সত্যের সন্ধানে

সত্যের সন্ধানে প্রচার করো, যদিও একটি মাত্র আয়াত হয়।
এই প্রচার ই আমাদের উদ্দেশ্য।

16/07/2025

গোপালগঞ্জের জন্য আজকে কালো রাত। এতটুকুই বললাম। পাছা লা-ল করে দেওয়া হবে সারারাত। বিশাল ফোর্স যাচ্ছে।

🥰🥰🥰
13/07/2025

🥰🥰🥰

আলেমরা দেশ চালানোতে কতটুকু স্মার্ট ,আমি জানি না। বাট উনারা অন্তত আর্থিক দিক থেকে সৎ ই। জোট সরকারের আমলে নিজামী সাহেবের স...
13/07/2025

আলেমরা দেশ চালানোতে কতটুকু স্মার্ট ,আমি জানি না।

বাট উনারা অন্তত আর্থিক দিক থেকে সৎ ই।

জোট সরকারের আমলে নিজামী সাহেবের সততার খুব নাম শুনেছিলাম।

আজ ধর্ম উপদেষ্টা দেখলাম ৫ হাজার হাজীকে ৮ কোটি টাকা ব্যাক দেওয়ার ঘোষণা দিলেন।

সৌদিতে ভাড়া কম লাগায় এই টাকা বেচে গেছিল।

হুজুররা খারাপ কিছু করলে সবাই এদের গালিগালাজ করে।

ঐ হিসেবে এই প্রশংসাটুকুও আজ উনাদের প্রাপ্যই।

- সাদিকুর রহমান খান

আচ্ছা!  এর থেকেও ভারী কিছু কি হয় কোনো স্রীর কাছে!!
12/07/2025

আচ্ছা! এর থেকেও ভারী কিছু কি হয় কোনো স্রীর কাছে!!

সরকারের ফান্ডে টাকার সংকট। তাই সম্প্রতি মডেল মসজিদের ইমাম-খতিবদের বেতন ৩০/৩৫ হাজার থেকে কমানোর নতুন নীতিমালা করা হয়েছে। ...
12/07/2025

সরকারের ফান্ডে টাকার সংকট। তাই সম্প্রতি মডেল মসজিদের ইমাম-খতিবদের বেতন ৩০/৩৫ হাজার থেকে কমানোর নতুন নীতিমালা করা হয়েছে। সে নীতিমালায় একজন ইমাম ও খতিবের বেতন সর্বসাকুল্যে ১৫ হাজার টাকা। ওদিকে বেশ্যাদের আদরকরে যৌনকর্মী ডেকে প্রণোদনা দেওয়া হলো প্রতিজনকে ১০ হাজার টাকা করে মোট ২ কোটি ৯ লাখ টাকা। এভাবেই চলছে আরকি ইন্টেরিম। মাঝেমধ্যে মনে হয়, এই আপদটার বিদায় হবে কবে? কিন্তু তারপরে কী? এই প্রশ্ন এসে আবার থমকে দেয়। এভাবেই অদ্ভুত এক উটের পিঠে চলছে স্বদেশ।

যাইহোক, সব দোষ বিএনপির। সরকার খুব ভালো।
তারেক রহমান খারাপ। ড. ইউনুস ভালো।

12/07/2025

চাঁদা আনলে পুরস্কার,
ধরা পড়লে বহিষ্কার।

11/07/2025

বোন লন্ডন থেকে–তারেক বলছি:
❝হায়াত-মউত তো আল্লাহর হাতে বিম্পি তো উছিলা মাত্র❞

১৬০ টাকার অভাবে পরীক্ষায় বসতে না পারলেও কাদির মোল্লা কঠোর পরিশ্রমে গড়েছেন দেশের সেরা শিল্প প্রতিষ্ঠান ও স্কুল। মফস্বলেই ...
11/07/2025

১৬০ টাকার অভাবে পরীক্ষায় বসতে না পারলেও কাদির মোল্লা কঠোর পরিশ্রমে গড়েছেন দেশের সেরা শিল্প প্রতিষ্ঠান ও স্কুল। মফস্বলেই সেই স্কুলে এসএসসিতে এবার ৩২০ জন ছাত্রের সবাই পেয়েছে জিপিএ ফাইভ।

দেশে সবচেয়ে আলোচিত শিক্ষা প্রতিষ্ঠানের একটি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিকে এবার ৫৫ জন ফেইল। প্রতি তিন জনের দুই জনও পায়নি জিপিএ ফাইভ। ফলাফলের এই ভাটার পরও স্কুলটি নিয়ে মিডিয়া আর সামাজিক মাধ্যমে হইচই কম নেই।

অন্যদিকে, ঢাকার বাইরে, নরসিংদীর এক মফস্বলের স্কুলে ঘটেছে ঠিক উল্টো চিত্র। সেখানে শতভাগ পাস কেবল নয়, সবাই পেয়েছে জিপিএ ফাইভ। বিজ্ঞান বিভাগে ৩১৭ আর ব্যবসায় শাখায় তিন জন, সব মিলিয়ে পরীক্ষার্থী ছিল ৩২০ জন। কারও মন খারাপ করতে পারেনি এসএসসির ফলাফল।

প্রতিষ্ঠানটির নাম নাসিমা কাদির মোল্লা স্কুল অ্যান্ড হোমস। ২০০৮ সালে প্রতিষ্ঠান পর থেকেই চমকের পর চমক।
স্কুলটির পেছনের মানুষটির নাম কাদির মোল্লা। এক সময় করেছেন অনেক কিছুই। পেট চালাতে করতে হয়েছে মানুষের চোখে ছোট কাজও। কিন্তু আজ তিনি হাজারো মানুষের সহায়।

হেফাজতে ইসলাম। 🏳️🤍
11/07/2025

হেফাজতে ইসলাম। 🏳️🤍

একদিন মেঘদল বলল এসে,চিরদিন থাকে নাকো কেউ তো পাশে।ভেঙে যায় বাঁধন আর কোলাহল সব;শুধু পাশে থেকে যান আমাদের রব।
10/07/2025

একদিন মেঘদল বলল এসে,
চিরদিন থাকে নাকো কেউ তো পাশে।
ভেঙে যায় বাঁধন আর কোলাহল সব;
শুধু পাশে থেকে যান আমাদের রব।

মাক্বামে ইবরাহীমের চাবিকা'বা শরীফের দরজার চাবিকা'বা শরীফের ছাদের চাবি
10/07/2025

মাক্বামে ইবরাহীমের চাবি
কা'বা শরীফের দরজার চাবি
কা'বা শরীফের ছাদের চাবি

10/07/2025

মেঘাচ্ছন্ন পরিবেশ ! 🥰

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when সত্যের সন্ধানে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share