Meghna Television

Meghna Television যাহা ঘটিবে তাহাই রটিবে. সমসাময়িক নানা বিষয় গুলো তুলে ধরা হবে এই অনলাইন মেঘনা টেলিভিশন পেইজে। যেকোনো বিষয় তথ্য দিন আমাদের ইনবক্সে।

19/05/2025

Meghna Television

নিয়োগ বিজ্ঞপ্তি Meghna Television  fans Mohammed Mokhliasur Mohammad Amran Riton Md. Amzad Hossain Dulal Miah
15/04/2025

নিয়োগ বিজ্ঞপ্তি
Meghna Television fans Mohammed Mokhliasur Mohammad Amran Riton Md. Amzad Hossain Dulal Miah

14/04/2025

স্ত্রী পরকীয়ায় আসক্ত, সন্তান সহ নিজেকে বাঁচাতে তালাক দিলেন প্রবাসী স্বামী আলমগীর।

দিন দিন আমাদের সমাজে পরকিয়া নামের এই সামাজিক অবক্ষয় বেড়েই চলেছে। মেঘনা উপজেলা রাধানগর ইউনিয়নের লক্ষনখোলা গ্রামের প্রবাসী আলমগীর প্রায় ৮বছর আগে একই ইউনিয়নের মুঘারচর গ্রামের সারমিন আক্তারকে বিবাহ করেন। দাম্পত্য জীবনে তাদের ১মেয়ে ও ১ছেলে রয়েছে। স্বামী আলমগী প্রবাসে কর্মরত রয়েছেন। আলমগিরের অভিযোগ যে শারমিন তার স্বামীর অগোচরে পরপুরুষ এর সাথে পরকীয়ায় জড়িয়ে পরে। পরে আলমগীর দেশে এসে স্ত্রী নিকট জবানবন্দি নিলে সারমিন আক্তার স্বীকার করে সে কার কার সাথে পরকীয়া লিপ্ত হয়। পাশাপাশি সারমিন আক্তার এর মেয়েও তার মায়ের সম্পর্কে নানা কথা বলে যা মা জাতিকে কলংকিত করে। শারমিনের ছেলে-মেয়ে মায়ের নিকট যেতে চায় না। থাকতে চায় বাবার সাথে। আলগীর যেহেতু প্রবাসী তাই তার ছেলে মেয়েকে বোনের নিকট রেখে গেছেন। কিন্তু শারমিন আক্তার এর পরিবর থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে যাবার জোর জবরদস্তি করে একাধিকবার। নিরাপত্তাহীনতায় ভুগছে আলমগীরের ছেলে মেয়ে , তার পরিপ্রেক্ষিতে আলমগীরের বোন তার সন্তানের নিরাপত্তার জন্য মেঘনা থানায় অভিযোগ দাখিল করেন। কিন্তু বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে, শারমিন আক্তার বাদীনি হয়ে কুমিল্লা আদালতের নিকট তার সন্তানদের তার নিকট পেতে সহযোগিতা চায়। আলমগীর বলেন আদালতে দেয়া শারমিন আক্তার এর লিখিত বক্তব্য মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। আমার সন্তান যদি তাদের ইচ্ছায় তাদের মায়ের নিকট যেতে চায় এতে আমার কোনো আপত্তি ছিলোনা এখনো নেই। কিন্তু শারমিন ও তার ভাই রমজান নানা হুমকি দিচ্ছে যে খুন ও হত্যার মতো জঘন্য কাজ করে হলেও ছেলে মেয়েদের নিয়ে যাবে..
অন্যদিকে আলমগীরের মেয়ে আলাইনা ইসলাম ও ছেলে আয়ান এর নিকট জানতে চাইলে তারা মায়ের নিকট যেতে অনিহা প্রকাশ করে।

এমন অপকর্মের বিচার চায় স্বামী আলমগীর, শারমিনদের মতো নারী যেনো আর কোনো সংসার ভেঙে না দেয় তার জন্য সকলকে সতর্ক হতে বলেন আলমগীর।

ফিলিস্তিনে রক্তগঙ্গা, গাজার আহ্বানে মেঘনায় উত্তাল প্রতিবাদমেঘনা (কুমিল্লা) প্রতিনিধি ফিলিস্তিনে চলমান মুসলিম গণহত্যার বি...
08/04/2025

ফিলিস্তিনে রক্তগঙ্গা, গাজার আহ্বানে মেঘনায় উত্তাল প্রতিবাদ

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
ফিলিস্তিনে চলমান মুসলিম গণহত্যার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে কুমিল্লার মেঘনা উপজেলার ধর্মপ্রাণ মুসলমান। গাজা উপত্যকায় রক্ত ঝরছে প্রতিদিন, শহীদ হচ্ছেন শিশুরা, মা-বোনেরা হারাচ্ছেন আশ্রয়। সেই নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং গাজাবাসীর ডাকা হরতালের প্রতি একাত্মতা জানিয়ে রোববার (৭ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার মানিকারচর হাইস্কুল মাঠে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি সুলতান মহিউদ্দিন। তিনি বলেন, "ইসরাইল একটি বর্বর সন্ত্রাসী রাষ্ট্র। তারা ফিলিস্তিনে মুসলমানদের ওপর যে নৃশংসতা চালাচ্ছে, তা পশুত্বকেও হার মানায়। বর্তমান বিশ্বের জন্য ইসরাইল এক ভয়ংকর ক্যান্সার, এখনই প্রতিকার না হলে এই ক্যান্সার ছড়িয়ে পড়বে গোটা দুনিয়ায়।"

সমাবেশে আবু মুসা আশরাফী'র পরিচালনায় বিক্ষোভ পূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেঘনা শাখার সভাপতি মাওলানা আখতার হোসেন আতিক ও সেক্রেটারি মাহবুবুল আলম, গণঅধিকার পরিষদের সভাপতি মোখলেসুর রহমান, ওলামা দলের আহ্বায়ক সাইফুল ইসলাম বাহার, মাওলানা অলিউল্লাহ সিরাজী, মাওলানা সালাউদ্দিন, মাওলানা মাহমুদুল হাসান এবং ইসলামী আন্দোলন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ডালিম মিয়া প্রধান।

এ সময় বক্তারা বলেন, "গাজা আজ এক খোলা কবরস্থান। নিরীহ শিশুদের লাশ পড়ে আছে রাস্তায়। ঘর নেই, খাবার নেই, নিরাপত্তা নেই, তবুও তারা মাথা নত করেনি। সেই গাজাবাসীর সাহস আর ত্যাগের কাছে আমরা ঋণী। বিশ্বের মুসলমানদের এখন একসঙ্গে দাঁড়াতে হবে। ইসরাইলি পণ্য বর্জন করতে হবে, তাদের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।"

এই বিক্ষোভে মানুষের অংশগ্রহণ ও আবেগ প্রমাণ করে দেয়, গাজা একা নয়-বাংলাদেশের জনপদেও তাদের পাশে দাঁড়ানো মানুষ আছে।

06/04/2025

লুটেরচর ইউনিয়ন যুবদলের উদ্যােগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Meghna Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meghna Television:

Share