ও ইসরায়েলের যুদ্ধ বলে ভুল করা হবে। এই লড়াই আসলে একক কোনো রাষ্ট্রের নয়—এটি মুসলিম উম্মাহর অস্তিত্বের লড়াই।

যদি মুসলিম বিশ্বের দেশগুলো এখনই ইরানের পাশে না দাঁড়ায়, তবে তেহরানের পতন শুধু সময়ের অপেক্ষা। আর ইরান পরাজিত হলে, মুসলিম বিশ্বের দুর্দশা এবং অবমাননার এক নতুন অধ্যায় শুরু হবে।

এই সংকটময় মুহূর্তে ইরানের বিজয় একান্ত প্রয়োজন। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে দাঁড়াতে হবে। কারণ এই লড়াই শুধু ইরানের নয়—এটি আমাদের সবার, মুসলিম উম্মাহর সম্মান, নিরাপত্তা ও ভবিষ্যতের লড়াই।

#ইরান #ইজরায়েল #

15/06/2025

ইসরায়েলে দ্বিতীয় দিনের মত মিসাইল হামলা করেছে ইরান, ইসরায়েলও ইরানে বিমান হামলা অব্যাহত রেখেছে। #ইসরায়রল #ইরান #ফিলিস্তিন

Address

Cumilla
DEBIDWER

Telephone

+8801863876816

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Deed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Deed:

Share