
06/06/2024
যে তোমাকে সত্যি ভালবাসে সে কখনো তোমার সৌন্দর্যে খোটা দিবেনা, মনে রেখ পৃথিবীতে সবচেয়ে কুৎসিত মেয়েটাও তার পার্টনারের কাছে কুইন, যার চোখে তুমি রানী কেবল তার পক্ষেই পসিবল সারা জীবন তোমাতে মুগ্ধ হয়ে থাকা।
যে তোমাকে ভালবাসে তার কাছে তার মায়ের পর অবশ্যই তুমি পৃথিবীর দ্বিতীয় সুন্দরী মেয়ে।
যে তোমাকে তোমার বাহ্যিক দিক নিয়ে অলওয়েজ খোটা দিবে, কথা শুনাবে, নাক সিটকাবে সে আর যাই হোক তোমাকে ভালবাসে না ।যার কাছে তোমার বাহ্যিক রুপ ফিকে!!!
যে সৌন্দর্য মহান সৃষ্টিকর্তার দান,
সেই সৌন্দর্য নিয়ে
সৃষ্টির সেরা জীব হয়ে জন্মানোর পরও যে তোমায় কুটুক্তি শোনায়, তাকে কেবল রাস্তা দেখিয়ে বিদায় দেয়া।