Md Abubokor siddik

Md Abubokor siddik - মক্কা! তুমি ধন্য!!🥰😇
-তোমার বুকে হয়েছিল বিশ্ব নবীর জন্ম ❤️
🌸- •𝑨𝒍͜͡𝒉𝒂͜͡𝒎𝒅𝒖𝒍𝒍͜͡𝒊𝒍𝒂𝒉🩷-.🌸
income site heylink.me/shantoislam91003

20/07/2025

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

✊ গণঅভ্যুত্থান—জুলাই ৩৬ .....২০২৫ ✊ম্যারাথন-এর ৬ কিমি জাগরণী দৌড়, ব্রাহ্মণবাড়িয়াভোরের সোনালি আলো ঠিক ৬:০০ টায় ফুটতেই ব্র...
18/07/2025

✊ গণঅভ্যুত্থান—জুলাই ৩৬ .....২০২৫ ✊
ম্যারাথন-এর ৬ কিমি জাগরণী দৌড়, ব্রাহ্মণবাড়িয়া

ভোরের সোনালি আলো ঠিক ৬:০০ টায় ফুটতেই ব্রাহ্মণবাড়িয়ার রাজপথে ছড়িয়ে পড়ল কণ্ঠে কণ্ঠে একটাই স্লোগান—
“ইতিহাস জাগে, আমরা দৌড়াই!”

🔴 শুরু: সকাল ৬:০০
🟢 সমাপ্তি: ৭:৪৫ মিনিট
📏 দূরত্ব: ৬ কিলোমিটার
🌟 অর্জন: শত শত দৌড়বিদের অভিন্ন শপথ— অন্যায়ের জঞ্জাল সরিয়ে সমাজ ‘ম্যারাথন’ করা।
#ম্যারাথন #ম্যারাথন

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉
12/07/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

প্রথমেই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের E-Learning & earning -এর ব্রাহ্মণবাড়িয়া শাখার সম্মানিত Co-Ordinator M...
03/07/2025

প্রথমেই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের E-Learning & earning -এর ব্রাহ্মণবাড়িয়া শাখার সম্মানিত Co-Ordinator Md.Shahin Sir-কে,
এই দারুণ ও স্মরণীয় Crust Gift উপহার দেওয়ার জন্য।

তাঁর আন্তরিকতা আমাদের হৃদয় ছুঁয়েছে।
এছাড়াও E-Learning-এর 2nd Batch-এর সকল শিক্ষার্থীকেও বিশেষ ধন্যবাদ জানাই,
যারা এত সুন্দর ও ভালোবাসায় ভরা উপহারে আমাদের মুগ্ধ করেছে।

এই ভালোবাসা হোক পথচলার প্রেরণা, আর সম্পর্কগুলো থাকুক শ্রদ্ধা ও সম্মানে অটুট।

"বন্ধুটা এমনই — নিজে সবসময় নতুন, কিন্তু শেখায় পুরনো মায়ার মতো করে। ওর ভেতরে লুকানো এক অদ্ভুত জ্ঞান, যে প্রতিদিন নতুন কিছ...
03/07/2025

"বন্ধুটা এমনই — নিজে সবসময় নতুন, কিন্তু শেখায় পুরনো মায়ার মতো করে। ওর ভেতরে লুকানো এক অদ্ভুত জ্ঞান, যে প্রতিদিন নতুন কিছু শিখায় অথচ কখনো গুরুগিরি করে না। ওর পাশে থাকলেই মনে হয়, শেখাটা আসলে ভালোবাসা দিয়েই হয়।"

বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুপথ ...
28/06/2025

বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুপথ দিয়ে বেরোতে থাকে। তৎসহ এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব। আর ঐ দুর্গন্ধ পোকার সমগোত্রীয় পোকাদের নিমন্ত্রণ দেয়।
দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকা, মাকড়, বিছে মানুষের মৃতদেহের দিকে যাত্রা শুরু করে আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয়।
কবরস্থ করার তিনদিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায়।
ছয় দিন পরে নখ খসে পড়তে থাকে।
নয় দিন পরে চুল খসে পড়া শুরু হয়।
মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পরে আর পেট ফোলা শুরু হয়ে যায়,
17 দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরের সমস্ত অংশ বাহিরে বেরিয়ে আসে।
60 দিন পরে মৃতদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায়। মানুষের শরীরে একটু টুকরো মাংস অবশিষ্ট থাকে না।
90 দিন পরে সমস্ত হাড় একে অপরের থেকে পৃথক হয়ে যায়।
এক বছর পরে মানুষের শরীরের সমস্ত হাড় মাটির সঙ্গে মিশে যায়।
আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়।
অতএব আমার ভাই ও বোনেরা বলুন -
মানুষের এতো অহংকার, এতো আত্মগরিমা, এতো হিংসা, এতো বিদ্বেষ, এতো লালসা, এতো নাম, এতো শৌর্য্য, এতো সম্মান, এতো শক্তি, এতো সামর্থ্য, এতো ধণদৌলত, এতো ক্ষমতা, এই বাদশাহী কোথায় যায়?
সবকিছুই মাটিতে মিশে যায়।
মানুষের অস্তিত্ব বা কি আছে?
মাটি থেকে সৃষ্ট, মাটিতেই কবরস্থ হয়ে, মাটিতেই মিশে যায়।
5 ফুট, 6 ফুট, 7 ফুটের মানুষ কবরে চলে যাওয়ার পরে তার নাম, চিহ্ন মুছে যায়।
এই দুনিয়াতে গাম্ভীর্যের সঙ্গে বিচরণকারী যখন কবরে চলে যায় তখন তার অস্তিত্ব মাটি ছাড়া অন্য কিছুই থাকে না।
অতএব মানুষের আসল জীবন, আমৃত্যু জীবন যাতে সুন্দর হয় এবং শান্তিপূর্ণ হয় তার চেষ্টা করা উচিত এবং সেই মোতাবেক কাজ করা উচিত।
প্রতিটি ভালো কাজ, এবং প্রতিটি উত্তম কাজ করার ইচ্ছা প্রকাশ করা উচিত। আর প্রতিটি মন্দ চিন্তাভাবনার অস্তিত্ব নষ্ট করার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থণা করা উচিত। আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন (আমিন)😔
কপি পোস্ট

‘কঠোর প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা ইরানের...      Iran
23/06/2025

‘কঠোর প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা ইরানের...

Iran

এই যে যু'দ্ধ শুরু হয়েছে। এটাই পৃথিবীর শেষ যুদ্ধ ৷ এটার পর আরো কোনো যুদ্ধ হবে না। যু'দ্ধ টার চূড়ান্ত রুপ ধীরে ধীরে বাড়তেই...
19/06/2025

এই যে যু'দ্ধ শুরু হয়েছে। এটাই পৃথিবীর শেষ যুদ্ধ ৷ এটার পর আরো কোনো যুদ্ধ হবে না। যু'দ্ধ টার চূড়ান্ত রুপ ধীরে ধীরে বাড়তেই থাকবে৷
আর এই যু'দ্ধটা শেষ হবে ই'জ'রাঈলের বাবে লুদে৷
বাবে লুদেই দা'জ্জা'ল কে হ'ত্যা করা হবে৷
তাকে হ'ত্যা করার পরেই পৃথিবী যু'দ্ধ বিগ্রহ মুক্ত হয়ে যাবে৷

ই-,য'রাঈলের পতন ঠেকাতে বিলাদুশ শামে ৮০ টি কু'ফ'ফার জোট আসবে৷ কিন্তু শেষ রক্ষা হবে না৷

যারা ভাবেন আঞ্চলিক আধিপত্য বা ভৌগোলিক কারণে এই যুদ্ধ, তারা মহা ভুলে আছেন।
এটাই আধুনিকতার শেষ যু'দ্ধ।
পৃথিবীর শেষ সময়ে আধুনিকতা আসবে এবং সেটা ধ্বংস হবে৷

আমাদের এখন বেশি বেশি শেষ জামানা নিয়ে স্টাডি করা প্রয়োজন। না হলে আসন্ন ফি'তনায় আমরা বিভ্রান্ত হবো।

( এই যুদ্ধের মধ্যেই ফোরাতের যুদ্ধ,মালহামা,গাজওয়াতুল হিন্দ হবে৷ পোস্টে বুঝানো হয়েছে এই যে যুদ্ধ বিগ্রহ শুরু হয়েছে তার সমাপ্তি হবে দা'জ্জা'লের হত্যার মাধ্যমে)

- আল ইন্তিফাদা

📸 মুহূর্তের আবরণে মেঘে ঢাকা স্মৃতি!e-learning & earning-এর ৩য় ব্যাচের লিখিত পরীক্ষা শেষে আমরা একটিবারের জন্য থেমেছিলাম, ...
18/06/2025

📸 মুহূর্তের আবরণে মেঘে ঢাকা স্মৃতি!
e-learning & earning-এর ৩য় ব্যাচের লিখিত পরীক্ষা শেষে আমরা একটিবারের জন্য থেমেছিলাম, তবে পড়াশোনার জন্য নয়—এইবার থামা ছিল একসাথে স্মৃতি বাঁধার জন্য।
এক ফ্রেমে ধরা পড়লো আমাদের শ্রম, স্বপ্ন আর বন্ধুত্বের উজ্জ্বল হাসি।
এই ছবিগুলো শুধু মুখ নয়, এগুলো বলে—"আমরা ছিলাম, আমরা শিখেছি, আমরা একসাথে এগিয়ে চলেছি!"
এই দিনগুলো থাকবে আমাদের হৃদয়ের অ্যালবামে, সারাজীবন অনুপ্রেরণার উৎস হয়ে।

Taksina Akter Swarna তাসকিন সর্না,তোমার উপহার শুধু একটি সামান্য জিনিস নয় — এটি হৃদয়ের ভালোবাসা, সম্মান আর কৃতজ্ঞতার এক ন...
16/06/2025

Taksina Akter Swarna
তাসকিন সর্না,
তোমার উপহার শুধু একটি সামান্য জিনিস নয় — এটি হৃদয়ের ভালোবাসা, সম্মান আর কৃতজ্ঞতার এক নিঃশব্দ প্রকাশ।
তুমি প্রমাণ করেছো, শ্রদ্ধা আর আন্তরিকতা দিয়েই স্যারদের অনুপ্রাণিত করা যায়।
তোমার এমন একটি সুন্দর উদ্যোগ নিঃসন্দেহে আমাদের সবার জন্য অনুকরণীয়।
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা তোমার জন্য। এগিয়ে চলো এই ভাবেই। 🌸💫

– শিক্ষকদের হৃদয়ের পক্ষ থেকে এক বিনম্র শ্রদ্ধা।

Address

Alekharchar, Sadar Dhakhin Cumilla
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Md Abubokor siddik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Abubokor siddik:

Share