BCS preparation

BCS preparation All job preparation

৪৯ বিসিএস আসন সংখ্যা।
26/08/2025

৪৯ বিসিএস আসন সংখ্যা।

19/08/2025

Do not put off what you can do today - এর বাংলা অনুবাদ করুন

৮ম শ্রেণি সম্পূর্ণ গণিত বইয়ের সমাধান।✅ এটা কমপ্লিট করলে আপনি যে কোন সরকারি চাকরি পরীক্ষা হুবহু কমন পাবেন।Part-2Collected
19/08/2025

৮ম শ্রেণি সম্পূর্ণ গণিত বইয়ের সমাধান।✅ এটা কমপ্লিট করলে আপনি যে কোন সরকারি চাকরি পরীক্ষা হুবহু কমন পাবেন।
Part-2
Collected

৮ম শ্রেণি সম্পূর্ণ গণিত বইয়ের সমাধান।✅ এটা কমপ্লিট করলে আপনি যে কোন সরকারি চাকরি পরীক্ষা হুবহু কমন পাবেন।Part-1Collected
19/08/2025

৮ম শ্রেণি সম্পূর্ণ গণিত বইয়ের সমাধান।✅ এটা কমপ্লিট করলে আপনি যে কোন সরকারি চাকরি পরীক্ষা হুবহু কমন পাবেন।
Part-1
Collected

19/08/2025
18/08/2025
৪৯তম বিশেষ বিসিএসের প্রস্তুতি সম্পর্কিত কিছু সাধারণ পরামর্শ।আমরা জানি যে, বিশেষ বিসিএসে জেনারেল বিষয় থেকে ১০০ নম্বর ও সা...
18/08/2025

৪৯তম বিশেষ বিসিএসের প্রস্তুতি সম্পর্কিত কিছু সাধারণ পরামর্শ।

আমরা জানি যে, বিশেষ বিসিএসে জেনারেল বিষয় থেকে ১০০ নম্বর ও সাবজেক্টিভ বিষয় থেকে ১০০ নম্বর মোট ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। পরীক্ষাতে সাধারণত ২০০ মার্কের জন্য ২০০ টি প্রশ্ন থাকার কথা। এবং ১টি ভুল উত্তরের জন্য ০.৫ মার্ক ও ২টি ভুলের জন্য ০.৫+০.৫ = ১ মার্ক কাটা যাবে।

যারা আগে থেকে একেবারেই পড়েন নি, বা কোন বইও কেনা হয় নি তারা কিভাবে পড়বেন? সেক্ষেত্রে, আমরা সিলেবাসের প্রতিটি বিষয় আলাদাভাবে দেখে নেই। তাছাড়া সিলেবাসের ভিতরের বিস্তারিত টপিকগুলো অবশ্যই দেখে নিবেন।

প্রতিটি বিষয় যেভাবে পড়বেন:

১। বাংলা বিষয়ে ব্যাকরণে ১৫ + সাহিত্যে ১৫, মোট = ২০ মার্ক রয়েছে। এই অংশের জন্য মেইন বই হিসেবে ৯ম-১০ম শ্রেণীর বই পড়া যেতে পারে। গাইড বই হিসেবে অগ্রদূত বাংলা বইটি অথবা ভালো অন্য যে কোন বই ফলো করা যেতে পারে।

২। ইংরেজি বিষয়ে গ্রামারে ১৫ + সাহিত্যে ১৫, মোট = ২০ মার্ক রয়েছে। এই অংশে গ্রামারের জন্য বাজারে প্রচলিত ভালো কোন বইয়ের সহায়তা নেওয়া যেতে পারে। যেমন, প্রফেসর সিরিজের - ইংলিশ ফর কমপিটিটিভ এক্সাম, বা মোঃ জাহাঙ্গীর আলম এর মাস্টার বই অথবা ভালো অন্য যে কোন বই ফলো করা যেতে পারে।

৩। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর ২০+২০ = ৪০ মার্কের জন্য প্রফেসর’স সিরিজের বই বা জর্জ’স এমপিথ্রি সিরিজের বই অথবা ভালো যে কোন গাইড বই ফলো করা যেতে পারে। রিসেন্ট পাবলিশ হয়েছে এমন বই হলে ভালো হয়। কারণ, এই বিষয়গুলোতে সাম্প্রতিক বিষয়ের সাথে সম্পর্কিত অনেক প্রশ্ন থাকে।

৪। গাণিতিক যুক্তির ১০ মার্কের জন্য ৯-১২ বোর্ড বইয়ের পাশাপাশি বাজারে প্রচলিত গাইড বই ফলো করা যেতে পারে। যেমন: খায়রুলস বেসিক ম্যাথ, খায়রুলস অ্যাডভান্সড ম্যাথ, জর্জ’স ম্যাথ রিভিই ইত্যাদি।

৫। মানসিক দক্ষতার ১০ মার্কের জন্য বাজারে প্রচলিত অনুশীলন ও প্রিভিয়াস প্রশ্ন সম্বলিত বই নেওয়া যেতে পারে। যেমন, জর্জ’স মানসিক দক্ষতা।

এগুলোর বাহিরে ইংরেজি সাবজেক্টিভ বিষয়ের ১০০ মার্ক + জেনারেল অংশে ইংরেজি সাহিত্যের ০৫ মার্কের জন্য বেসিক ক্লিয়ার করার কোন বিকল্প নেই। সেক্ষেত্রে, সাহিত্যিক পিরিয়ড সম্পর্কে স্পষ্ট ধারণা থাকাটা আবশ্যিক। ইংরেজি সাহিত্যের জনপ্রিয় লেখক, জনপ্রিয় নাটক, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, থিওরি ইত্যাদি সম্পর্কে বেসিক জ্ঞান অবশ্যই থাকতে হবে। সাবজেক্টিভ ১০০ মার্কের পুরো সিলেবাস ধরে ধরে পড়ে ফেলতে।
Collected #

17/08/2025

পৃথিবী সম্পর্কে জানুন-

17/08/2025

Big shout out to my newest top fans! Raag Anuraag

11/08/2025

ভারী পানি (Heavy Water)

রাসায়নিক সংকেত: D₂O

এখানে D মানে ডিউটেরিয়াম (Deuterium), যা হাইড্রোজেনের এক ধরনের আইসোটোপ।

সাধারণ পানির সূত্র H₂O, যেখানে H = সাধারণ হাইড্রোজেন (প্রোটিয়াম)।

ভারী পানিতে হাইড্রোজেনের জায়গায় ডিউটেরিয়াম থাকে, তাই ওজন বেশি হয়।

এটি পারমাণবিক চুল্লিতে (nuclear reactor) নিউট্রন ধীর করার জন্য ব্যবহার হয়।

অতি ভারী পানি (Super Heavy Water)

রাসায়নিক সংকেত: T₂O

এখানে T মানে ট্রিটিয়াম (Tritium), যা হাইড্রোজেনের আরেকটি আইসোটোপ — কিন্তু ডিউটেরিয়ামের চেয়েও ভারী, কারণ এতে ১টি প্রোটন + ২টি নিউট্রন থাকে।

ট্রিটিয়াম খুবই বিরল ও তেজস্ক্রিয় (radioactive)।

T₂O পানির চেয়ে অনেক বেশি ভারী এবং এটি তেজস্ক্রিয় বৈশিষ্ট্যযুক্ত।

পার্থক্য এক লাইনে

ভারী পানি (D₂O) → ডিউটেরিয়াম আইসোটোপ দিয়ে তৈরি, তেজস্ক্রিয় নয়।

অতি ভারী পানি (T₂O) → ট্রিটিয়াম আইসোটোপ দিয়ে তৈরি, তেজস্ক্রিয় ও আরও ভারী।

অতি ভারী পানির সংকেত = T₂O

ভারী পানি = D₂O

05/08/2025

যেকোনো পরীক্ষায় ১মার্ক কমন
#জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে?
ক। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
খ। উপদেষ্টা আসিফ নজরুল
গ৷ উপদেষ্টা মাহফুজ আলম

৪৭ ও ৪৯ তম বিসিএসবাংলা ফাইনাল সাজেশনএর বাইরে আর পড়ার দরকার নাইপিডিএফ প্রিন্ট করে পড়তে পারেন।©Part-3
05/08/2025

৪৭ ও ৪৯ তম বিসিএস
বাংলা ফাইনাল সাজেশন
এর বাইরে আর পড়ার দরকার নাই
পিডিএফ প্রিন্ট করে পড়তে পারেন।
©
Part-3

Address

Cumilla

Telephone

+8801789348107

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCS preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share