
03/09/2025
#আবুউবায়দা ফিলিস্তিনের একজন যোদ্ধা এবং মুখপাত্র চেয়েছিলেন আরবরা ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াক। তিনি তাদের প্রয়োজন বোধ করেছিলেন, তাদের দিকে ঐক্য এবং সাহায্যের কামনার হাত বাড়িয়েছিলেন। কিন্তু বাস্তবে তারা সাড়া দেয়নি, তারা ছিল না। যাদের জন্য তিনি বছর বছর অপেক্ষা করেছেন, যাদের খুঁজেছেন, তারা-ই এখন তাকে খুঁজে বেড়াচ্ছে।
#ফিলিস্তিন