Faith In Motion

Faith In Motion অজুহাত দেখেনো বন্ধ করে দেও,স্বপ্ন বাস্তব হবেই ইনশাআল্লাহ। বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করুন।

ব্যর্থতা চিরকাল আঁকড়ে ধরে রাখতে পারবে না, একদিন ছেড়ে যাবেই। মানসিকভাবে ভে'ঙে পড়া, নিজের সাথে নিজের যু'দ্ধ চলা সব একদিন স...
04/09/2025

ব্যর্থতা চিরকাল আঁকড়ে ধরে রাখতে পারবে না, একদিন ছেড়ে যাবেই। মানসিকভাবে ভে'ঙে পড়া, নিজের সাথে নিজের যু'দ্ধ চলা সব একদিন সফল হয়ে যাবে। শুধু থেকে যাবে পৃথিবীর বাজারে প্রিয়জনদের রূপ। দুঃসময়ে পাশে না থাকার আ'ঘাত, এড়িয়ে যাওয়া, উপেক্ষা করে চলে যাওয়া কাছের মানুষদের থেকে পাওয়া দারুণ ক্ষ'ত —

আমি না জেনে ঠ'কেছি, তবে যারা আমাকে ঠ'কা'ইছে.তারা জানতো আমি অসহায়ত্বের শেষ প্রা/ন্তে-তবুও ঠ'কাইছে..!😅💔
18/08/2025

আমি না জেনে ঠ'কেছি, তবে যারা আমাকে ঠ'কা'ইছে.তারা জানতো আমি অসহায়ত্বের শেষ প্রা/ন্তে-তবুও ঠ'কাইছে..!😅💔

একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না। লজ্জায় নিজেকে সংবরণ করবে।আমাদের এত এত গল্প আর স্মৃতি জমেছে যে তু...
15/08/2025

একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না। লজ্জায় নিজেকে সংবরণ করবে।
আমাদের এত এত গল্প আর স্মৃতি জমেছে যে তুমি অন্য কারো মাঝে আমার ছায়া দেখবে কিন্তু সেখানে আমাকে পাবে না।একটা আক্ষেপ জন্ম নিবে তোমার ভিতরে।
রাত গভীর হলে আমার ফেইসবুক ওয়াল ঘুরতে মন চাইবে।হয়তো সব বাঁধা ভেঙ্গে, মনের সাথে যুদ্ধ করে হলেও আমার প্রতিটি পোস্ট দেখবে।হাসবে।রাগ করবে। কিন্তু আমাকে সেই অনুভূতি বলতে পারবে না। এর চেয়ে আর বড় কি কষ্ট থাকতে পারে?
কোন এক ভোরে কিংবা গভীর রাতে ঘুম ভেঙ্গে ফোন চেক করে দেখবে আমার কোন টেক্সট আছে কি না।আমাকে না পেয়ে তোমার যেই দীর্ঘশ্বাস জন্মাবে তা তোমার প্রাপ্য ছিল। আমি তো কোন অন্যায় করি নি।
এখন যার সাথে আছ তাকে নিয়ে যতই সুখে থাক, যতই ভাল থাক আমি জানি আমাকে তোমার মনে পড়বেই।কারন আমি তোমাকে ঠকাই নি।তার সাথে কাটানো প্রতিটি সুখময় মুহুর্তে আমি থাকবো তোমার মস্তিষ্কের একটা কোনায়।এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে?
আমাকে কষ্ট দেয়ার প্রতিটি পাপ তোমাকে ঘিরে ধরবে।একদিন তুমিও অসুখী হবে।একদিন তোমারও আমার জন্য কাঁদতে মন চাবে।কিন্তু চোখের পানি আর আসবে না।
এক শীতে সমুদ্র স্নান করতে যাবে।সাথে প্রিয় মানুষটা থাকবে।অথচ সেখানে আমার থাকার কথা ছিল।এক জোৎস্নার রাতে আকাশ দেখে তোমার চোখের কোনায় পানি জমবে।এত সুন্দর রুপালি জ্যোৎস্না আমাকে ছাড়া দেখবে আর কষ্ট তোমাকে জাপ্টে ধরবে না তা হবে না।
একদিন আমাকে দেখার জন্য আকুল হবে।রাস্তায় খুঁজবে।পাবে না।সেদিন আঘাত লাগবে।সেদিন বুঝবে কি অন্যায় করেছ।একদিন বুঝবে ভাল একটা সম্পর্ক শেষ করে কেউ ভাল থাকে না।একদিন বুঝবে কথা দিয়ে কথা না রাখা একটা অন্যায়।সেদিন চাইলেও আর নিজেকে ভাল রাখতে পারবে না।
একদিন আমিও সুখী হব।কিন্তু সেই আমি আর তোমার মাঝে সুখ খুঁজব না।তোমার দেয়া প্রতিটি অবহেলা একদিন আমার জীবনে অন্য কারো মাধ্যমে সুখ হয়ে ফেরত আসবে।কিন্তু আমি আর তোমাকে মনে করবো না।

13/08/2025

একদিন কবরের পাশ দিয়ে হেঁটে যাবে ঠিকই ঐদিন ফিরেও তাকাবো না!💔

ভেঙে পড়ার কিছু নেই, জগতে যা কিছু হারিয়ে যায়– তা দ্বিগুণ হয়ে ফিরে আসবেই, অন্য পথে, অন্য রূপে, তোমার দরজায়, ইনশাআল্লাহ।🤍...
11/08/2025

ভেঙে পড়ার কিছু নেই, জগতে যা কিছু হারিয়ে যায়– তা দ্বিগুণ হয়ে ফিরে আসবেই, অন্য পথে, অন্য রূপে, তোমার দরজায়, ইনশাআল্লাহ।🤍✨

প্রথমবার হেরে যাওয়ার পর ভেবেছিলাম মানুষটাই বোধহয় ভুল মানুষ ছিলো আমার জীবনে। দ্বিতীয়বার যখন টাকার কাছে হেরে গিয়ে নিজেকে স...
08/08/2025

প্রথমবার হেরে যাওয়ার পর ভেবেছিলাম মানুষটাই বোধহয় ভুল মানুষ ছিলো আমার জীবনে। দ্বিতীয়বার যখন টাকার কাছে হেরে গিয়ে নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম, বোধহয় ভুল সময়ে আমাদের দেখা হয়েছিলো। তৃতীয়বার হেরে যাওয়ার পর কি দোষ দিব নিজেকে ভাবছিলাম ! ভাগ্যের হয়তো!
বারবার ধাক্কা খেয়েও ফিরে আসতাম বোধহয় আরেকবার হেরে যাওয়ার জন্যই। বারবার শীতল হয়ে যাওয়ার পরেও আবার ফিরতাম, রূপকথার মতো জীবন বদলে যাওয়ার আশায়! যদি আবার ফিরে পাই তোমায়, যদি জীবন কে আবার নতুন করে সাজাতে পারি!
মানুষ মাত্রই তো বেহায়া। প্রতিবার পাথর হয়ে যাওয়ার পর পণ করে সে সামান্য মায়ার কাছে আত্মসমর্পণ করে ফেলে শতবার, সহস্রবার

অন্ধ বিশ্বাস: এক নীরব বিপদের নামজীবনে চলার পথে আমরা প্রতিনিয়ত মানুষজনের সাথে মিশি, কথা বলি, সম্পর্ক গড়ি এবং অনেক সময় তাদ...
07/08/2025

অন্ধ বিশ্বাস: এক নীরব বিপদের নাম

জীবনে চলার পথে আমরা প্রতিনিয়ত মানুষজনের সাথে মিশি, কথা বলি, সম্পর্ক গড়ি এবং অনেক সময় তাদের উপদেশ বা মতামতের উপর ভিত্তি করেই বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলি। কিন্তু এই সিদ্ধান্তগুলো যদি হয় অন্ধভাবে বিশ্বাসের উপর ভিত্তি করে, তাহলে অনেক সময় তার পরিণতি হয় ভয়াবহ। তাই বলা হয়— "জীবনে আর যাই কিছু করো, অন্ধের মতো কারো কথা শুনে কাউকে বিশ্বাস করো না।"

বিশ্বাস মানুষের সম্পর্কের ভিত্তি গড়ে তোলে, ঠিকই, কিন্তু সেই বিশ্বাস যদি বুদ্ধিহীন হয়, তবে তা হয়ে দাঁড়ায় আত্মধ্বংসের কারণ। পৃথিবীতে বহু মানুষ প্রতারণার শিকার হয়েছে কেবলমাত্র অন্ধ বিশ্বাসের কারণে। কাউকে ভালোবেসে, কারো কথায় মুগ্ধ হয়ে, কারো আবেগে আটকে গিয়ে আমরা অনেক সময় এমন কিছু সিদ্ধান্ত নিই, যা পরবর্তীতে আমাদের অনুশোচনার অতলে ডুবিয়ে দেয়।

অন্ধ বিশ্বাস মানেই হলো: প্রশ্ন না করে, যাচাই না করে, যুক্তির আলোকে বিচার না করে কাউকে বা কিছুতে আস্থা রাখা। এটা যেমন সম্পর্ককে দুর্বল করে, তেমনি জীবনের অন্যান্য ক্ষেত্রেও মানুষকে বিপথে নিয়ে যেতে পারে। সমাজে এমন উদাহরণ ভুরি ভুরি—বন্ধুর কথায় ব্যবসায় লগ্নি করে সর্বস্ব হারানো, প্রেমিকার প্রলোভনে পড়ে প্রতারণার শিকার হওয়া, আত্মীয়ের মিষ্টি কথায় সম্পত্তি হারিয়ে ফেলা ইত্যাদি।

এখানে প্রশ্ন উঠতেই পারে—তাহলে কি কাউকে বিশ্বাসই করবো না? বিষয়টা এমন নয়। বিশ্বাস করবো, তবে সেটা হবে যুক্তিবোধ এবং অভিজ্ঞতার আলোকে। কাউকে পুরোপুরি বিশ্বাস করার আগে তার মনোভাব, আচার-আচরণ, অতীত এবং উদ্দেশ্য যাচাই করা উচিত। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।

মানুষের জীবনে ভুল হতেই পারে, কিন্তু অন্ধ বিশ্বাস থেকে জন্ম নেওয়া ভুলগুলো অনেক সময় শুধরানো যায় না। তাই নিজের চিন্তাভাবনা, বিচারবোধ ও বাস্তব অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে চলা উচিত। কাউকে অন্ধভাবে অনুসরণ নয়, বরং সচেতনভাবে সম্পর্ক ও বিশ্বাস তৈরি করাই আমাদের প্রকৃত বুদ্ধিমত্তার পরিচয়

জীবন এক দীর্ঘ পথচলা যেখানে প্রতিটি পদক্ষেপে সিদ্ধান্ত নিতে হয়। আর সেই সিদ্ধান্তগুলো যদি হয় অন্ধ বিশ্বাসের ছায়ায়, তাহলে পথের শেষটা হতে পারে অন্ধকার। তাই চোখ খোলা রেখে বিশ্বাস করো, যাচাই করে ভালোবাসো, এবং প্রশ্ন করে শিখো—এই হোক জীবনের মূলমন্ত্র।

06/08/2025

যাদেরকে সঙ্গে নিয়ে পুরো দুনিয়ার সাথে লড়াই করতে প্রস্তুত ছিলাম,যুদ্ধের ময়দানে গিয়ে দেখলাম তারাই ছিলো শত্রু পক্ষের প্রধান সেনাপতি।

- ব্য'র্থ'তা আর অপ্রাপ্তির মাঝে আমাদের বোধদয় এভাবেই বয়স বেড়ে যায়!'💔😅
03/08/2025

- ব্য'র্থ'তা আর অপ্রাপ্তির মাঝে আমাদের বোধদয় এভাবেই বয়স বেড়ে যায়!'💔😅

"যে মানুষটা আমার সাথে ভীষণ অন্যায় করেছিলো, পুরো পৃথিবীর কাছে সে একজন চমৎকার মানুষ। প্রথমে খুব অবাক হয়েছিলাম। পরে বুঝলাম,...
01/08/2025

"যে মানুষটা আমার সাথে ভীষণ অন্যায় করেছিলো, পুরো পৃথিবীর কাছে সে একজন চমৎকার মানুষ। প্রথমে খুব অবাক হয়েছিলাম। পরে বুঝলাম, মানুষ তার ভোল পাল্টে ফেলতে পারে নিমেষেই।

মহাকালের মঞ্চে ঐ মানুষটা যখন ভালোমানুষের অ্যাওয়ার্ড হাতে নিয়ে বিজয়ীর হাসি হাসে, আমার ভেতরটা তখন নিঃসীম পরাজয়ে কুকড়ে যায়। আমি চিৎকার করে বলতে নিই, মানুষটা ভালো না। পৃথিবীর হাততালির শব্দে আমার চি'ৎকারটা স্তব্ধ হয়ে যায়।

আমি জানলাম, পৃথিবীটা একটা পপুলারিটি কনটেস্ট। এখানে ভীষণ অন্যায় করেও হাততালি পাওয়া যায়, প্রচণ্ড ভালো হয়েও ন'রকের খাতায় নাম লেখাতে হয়। আমি জানলাম, মানুষ কেন অভিনয় করে, কেন মুখোশ পরে থাকে, কেন এক মুহূর্তের জন্য নিজের সত্যিকারের সত্ত্বাকে সামনে আনে না।

আমি জানলাম, নশ্বর এই পৃথিবীতে টিকে থাকার জন্য মানুষ সবকিছু করতে পারে, সব।"

Address

Bhomarkandi, Chandina
Cumilla
3510

Telephone

+8801916141550

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faith In Motion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faith In Motion:

Share

Category