10/07/2025
❌ প্রতিবাদ জানাই! ❌
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, এক শিশুকে চুরির অভিযোগে ধরে তাকে মারধর করা হয়েছে। হ্যাঁ, সে হয়তো ভুল করেছে—but ও একটা বাচ্চা! তার ভুল শুধরানো যেতো ভালোবাসা, বোঝানো আর সঠিক দিকনির্দেশনার মাধ্যমে।
একটা শিশু যদি অন্যায় করেও থাকে, তাহলে সমাজের দায়িত্ব হওয়া উচিত তাকে সংশোধনের সুযোগ দেওয়া—not পিটিয়ে, অপমান করে তার পুরো জীবনটাই অন্ধকারে ঠেলে দেওয়া।
এই ধরনের অমানবিক আচরণের তীব্র নিন্দা জানাই।
👶 শিশু অপরাধ করে না, তাকে অপরাধে ঠেলে দেয় সমাজ।
⚠️ দয়া করে একটু মানবিক হই। বিচার হোক আইন অনুযায়ী—not হাত তুলে, ভিডিও করে ভাইরাল করে!
#প্রতিবাদ #মানবতা_বাঁচাও #শিশু_সুরক্ষা #ভুল_থেকে_শিখুক