অনুপ্রবেশ

অনুপ্রবেশ ছুঁয়ে না গিয়ে যে অনুভব করে... তাকেই বলে অনুপ্রবেশ।

03/09/2025

বেদনার করিডরে চেয়ে চেয়ে
মন ভাবে এপথের শেষ কই?
কার্নিশে জমে নীরবতা
দেহটাই বেঁচে আছে আমি নই!

26/08/2025

When you understand loneliness it’s the real Peace

24/08/2025

আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে পাপের বন্ধনে থাকা সরল মানুষ_)🙂🖤🦋

20/08/2025

আমি -আমার কল্পনা'তে ভিষণ রকম সুখী.!🌸

18/08/2025

আমি পাইনা ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী..🖤

17/08/2025

বার বার অবহেলা পেয়েও একটু ভালোভাবে কথা বললেই, গলে যাওয়া এক নির্লজ্জ আমি!🙂

13/08/2025

এই পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য না !

12/08/2025

বড় বড় সিম কোম্পানি আমাকে অনুরোধ করে,
please recharge your account''
আমি পাত্তা দেই না,😆

10/08/2025

তুমি তে আমি তে আমরা হবো
তবুও তু মি থাকবে তুমি
আমি থাকবো আমি,

যখন প্রত্যাশা নয়,
অস্তিত্বই হবে সুখের কারণ ,
তখন ভালোবাসাটাই হবে দামী 🖤

10/08/2025

যে মন অন্যকে ঠ'কানোর সাহস রাখে না,
সেই মনটাই বারবার ভে'ঙে চুর'মা'র হয়।
পৃথিবী যেন এমন মানুষের সরলতাকে
নিজস্ব নিয়মে শা'স্তি দেয়। 💔

09/08/2025

সমুদ্র দেখার জন্য মাইলের পর মাইল হেঁটে দক্ষিনে যাওয়ার কোন প্রয়োজন নেই প্রতিটি মানুষের মধ্যেই একটা করে সমুদ্র আছে, দুঃখের সমুদ্র, সে সমুদ্রের জলও লোনা। 😊

07/08/2025

যখন নিজের সব কিছুতে অন্যরা মিশে থাকে, তখন বেঁচে থাকতে হয় নিজেকে ছাড়া। 😊

Address

Cumilla
87654321

Telephone

+8801612564664

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনুপ্রবেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অনুপ্রবেশ:

Share