Shagor Documentary

Shagor Documentary আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না;
ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছে,
তা দিয়ে আমাকে বিচার করো

আরফান আর হাবিবা বিয়ের পর থেকেই চেষ্টা করছে জীবন গুছিয়ে নিতে।আরফান চাকরি করে, ফ্রিল্যান্সিংও শিখছে; হাবিবা ঘরে থেকে অনলা...
02/12/2025

আরফান আর হাবিবা বিয়ের পর থেকেই চেষ্টা করছে জীবন গুছিয়ে নিতে।
আরফান চাকরি করে, ফ্রিল্যান্সিংও শিখছে; হাবিবা ঘরে থেকে অনলাইন ছোট্ট ব্যবসা শুরু করেছে।

আয় হচ্ছে, কিন্তু
কোনো কাজই ঠিকমতো দাঁড়াচ্ছে না।
ইন্টারভিউ হয়, কিন্তু সিলেকশন না।
কাস্টমার আসে, কিন্তু কনফার্ম করে না।

একদিন রাতে তর্ক হতে হতে দুইজনই চুপ হয়ে গেল।
হাবিবা বলল,
“আমাদের চেষ্টা আছে, কিন্তু মনে হয় দরজা কোথাও আটকে আছে…”

কয়েকদিন পর এক আলেমের লেকচারে তারা আল্লাহর দুইটা নাম শুনল,
যা ঠিক এই অবস্থা বদলানোর জন্যই যেন।

আল্লাহর দুই নাম, বন্ধ দরজার দুই চাবি

১. يَا فَتَّاحُ – ইয়া ফাত্তাহ

অর্থ:
যিনি অদৃশ্য দরজা খুলে দেন, সিদ্ধান্তের গিঁট খুলে দেন, সংকটের মাঝেও পথ বের করে দেন।

আল্লাহ বলেনঃ
“যা কিছু তিনি মানুষের জন্য তাঁর রহমতের দরজা থেকে খুলে দেন, তা কেউ বন্ধ করতে পারে না।”
— সূরা ফাতির, আয়াত ২

আরফান এই আয়াত শুনে মনে মনে বলল,
“আমার সিভি না হয় দুর্বল, যোগাযোগ না হয় কম;
কিন্তু দরজা তো আসলে তাঁর হাতেই…”

এই নামের আমল কীভাবে করবেন

১. ফজরের নামাজের পর শান্ত মনে বসে অন্তত ৭১ বার পড়ুনঃ
“ইয়া ফাত্তাহু, ইফতাহ লি আবওয়াবা রহমাতিকা।”
(হে ফাত্তাহ, আমার জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও।)

২. যে কাজের জন্য বের হবেন (ইন্টারভিউ, ব্যবসা মিটিং, প্রজেক্ট সাবমিট ইত্যাদি),
দরজা পার হওয়ার আগে মনে মনে কয়েকবার বলুনঃ
“ইয়া ফাত্তাহ।”

৩. দোয়া শেষে একটু সময় চুপ থেকে ভাবুন –
“দরজা খুলে দেওয়ার মালিক শুধু আল্লাহ,
মানুষ শুধু বাহানা মাত্র।”

২️. يَا وَهَّابُ – ইয়া ওয়াহ্হাব

অর্থ:
যিনি বিনা হিসাবেই দান করেন,
যে জায়গা থেকে আশা করা হয় না – সেখান থেকেও এমন নিয়ামত দেন,
যা কেবল তাঁর পক্ষ থেকেই আসে।

আল্লাহ বলেনঃ
“নিশ্চয়ই তুমি যাকে ইচ্ছা রাজত্ব দাও,
যার কাছ থেকে ইচ্ছা তা কেড়ে নাও…
সমস্ত কল্যাণ তোমার হাতেই।”
— সূরা আলে ইমরান, আয়াত ২৬

এই আয়াত শুনে হাবিবার মনে হলো,
“আমার ছোট্ট ব্যবসা, সীমিত কাস্টমার –
তবু যদি দান করার মালিক আল্লাহ হন,
তাহলে আমার হিসাবের বাইরেও তো তিনি দিতে পারেন।”

এই নামের আমল কীভাবে করবেন

১. প্রতিদিন আসর থেকে মাগরিবের মাঝে ফাঁকা সময়ে অন্তত ১০০ বার পড়ুনঃ
“ইয়া ওয়াহ্হাবু, হ’ব লি মিন লাদুনকা রিজকান হালালান তইয়্যিবা।”
(হে ওয়াহ্হাব, তুমি তোমার পক্ষ থেকে আমাকে হালাল ও পবিত্র রিজিক দান কর।)

২. সাদকা করার সময় (যত ছোটই হোক) মনে মনে বলুনঃ
“হে ওয়াহ্হাব, তুমি দান করতে ভালোবাস,
আমি তোমার জন্য দান করছি, তুমি আমার ওপর দান করো।”

৩. রাতে স্বামী-স্ত্রী দুজন মিলে হাত তুলে দোয়া করুন –
নিজেদের ইচ্ছেগুলো একে একে আল্লাহর সামনে খুলে বলুন,
আর প্রতিটি দোয়ার শুরুতে কয়েকবার বলুনঃ
“ইয়া ফাত্তাহ, ইয়া ওয়াহ্হাব…”

তারপর কী হলো আরফান আর হাবিবার জীবনে?

ওরা হঠাৎ কোনো ম্যাজিক দেখে না।
প্রথম সপ্তাহে শুধু একটাই পরিবর্তন টের পায় –
দুজনের ভেতরের গুমোট ভাবটা কমে গেছে, ঝগড়াও কমছে।

দ্বিতীয় সপ্তাহে হাবিবার পেইজে কিছু অর্ডার বাড়ে।
একজন পুরনো ক্লায়েন্ট ওদের প্রোডাক্ট নিয়ে আবার পোস্ট করে দেয়।

তৃতীয় সপ্তাহে
যে কোম্পানিতে আরফান আগে রিজেক্ট হয়েছিল,
সেখান থেকেই ফোন আসে –
“আমরা নতুন একটা পজিশন ওপেন করেছি,
আপনি ইন্টারভিউ দিতে পারবেন?”

ইন্টারভিউ থেকে বের হয়ে আরফান শুধু বলল,
“আমার সিভি তো আগেও ছিল, চেষ্টা আগেও করেছিলাম;
নতুন একটাই জিনিস –
রাতে আমরা দুজন মিলে বলেছি,
ইয়া ফাত্তাহ, ইয়া ওয়াহ্হাব…”

আপনি কীভাবে শুরু করবেন?

আপনি চাইলে আজ থেকেই একটা ছোট নিয়ম করতে পারেনঃ

১. ফজরের পর কয়েক মিনিট “ইয়া ফাত্তাহ” ধরে দোয়া।
২. আসর-মাগরিবের মাঝে “ইয়া ওয়াহ্হাব” ধরে দোয়া।
৩. প্রতিটি বড় সিদ্ধান্তের আগে ও পরে এই দুই নাম নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ানো।

দরজা খুলে দেওয়ার মালিক তিনি।
আমাদের কাজ শুধু নরম হৃদয়ে তাঁর নাম ধরে ধরে কড়া নড়া।

আল্লাহর নামগুলো আরো জানতে চাইলে…

আপনি যদি বুঝতে চান
প্রতিটি নামের অর্থ, প্রভাব আর বাস্তব জীবনের আমল –
কোন নাম কখন, কীভাবে পড়লে উপকার হয়,
তাহলে

“আল্লাহর ৯৯ নামের আমল ও ওয়াজিফা”
বইটা আপনার জন্য খুব সহায়ক হতে পারে ইনশাআল্লাহ।

এখানে যা থাকছে

৯৯টি নামের সহীহ অর্থ ও সংক্ষিপ্ত তাফসির

প্রতিটি নামের সঙ্গে দোয়া ও বাস্তব আমলের গাইড

রিজিক, কাজ, ভয়, একাকিত্ব, গুনাহ থেকে ফেরার জন্য আলাদা আলাদা নামের ব্যবহার

হাদিয়া
হার্ডকপি: ৩৫০ টাকা
PDF ইবুক: ১৪৯ টাকা

অর্ডার করতে ইনবক্স করুন
অথবা WhatsApp করুন: 01984-563362
মেসেজে লিখুন: “আল্লাহর নামের বই চাই”

অথবা বিস্তারিত দেখে ওয়েবসাইট থেকে অর্ডার করতে
কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করতে পারবেন।

ব্যক্তিগত আমল গুছাতে চাইলে – আমল কম্বো

যদি শুধু এই বইটাই না,
নিজের দোয়া, রিজিক, মানসিক শান্তি আর কুরআন-কেন্দ্রিক জীবন
একসাথে গুছিয়ে নিতে চান,
তাহলে আপনার জন্য আছে

আমল কম্বো (৪ বই একসাথে)

১. কুরআনের সূরার আমল ও ফজিলত
২. রিজিকের আমল ও ওয়াজিফা
৩. কুরআনের বরকতময় দোয়া
৪. আল্লাহর ৯৯ নামের আমল ও ওয়াজিফা

হার্ডকপি সেট: ৭৫০ টাকা
PDF ইবুক সেট: ২৫০ টাকা

ডেলিভারি চার্জ: ফ্রি সারাদেশে
বোনাস: দোয়া কার্ড ও জিকির বুকমার্ক উপহার

অর্ডার করতে ইনবক্স করুন
অথবা WhatsApp করুন: 01984-563362
মেসেজে লিখুন: “আমল কম্বো চাই”

শেষ কথা

আমরা দরজায় কড়া নাড়ি,
কিন্তু দরজা খুলে দেওয়ার মালিক একজনই।

আজ রাতটা যদি তুমি শুধু একবার বলো
মন থেকে, কান্না মিশিয়ে

“ইয়া ফাত্তাহ, ইয়া ওয়াহ্হাব –
আপনিই আমার জন্য পথ খুলে দিন।”

হয়তো সেদিনই শুরু হবে তোমার জন্য
দেখতে না-পাওয়া কোনো নতুন দরজার গল্প।

চলছে ক্লান্তিকাল, আমি বাউল কবি বেলাল, নিজের নামের সাথে বাউল জড়িত আমি বাউলের বিপক্ষে দাঁড়াতে পারি না কিন্তু পক্ষে দাঁড়...
02/12/2025

চলছে ক্লান্তিকাল, আমি বাউল কবি বেলাল, নিজের নামের সাথে বাউল জড়িত আমি বাউলের বিপক্ষে দাঁড়াতে পারি না কিন্তু পক্ষে দাঁড়াবো সেই পথ খুঁজে পাইনা, আমার প্রশ্ন
১/বাউল সম্রাট কে?
২/ফকির লালন সাঁইজির বাণী কি আপনি বোঝেন?
৩/ আপনি বাউল হয়ে শরীয়তের ব্যাখ্যা দিবেন কেন?
৪/ আপনি যদি বাউল হয়ে থাকেন লালনের কতটুকু বোঝেন?
৫/ যদি বলেন আপনি শরীয়ত না - মারফতের কথা বলেন তাহলে তা মঞ্চে কেন মারফত গোপন নয় কি?
৬/ যিনি পারেন না বাংলা শব্দ উচ্চারণ করতে তিনি আরবি উচ্চারণ করতে যান কেন?
৭/ আপনি ধারাবাহিকভাবে বাংলা ভাষায় ফকির লালন সাঁইজির বাণীর অর্থ করুন ভুল হলে, ভক্তকে শেখাবেন না
৮/ সব মিলে আমরা বাংলাদেশের মানুষ অনেক হয়েছে এমন না হয় আমাদের বিচার করতে বহিরাগত শক্তি এসে আমাদের সবটুকু যেন হারাতে না হয়,
আরবি ভাষায় বয়ান করে বাংলা ব্যাখ্যা করবেন যারা মাদ্রাসায় পড়েছেন,
আপনি আমি বাউল হয়ে ধর্মের নির্যাস যদি অধ্যায়ন করে থাকি তা নিজের চরিত্র সংশোধনের জন্য ব্যবহার করুন।

এক ব্যতিক্রমী চালক। গ্রাম থেকে আসা এক রোগীকে তুলে দিয়েছিলাম সিএনজিতে। ভাড়া মেটানো হলো তিনশত টাকা।  তার বাসের টিকিটও কেটে...
01/12/2025

এক ব্যতিক্রমী চালক। গ্রাম থেকে আসা এক রোগীকে তুলে দিয়েছিলাম সিএনজিতে। ভাড়া মেটানো হলো তিনশত টাকা। তার বাসের টিকিটও কেটে দেয়া আছে। সে রোগীকে বারবার বলা হলো সিএনজি ভাড়া আমরা দিচ্ছি। কিন্তু সে নাছোড়বান্দা। কোনোভাবেই নিল না। বলল, অনেক হয়েছে। এই ভাড়াটা আমিই দিব।
রোগীটাকে তুলে দেয়া হলো সিএনজিতে। যাবে বাস টার্মিনাল। সেখান থেকে গ্রাম। ঢাকায় আসছিলেন ডাক্তার দেখাতে।

দুদিন পর সে রোগীর ফোন। জানেন কী হইছে? কী হইছে বলেন।

আরে বইলেন না আমিতো মনে করছি আমার পকেটে তিনশ টাকা আছেই। নেমে দেখি মাত্র দুইশো টাকা।
হায় হায় তারপর কী হলো?
বললেন, তারপর সিএনজিওয়ালাকে বললাম, আপনার ফোন থেকে আমার ভাইয়ের কাছে ফোন দেন উনি টাকা পাঠায় দেবেনি।

এটা শুনে আমি বিরক্ত হয়ে বললাম, আপনি কেন যে যাওয়ার সময় টাকা নিলেন না। যাহোক, তারপর কী হয়েছে বলেন বলেন?

বললেন, সিএনজি ওয়ালা করলো কি জানেন? উনি মাত্র একশো টাকা নিলেন। উল্টা আরও একশোটাকা ফেরত দিয়ে বললেন, রাস্তাঘাটে লাগতে পারে। এটা সাথে রাখেন। বলেই টান দিয়ে চলে গেলেন।

কত করে ডাকলাম যে, আপনার ফোন নম্বর দিয়ে যান । লোকটা হাসতে হাসতে চলে গেল। বলল, আরে লাগবে না। দোয়া রাইখেন।

কী আজব মানুষ দেখেন! এইটা কোনো কথা হইল। ঋণী কইরা গেল না!
ভাড়া তিনশো নিলই না , ফেরতও দিল আবার শোধ করারো সুযোগও দিল না।

ফোন রেখে দিলাম।

কিছু মানুষই আছে এমন। এরা অন্যকে ঋণী করে রাখতে পছন্দ করে। ভালোবাসার ঋণ। মমতার ঋণ। আর এই ঋণ পরিশোধের চেষ্টা চলে জনম জনম দোয়া দিয়ে, ভালো লাগা দিয়ে। যেমন দোয়া তিনি পাবেন। এরাতো প্রতিদান আশা করে না।

🙄পাকিস্থান হলো বর্বর জাতি,😭কতটা কুৎসিত মন মানসীকতা হলে এমন একজন পাবলিক ফিগার একটা মানুষকে ইনজেকশন দিয়ে রাত তিন টার সময় ত...
30/11/2025

🙄পাকিস্থান হলো বর্বর জাতি,😭
কতটা কুৎসিত মন মানসীকতা হলে এমন একজন পাবলিক ফিগার একটা মানুষকে ইনজেকশন দিয়ে রাত তিন টার সময় তার লাশ গোপনে সরিয়ে ফেলা হয়।এই জাতি পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান হত্যা করেছে।হিংস্র জাতি পাকিস্থানে নিজের দেশের লোকও সেইফ না।তাহলে আমরা কতটা অনিরাপদ ছিলাম তাদের কাছে চিন্তা করুন।ইমরান খানই ১ম ব্যক্তি যে বাংলাদেশের কাছে পাকিস্থানকে ক্ষমা চাওয়ার অনুরোধ করেছিল।যদি গুজব না হয় তবে আল্লাহ যেন তাকে সহীহ সালামতে আমাদের মাঝে ফিরে নিয়ে আসেন।আমিন।🇧🇩

নাট্য ডিরেক্টর মশিউর ভাইয়ের "পরিচালিত একটি নাটকের মূল চরিত্রে, শীগ্রই দেখা হবে আপনাদের সাথে।ফটোশুটে'র কাজ চলছে 🤣🫣দোয়া কর...
20/10/2025

নাট্য ডিরেক্টর মশিউর ভাইয়ের "
পরিচালিত একটি নাটকের মূল চরিত্রে,
শীগ্রই দেখা হবে আপনাদের সাথে।
ফটোশুটে'র কাজ চলছে 🤣🫣
দোয়া করবেন।।

আল্লাহ আমাদের এ সকল গুনাহ হতে হেফাজতে রাখোক।
14/10/2025

আল্লাহ আমাদের এ সকল
গুনাহ হতে হেফাজতে রাখোক।

Address

Chittagong
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shagor Documentary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share