18/08/2025
৪৯তম বিশেষ বিসিএসের প্রস্তুতি সম্পর্কিত কিছু সাধারণ পরামর্শ।
আমরা জানি যে, বিশেষ বিসিএসে জেনারেল বিষয় থেকে ১০০ নম্বর ও সাবজেক্টিভ বিষয় থেকে ১০০ নম্বর মোট ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। পরীক্ষাতে সাধারণত ২০০ মার্কের জন্য ২০০ টি প্রশ্ন থাকার কথা। এবং ১টি ভুল উত্তরের জন্য ০.৫ মার্ক ও ২টি ভুলের জন্য ০.৫+০.৫ = ১ মার্ক কাটা যাবে।
যারা আগে থেকে একেবারেই পড়েন নি, বা কোন বইও কেনা হয় নি তারা কিভাবে পড়বেন? সেক্ষেত্রে, আমরা সিলেবাসের প্রতিটি বিষয় আলাদাভাবে দেখে নেই। তাছাড়া সিলেবাসের ভিতরের বিস্তারিত টপিকগুলো অবশ্যই দেখে নিবেন।
প্রতিটি বিষয় যেভাবে পড়বেন:
১। বাংলা বিষয়ে ব্যাকরণে ১৫ + সাহিত্যে ১৫, মোট = ২০ মার্ক রয়েছে। এই অংশের জন্য মেইন বই হিসেবে ৯ম-১০ম শ্রেণীর বই পড়া যেতে পারে। গাইড বই হিসেবে অগ্রদূত বাংলা বইটি অথবা ভালো অন্য যে কোন বই ফলো করা যেতে পারে।
২। ইংরেজি বিষয়ে গ্রামারে ১৫ + সাহিত্যে ১৫, মোট = ২০ মার্ক রয়েছে। এই অংশে গ্রামারের জন্য বাজারে প্রচলিত ভালো কোন বইয়ের সহায়তা নেওয়া যেতে পারে। যেমন, প্রফেসর সিরিজের - ইংলিশ ফর কমপিটিটিভ এক্সাম, বা মোঃ জাহাঙ্গীর আলম এর মাস্টার বই অথবা ভালো অন্য যে কোন বই ফলো করা যেতে পারে।
৩। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর ২০+২০ = ৪০ মার্কের জন্য প্রফেসর’স সিরিজের বই বা জর্জ’স এমপিথ্রি সিরিজের বই অথবা ভালো যে কোন গাইড বই ফলো করা যেতে পারে। রিসেন্ট পাবলিশ হয়েছে এমন বই হলে ভালো হয়। কারণ, এই বিষয়গুলোতে সাম্প্রতিক বিষয়ের সাথে সম্পর্কিত অনেক প্রশ্ন থাকে।
৪। গাণিতিক যুক্তির ১০ মার্কের জন্য ৯-১২ বোর্ড বইয়ের পাশাপাশি বাজারে প্রচলিত গাইড বই ফলো করা যেতে পারে। যেমন: খায়রুলস বেসিক ম্যাথ, খায়রুলস অ্যাডভান্সড ম্যাথ, জর্জ’স ম্যাথ রিভিই ইত্যাদি।
৫। মানসিক দক্ষতার ১০ মার্কের জন্য বাজারে প্রচলিত অনুশীলন ও প্রিভিয়াস প্রশ্ন সম্বলিত বই নেওয়া যেতে পারে। যেমন, জর্জ’স মানসিক দক্ষতা।
এগুলোর বাহিরে ইংরেজি সাবজেক্টিভ বিষয়ের ১০০ মার্ক + জেনারেল অংশে ইংরেজি সাহিত্যের ০৫ মার্কের জন্য বেসিক ক্লিয়ার করার কোন বিকল্প নেই। সেক্ষেত্রে, সাহিত্যিক পিরিয়ড সম্পর্কে স্পষ্ট ধারণা থাকাটা আবশ্যিক। ইংরেজি সাহিত্যের জনপ্রিয় লেখক, জনপ্রিয় নাটক, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, থিওরি ইত্যাদি সম্পর্কে বেসিক জ্ঞান অবশ্যই থাকতে হবে। সাবজেক্টিভ ১০০ মার্কের পুরো সিলেবাস ধরে ধরে পড়ে ফেলতে।
Collected #