08/04/2025
ফিলিস্তিনে রক্তগঙ্গা, গাজার আহ্বানে মেঘনায় উত্তাল প্রতিবাদ
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
ফিলিস্তিনে চলমান মুসলিম গণহত্যার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে কুমিল্লার মেঘনা উপজেলার ধর্মপ্রাণ মুসলমান। গাজা উপত্যকায় রক্ত ঝরছে প্রতিদিন, শহীদ হচ্ছেন শিশুরা, মা-বোনেরা হারাচ্ছেন আশ্রয়। সেই নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং গাজাবাসীর ডাকা হরতালের প্রতি একাত্মতা জানিয়ে রোববার (৭ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার মানিকারচর হাইস্কুল মাঠে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি সুলতান মহিউদ্দিন। তিনি বলেন, "ইসরাইল একটি বর্বর সন্ত্রাসী রাষ্ট্র। তারা ফিলিস্তিনে মুসলমানদের ওপর যে নৃশংসতা চালাচ্ছে, তা পশুত্বকেও হার মানায়। বর্তমান বিশ্বের জন্য ইসরাইল এক ভয়ংকর ক্যান্সার, এখনই প্রতিকার না হলে এই ক্যান্সার ছড়িয়ে পড়বে গোটা দুনিয়ায়।"
সমাবেশে আবু মুসা আশরাফী'র পরিচালনায় বিক্ষোভ পূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেঘনা শাখার সভাপতি মাওলানা আখতার হোসেন আতিক ও সেক্রেটারি মাহবুবুল আলম, গণঅধিকার পরিষদের সভাপতি মোখলেসুর রহমান, ওলামা দলের আহ্বায়ক সাইফুল ইসলাম বাহার, মাওলানা অলিউল্লাহ সিরাজী, মাওলানা সালাউদ্দিন, মাওলানা মাহমুদুল হাসান এবং ইসলামী আন্দোলন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ডালিম মিয়া প্রধান।
এ সময় বক্তারা বলেন, "গাজা আজ এক খোলা কবরস্থান। নিরীহ শিশুদের লাশ পড়ে আছে রাস্তায়। ঘর নেই, খাবার নেই, নিরাপত্তা নেই, তবুও তারা মাথা নত করেনি। সেই গাজাবাসীর সাহস আর ত্যাগের কাছে আমরা ঋণী। বিশ্বের মুসলমানদের এখন একসঙ্গে দাঁড়াতে হবে। ইসরাইলি পণ্য বর্জন করতে হবে, তাদের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।"
এই বিক্ষোভে মানুষের অংশগ্রহণ ও আবেগ প্রমাণ করে দেয়, গাজা একা নয়-বাংলাদেশের জনপদেও তাদের পাশে দাঁড়ানো মানুষ আছে।