Channel Cumilla চ্যানেল কুমিল্লা

Channel Cumilla চ্যানেল কুমিল্লা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Channel Cumilla চ্যানেল কুমিল্লা, TV Channel, Cumilla.

Channel Cumilla চ্যানেল কুমিল্লা' বিশ্বজুড়ে কুমিল্লার প্রতিচ্ছবি। এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার সাথে সম্পৃক্ত দেশ-বিদেশের সকল খবরা খবর নিয়ে' আপনাদের সাথে আছি আমরা। পথচালা শুরু ২৫ মে ২০২০ থেকে ।

আর মাত্র কয়েকদিনআজই সংগ্রহ করুন।
19/02/2025

আর মাত্র কয়েকদিন
আজই সংগ্রহ করুন।

03/02/2025

মেলায় পাওয়া যাচ্ছে শেকড় সন্ধানী লেখক ও সাংবাদিক শরীফ প্রধানের ‘শিক্ষানবিশ সাংবাদিকতা’ বইটি।

15/10/2024

মুরুব্বী-মুরুব্বী খ্যাত বক্তা, কুমিল্লার কৃতীসন্তান মাওলানা মোস্তাক ফয়েজী পীরসাহেবের জ্বালাময়ী বক্তব্য, বাংলাদেশ জামায়াতে ইসলাম'র অনুষ্ঠানে ।

08/10/2024

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলার আমীর মোঃ মনিরুজ্জামান বাহালুল।

কুমিল্লার ঐতিহাসিক লালমাই পাহাড়ে সফল ভাবে শেষ হয়েছে আকিজ বাইসাইকেল★স্টাফ রিপোর্টার- ৮ অক্টোবর ২০২৪★ কুমিল্লা এমটিবি চ্যা...
08/10/2024

কুমিল্লার ঐতিহাসিক লালমাই পাহাড়ে সফল ভাবে শেষ হয়েছে আকিজ বাইসাইকেল

★স্টাফ রিপোর্টার- ৮ অক্টোবর ২০২৪★
কুমিল্লা এমটিবি চ্যালেঞ্জ ২০২৪। ট্রায়াথলন ড্রিমার্স ও টিম কোটবাড়ী আয়োজিত এই সাইকেল রেসে অংশ নেন ১৫০ জন রেসার। দেশের ৬৪ জেলা থেকে রেসাররা অংশ নেন এ ইভেন্টে। কুমিল্লার ঐতিহাসিক লালমাই পাহাড়ে সফল ভাবে শেষ হয়েছে আকিজ বাইসাইকেল কুমিল্লা এমটিবি চ্যালেঞ্জ ২০২৪।

ট্রায়াথলন ড্রিমার্স ও টিম কোটবাড়ী আয়োজিত এই সাইকেল রেসে অংশ নেন ১৫০ জন রেসার। দেশের ৬৪ জেলা থেকে রেসাররা অংশ নেন এ ইভেন্টে। ছেলেদের মধ্যে সবচেয়ে কম সময়ে রেস শেষ করেন রাকিবুল ইসলাম।

তিনি সময় নেন ৫৩ মিনিট ৩৪ দশমিক ১০ সেকেন্ড। আর মেয়েদের মধ্যে সবচেয়ে কম সময়ে রেস শেষ করেন তাবাসসুম ফেরদৌস। তিনি সময় নেন ১ ঘণ্টা ১১ মিনিট ২১ দশমিক ১৬ সেকেন্ড।

ট্রায়াথলন ড্রিমার্স ও টিম কোটবাড়ী আয়োজিত এই সাইকেল রেসের স্লোগান ‘রেস টু সেভ মাউন্টেন’। ১২০ জন রেসার সফলভাবে কাট অব টাইমের মধ্যে রেস শেষ করেন। রেস শেষে পুরুষ ও নারী ক্যাটাগরিতে মোট ১৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

রেস শেষে বিজয়ীদের হাতে মেডেল, পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথি এবং আয়োজক কমিউনিটির সদস্যরা। আকিজ বাইসাইকেল কুমিল্লা এমটিবি চ্যালেঞ্জ ২০২৪–এর টাইটেল স্পনসর আকিজ বাইসাইকেল, হসপিটালিটি পার্টনার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এ ছাড়া সহযোগী পার্টনার হিসেবে ছিল লং সিং ও ক্যাট, ভলান্টিয়ার সাপোর্ট, দুই চাকায় বাংলাদেশ। হাইড্রেশন পার্টনার হিসেবে ছিল ভোল্টেজ ইলেকট্রো লাইটস ড্রিংকস, প্রোডাকশন পার্টনার আপলিফট বাংলাদেশ, আইটি সলিউশন পার্টনার এক্সপ্রেস সলিউশন লিমিটেড এবং নিউট্রিশন পার্টনার ছিল নিউট্রি+।

গিফট পার্টনার বাইকশপ বিডি, ফোর সিজন বিডি, সাইকেল ম্যাকানিক্স এবং ফারুক সাইকেল সার্ভিসিং। কমিউনিটি পার্টনার ছিলো গোয়ালমারী সাইক্লিস্টস, দাউদকান্দি, কুমিল্লা।

04/10/2024

কুমিল্লার মেঘনা উপজেলার উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন।

03/10/2024

"কেমন দাউদকান্দি চাই" শীর্ষক উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

02/10/2024

আজ রাতেই মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালানো হবে – ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

কুমিল্লার কৃতিসন্তান, বিশ্ববরেণ্য আলেম ড. মিজানুর রহমান আজহারী দেশে এসেছেন।
02/10/2024

কুমিল্লার কৃতিসন্তান, বিশ্ববরেণ্য আলেম
ড. মিজানুর রহমান আজহারী দেশে এসেছেন।

With সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার – I just got recognised as one of their top fans! 🎉
02/10/2024

With সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার – I just got recognised as one of their top fans! 🎉

02/10/2024

কুমিল্লার দাউদকান্দি মদিনাতুল উলূম ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলামের অপসারণের দাবিতে আজ বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Channel Cumilla চ্যানেল কুমিল্লা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Channel Cumilla চ্যানেল কুমিল্লা:

Share

Category