
27/06/2025
🌙 হিজরি নতুন বছর মুবারক 🌙
আসসালামু আলাইকুম।
আজ শুরু হলো আরেকটি নতুন হিজরি বছর — ১৪৪৭ হিজরি।
মহান আল্লাহ তাআলা যেন এই নতুন বছরকে আমাদের জীবনে বরকত, শান্তি ও রহমতের বার্তা হিসেবে কবুল করেন।পুরনো বছরের ভুলত্রুটি, গুনাহ আর অজ্ঞতা পেছনে ফেলে নবউদ্যমে সামনে এগিয়ে যেতে হবে।সকলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে আবারো জানাই হিজরি নতুন বছরের মুবারক।