Justice For Bangladesh

Justice For Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Justice For Bangladesh, Digital creator, Cumilla.

01/08/2025

এক দফার ঘোষক ও মাষ্টারমাইন্ড ওবায়দুল কাদের,
লাউড এন্ড ক্লিয়ার,

31/07/2025

🐸

30/07/2025

কনস্টেবলের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে বরখাস্ত এএসপি !

মানবতার মহিয়্যসী নারী বীরশ্রেষ্ঠ শিক্ষিকা মেহেরিন চৌধুরী ❣️“ আমি ওরে জিজ্ঞেস করছিলাম,তুমি তোমার নিজের দুই সন্তানের কথা এ...
24/07/2025

মানবতার মহিয়্যসী নারী বীরশ্রেষ্ঠ শিক্ষিকা মেহেরিন চৌধুরী ❣️
“ আমি ওরে জিজ্ঞেস করছিলাম,তুমি তোমার নিজের দুই সন্তানের কথা একবারও ভাবলেনা। সে বললো, ওরাও তো আমার সন্তান, ওদের একা রেখে আমি কিভাবে চলে আসি!

24/07/2025

মাইলস্টোন স্কুলের যে ক্লাসরুম গুলো পুড়ে গিয়েছে সেগুলো ঠিকঠাক করার জন্যে মিস্ত্রী আনা হয়েছে, কিছু কিছু রুম ঘষেমেজে পরিষ্কার করা হচ্ছে।

রক্তের দাগ, মেঝেতে লেগে থাকা পোড়া শরীরের ঝলসানো মাংস, হাড়গোড় সবকিছুই পরিষ্কার করে সরানো হচ্ছে।

রবিবার থেকে স্কুল খোলার নির্দেশও দেয়া হয়েছে।

বাচ্চারা আবারও সেই চিরচেনা ক্লাসরুমে যাবে।
স্কাই সেকশন, ক্লাউড সেকশনের বাচ্চারা দেখবে তাদের পরিচিত অনেক বন্ধুরাই নেই, শুধু বেঞ্চে লেগে থাকা ঝলসানো মাংস আর স্মৃতিগুলো আছে।

এই ক্লাসরুমে বসেই তো একসাথে ক্লাস করতো, খেলতো, গান গাইতো ওরা। অথচ অনেকেই আর ক্লাসে আসবে না।

স্কুলের মাঠ দেখে বাকি স্টুডেন্টদেরও মনে পড়বে সেদিনের কথা।

কিন্তু বছর ঘুরলেই বাচ্চারাও হয়তো চিরায়ত নিয়ম মেনে আবারও ক্লাস করবে, গান গাইবে, খেলবে, ভুলে যাবে অনেককিছু।

পৃথিবী কারো জন্যেই থেমে থাকে না। ঝলসানো শরীরে মারা যাওয়া নিষ্পাপ বাচ্চাদের জন্যেও হয়তো থেমে থাকবে না।

এক টপিকের পর আরেক টপিক আসবে, নতুন কনটেক্সটের ভিড়ে আমরাও হয়তো ভুলে যাব সবকিছু।

কিন্তু যেই মা তার সন্তানের পোড়া লাশ ছুঁয়েছে সে-ই মা কি আর কোনদিনও ভুলতে পারবে.?

লেখা- Ibrahim Khalil Shawon

23/07/2025

প্লেন কিনছে হাসিনা,চালাইছে এয়ার ফোর্স,লাগাইছে স্কোয়াড্রন লিডার,দোষ হইছে ইউনূসের,পদত্যাগ চাইছে শিক্ষা উপদেষ্টার,পদত্যাগ করছে শিক্ষা সচিব,মাইর খাইছে ছাত্রলীগ,ক্যারিয়ার শেষ আয়মান সাদিকের।

প্রশ্নঃ কত বছর পর পিতার বয়স পুত্রের দ্বিগুন হবে?

23/07/2025

মাইলস্টোনের ছাত্র শহীদ মিরসাদ, তার শহীদ হওয়ার শোকে তার মা ইন্তেকাল করেছেন

Our national hero✊❣️
23/07/2025

Our national hero✊❣️

প্রকৃতি শূণ্যস্থান পছন্দ করে না!
23/07/2025

প্রকৃতি শূণ্যস্থান পছন্দ করে না!

23/07/2025

ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান হামলার কারণে নিহত শহীদ শিক্ষার্থীদের সম্মানার্থে এ বছরের এইচ এস সি পরীক্ষা পুরাপুরি প্রত্যাহার করা হোক।
যতটুকু পরীক্ষা হয়েছে এটার উপর রেজাল্ট দেওয়া হোক।

– সকল পরীক্ষার্থী
এইচ এস সি, ২০২৫
চেতনায় জুলাই ২৪

গুদামে আগুন লেগেছে, আলু পোড়া তো খেতে হবেই।

এইচএসসি স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ।
23/07/2025

এইচএসসি স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ।

23/07/2025

নিজেদের হ্যাকার গ্রুপ এনোনিমাস গ্লোবাল সাউথ দাবি করে গতসপ্তাহে আমার কাছে এই ভিডিওটি পাঠানো হয়। এখানে উত্থাপিত বিভিন্ন তথ্য ও ঘটনার সত্যতা নিশ্চিতে আমি তাঁদের কিছু প্রমাণ দিতে বলি। তাঁরা আজ আমাকে উল্লেখযোগ্য কিছু স্পর্শকাতর তথ্য প্রমাণ হিসেবে পাঠায়, যার সঠিকতা আমি যাচাই করেছি।

ভিডিওতে প্রদত্ত সকল মতামত এনোনিমাস গ্লোবাল সাউথের, জনগুরুত্ব বিবেচনায় কোন রকম পরিমার্জনা ছাড়াই বার্তাটি প্রকাশ করা হলো।

Address

Cumilla
3542

Alerts

Be the first to know and let us send you an email when Justice For Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share